একজন নেটওয়ার্ক টেকনিশিয়ান কোথায় কাজ করেন?
বর্তমানে সব ধরনের প্রতিষ্ঠানে ইন্টারনেট সার্ভিসের উপস্থিতি থাকায় এবং প্রতিনিয়ত এর প্রয়োজনীয়তা বৃদ্ধি পাওয়ার কারণে এখন সব ধরনের প্রতিষ্ঠানেই সাধারণত একজন নেটওয়ার্ক টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হয়। তবে ব্রডব্যান্ড সার্ভিস সরবরাহ করে এমন প্রতিষ্ঠানগুলোতেই সাধারণত নেটওয়ার্ক টেকনিশিয়ান কাজ করেন। বড় প্রতিষ্ঠানের কর্মক্ষেত্র, কারখানা ও আঞ্চলিক অফিসগুলোতেও ২৪ ঘন্টা ইন্টারনেট সার্ভিস সরবরাহ নিশ্চিত করার জন্য নেটওয়ার্ক টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হতে পারে।
একজন নেটওয়ার্ক টেকনিশিয়ান কী ধরনের কাজ করেন?
একজন নেটওয়ার্ক টেকনিশিয়ান সাধারণত নিম্নে উল্লিখিত কাজগুলো করে থাকেন –
১। প্রতিষ্ঠানের ইন্টারনেট সার্ভিসের সরবরাহ দেখভাল করা এবং ২৪ ঘন্টা সরবরাহ নিশ্চিত করা।
২। বজ্রপাতসহ অন্যান্য যে কোন দুর্ঘটনার কারণে ইন্টারনেট সার্ভিসের সরবরাহ বিঘ্নিত হলে যথাসম্ভব দ্রুত সমস্যার সমাধান করা এবং ইন্টারনেট সার্ভিসের সরবরাহ নিশ্চিত করা।
৩। প্রতিষ্ঠানের ওয়্যারলেস রাউটার ঠিক আছে কিনা তা দেখভাল করা এবং এর অভ্যন্তরের সমস্যার সমাধান করা।
৪। কোন কারণে ইন্টারনেট সার্ভিসের সরবরাহ না থাকলে সমস্যা নির্ণয় করা এবং সমস্যার সমাধান করা।
৫। ইন্টারনেটের মাধ্যমে প্রতিষ্ঠানের নিয়মিত লেনদেন ও আদান-প্রদানের ক্ষেত্রে যাতে কোন রকমের বিঘ্ন বা সমস্যার সৃষ্টি না হয় তা নিশ্চিত করা।
একজন নেটওয়ার্ক টেকনিশিয়ানের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
১। নেটওয়ার্ক টেকনিশিয়ান হিসেবে কাজ করতে চাইলে আপনাকে কম্পিউটার নেটওয়ার্ক প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিপ্রাপ্ত হতে হবে।
২। নেটওয়ার্ক টেকনিশিয়ান হিসেবে কাজ করতে চাইলে সাধারণত ২ বছরের পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন হয়।
৩। নেটওয়ার্ক টেকনিশিয়ান হিসেবে নিয়োগের ক্ষেত্রে সাধারণত ২২ থেকে ৩২ বছরের নির্দিষ্ট বয়সসীমা উল্লেখ করা থাকে।
৪। নেটওয়ার্ক প্রকৌশল বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে। এক্ষেত্রে ল্যান(LAN), ডব্লিউএএন, আইএসপি, সার্ভার, আইপি ক্যামেরা, আইপি ফোন সুইচ, রাউটার, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরসহ প্রয়োজনীয় সকল বিষয়ে গভীর ধারণা থাকতে হবে।
একজন নেটওয়ার্ক টেকনিশিয়ানের মাসিক আয় কেমন?
এক্ষেত্রে বিষয়টি কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ হলেও একজন নেটওয়ার্ক টেকনিশিয়ানের মাসিক আয় সাধারণত পনের হাজার টাকা থেকে বিশ হাজার টাকার মধ্যে হয়।