একজন ইতিহাসবিদ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন ও নমুনা যাচাই ও পরীক্ষা, গবেষণা করে ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য মূল্যায়ন করে থাকেন। গবেষণা নির্ভর এই পেশায় অপেক্ষাকৃত সুযোগ কম। সীমিত কাজের ক্ষেত্র ও অপর্যাপ্ত সুযোগ সুবিধা এ পেশা অনেককে নিরুৎসাহিত করে। তবে গবেষণার আগ্রহ এবং ইতিহাস বিষয়ে উদ্দীপনা থাকলে আপনিও এ পেশায় আসতে পারেন এবং গড়তে পারেন আপনার কাঙ্ক্ষিত ক্যারিয়ার।
এক নজরে একজন ইতিহাসবিদ
বিভাগ: গবেষণা
প্রতিষ্ঠানের ধরন: সরকারি, বেসরকারি
ক্যারিয়ারের ধরন: ফুল-টাইম, পার্ট-টাইম
লেভেল: এন্ট্রি, মিড
এন্ট্রি লেভেলে সম্ভাব্য গড় বেতন: কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়স: কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ
মূল স্কিল: গবেষণার দক্ষতা, ইতিহাস বিষয়ক জ্ঞান
বিশেষ স্কিল: বিশ্লেষণী ক্ষমতা, প্রজেক্ট ব্যবস্থাপনা
বিস্তারিত জানুন
– একজন ইতিহাসবিদ কোথায় কাজ করেন?
– একজন ইতিহাসবিদ কী ধরনের কাজ করেন?
– একজন ইতিহাসবিদের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
– একজন ইতিহাসবিদের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
– কোথায় পড়বেন ইতিহাসবিদ হতে?
– একজন ইতিহাসবিদের মাসিক আয় কেমন?
– একজন ইতিহাসবিদের ক্যারিয়ার কেমন হতে পারে?
একজন ইতিহাসবিদ কোথায় কাজ করেন?
- জাদুঘরে
- সংগ্রহশালা বা আর্কাইভে
- প্রত্নতত্ত্ববিভাগে
- লাইব্রেরি
- বিশ্ববিদ্যালয় গবেষক/ফেলো বা শিক্ষক হিসাবে
একজন ইতিহাসবিদ কী ধরনের কাজ করেন?
- বিভিন্ন উৎস যেমন বই, প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা ভ্রমনের মাধ্যমে ঐতিহাসিক তথ্য সংগ্রহ করা
- সংগৃহীত তথ্যের ভিত্তিতে কোনো ঐতিহাসিক ঘটনা বা অনুষ্ঠানের সত্যতা ও তাৎপর্য বের করে আনা
- কোনো বিশেষ ক্ষেত্রে ঐতিহাসিক ধারা অনুসন্ধান করা
- জাদুঘর বা প্রদর্শনীকেন্দ্রের ঐতিহাসিক বস্তুর সূচি তৈরি ও তালিকা তৈরি করা
- ঐতিহাসিক নমুনা সংগ্রহ ও সংরক্ষনে অবদান রাখা
- ঐতিহাসিক সত্য সংরক্ষণ ও বিজ্ঞানভিত্তিকভাবে লিপিবদ্ধ রাখা
একজন ইতিহাসবিদের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
সাধারণত ইতিহাসে/এনথ্রোপলজিতে অনার্স এবং মাষ্টার্স। প্রতিষ্ঠানভেদে পিএইচডি ডিগ্রি দরকার হতে পারে। এছাড়া ডিপ্লোমা ইন আর্কাইভ অ্যান্ড রেকর্ড ম্যানেজমেন্ট ডিগ্রি নিয়েও কাজের সুযোগ পাওয়া সম্ভব।
একজন ইতিহাসবিদের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
- গবেষণার দক্ষতা
- গবেষণাপত্র বা প্রতিবেদন লেখার দক্ষতা
- উন্নত যোগাযোগ করার দক্ষতা
- তুলনামূলক বা তারতম্যমূলক অনুসন্ধানের যোগ্যতা
কিছু ব্যবহারিক কম্পিউটার সফ্যটওয়ার জানা থাকা ভালো। যেমনঃ
- Archival Databases
- ArchiveGrid
- Gutenberg-e
- Reference Management Software
কোথায় পড়বেন ইতিহাসবিদ হতে?
বাংলাদেশের স্বীকৃত সকল বিশ্ববিদ্যালয় বা কলেজে ইতিহাস/নৃতত্ত্ব/দর্শন বিভাগে পাঠ দান করা হয়। উদাহরণ হিসাবে উল্লেখ করা যায় –
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- রাজশাহী বিশ্ববিদ্যালয়
- চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়
- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
একজন ইতিহাসবিদের মাসিক আয় কেমন?
একজন ইতিহাসবিদের মাসিক আয় প্রতিষ্ঠান আর প্রজেক্টনির্ভর হয়ে থাকে।
একজন ইতিহাসবিদের ক্যারিয়ার কেমন হতে পারে?
প্রথাগত আর দশটা ক্যারিয়ার থেকে ইতিহাসবিদের ক্যারিয়ার একটু ভিন্নতর। এই পেশার সুযোগ তুলনামূলক কম। তবে ভালো কাজ ও গবেষণার অভিজ্ঞতা থাকলে বিদেশে কাজের সুযোগ আসতে পারে। এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পে বিশেষজ্ঞ হিসেবে কাজের সুযোগ আছে। তাই উন্নত প্রশিক্ষণ ও প্রযুক্তির ব্যবহার জানলে একাজে উন্নত আয় ও মর্যাদার সুযোগ আছে।