একজন কম্পিউটার অপারেটর বা ডাটা এন্ট্রি অপারেটর সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন ধরনের তথ্য (ডাটা) এন্ট্রির কাজ সম্পাদন করেন। প্রতিষ্ঠানের অধীনে চাকরি ছাড়াও এ পেশায় ফ্রিল্যান্সিং করে ঘরে বসে উপার্জন করার সুযোগ রয়েছে।
এক নজরে একজন কম্পিউটার অপারেটর
সাধারণ পদবী: কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটরবিভাগ: অফিস সাপোর্ট
প্রতিষ্ঠানের ধরন: সরকারি, বেসরকারি, প্রাইভেট ফার্ম/কোম্পানি
ক্যারিয়ারের ধরন: ফুল-টাইম, পার্ট-টাইম
লেভেল: এন্ট্রি
এন্ট্রি লেভেলে সম্ভাব্য অভিজ্ঞতা সীমা: কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ
এন্ট্রি লেভেলে সম্ভাব্য গড় বেতন: ৳১০,০০০ – ৳১৫,০০০
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়স: কাজসাপেক্ষ
মূল স্কিল: কম্পিউটারের সাধারণ ব্যবহারে দক্ষতা, মাইক্রোসফট অফিস সফটওয়্যারে দক্ষতা, স্প্রেডশিট ব্যবহারে দক্ষতা
বিশেষ স্কিল: নির্ভুল টাইপিং, সময় ব্যবস্থাপনা
কম্পিউটার অপারেটরের পেশা সম্পর্কিত প্রশ্ন
- একজন কম্পিউটার অপারেটর কোথায় কাজ করেন?
- একজন কম্পিউটার অপারেটরের কাজ কী?
- একজন কম্পিউটার অপারেটরের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
- একজন কম্পিউটার অপারেটরের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
- কোথায় শিখবেন কম্পিউটার অপারেটিং?
- একজন কম্পিউটার অপারেটরের মাসিক আয় কেমন?
- একজন কম্পিউটার অপারেটরের ক্যারিয়ার কেমন হতে পারে?
একজন কম্পিউটার অপারেটর কোথায় কাজ করেন?
- সরকারি প্রতিষ্ঠানে, যেখানে ডাটা এন্ট্রির কাজ রয়েছে
- ব্যাংক, বীমা ও অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠানে
- ব্যবসায়িক প্রতিষ্ঠানে
- শিক্ষা প্রতিষ্ঠানে
- গণমাধ্যমে
- বেসরকারি প্রতিষ্ঠানে, যেখানে ডাটা এন্ট্রির কাজ রয়েছে
- তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠানে
উল্লেখ্য যে, একজন কম্পিউটার অপারেটর আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিংয়ের কাজও করতে পারেন।
একজন কম্পিউটার অপারেটরের কাজ কী?
- কম্পিউটারে তথ্য এন্ট্রির কাজ করা
- কম্পিউটারে টাইপ করে তথ্য সংযোজন করা বা বিভিন্ন প্রোগ্রামে থাকা তথ্য স্প্রেডশিটে তুলে সংগ্রহ করা
- ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য খুঁজে সেগুলি এন্ট্রির কাজ করা
- সংগৃহীত তথ্য-উপাত্ত যাচাই করা
- পুরানো তথ্য-উপাত্ত আপডেট করা
- বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি করা ও গুছিয়ে রাখা
একজন কম্পিউটার অপারেটরের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
শিক্ষাগত যোগ্যতাঃ এ পেশায় কাজ করার জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে ন্যূন্যতম উচ্চমাধ্যমিক পাশ করা থাকলে আর কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার সম্পর্কে ভালো জ্ঞান থাকলে যে কেউ এ ধরনের কাজে যোগ দিতে পারেন।
বয়সঃ প্রতিষ্ঠানসাপেক্ষে বয়সের সীমা নির্ধারিত হয়।
অভিজ্ঞতাঃ কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষে নির্ধারিত হয়।
একজন কম্পিউটার অপারেটরের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
- মাইক্রোসফট অফিসের ভালো ব্যবহার জানা
- দ্রুত ও নির্ভুল টাইপিংয়ের ক্ষমতা
- ইন্টারনেট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের দক্ষতা
- ধৈর্যের সাথে কাজের চাপ সামলাতে পারা
- নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করতে পারা
কোথায় শিখবেন কম্পিউটার অপারেটিং?
এ পেশায় মূল বিষয় দক্ষতা ও অভিজ্ঞতা। ঘরে বসেই কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে প্রয়োজনীয় কাজ আপনি শিখতে নিতে পারেন। তবে বহু প্রশিক্ষণ কেন্দ্র থেকে শর্ট কোর্স করে থাকেন অনেকে।
একজন কম্পিউটার অপারেটরের মাসিক আয় কেমন?
এ পেশায় যোগদান করে কমপক্ষে ৳১০,০০০ – ৳১৫,০০০ উপার্জন করা সম্ভব। এছাড়া অনলাইন মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং করে কাজের ধরন ও গ্রাহক অনুযায়ী আয়ের পরিমাণ আরো বেশি হতে পারে। অভিজ্ঞতা যত বাড়বে, এ পেশায় আয়ের সুযোগ তত বেশি।
একজন কম্পিউটার অপারেটরের ক্যারিয়ার কেমন হতে পারে?
এ পেশায় নির্দিষ্ট কোন ক্যারিয়ার পর্যায় নেই। তবে কোন প্রতিষ্ঠানে যোগদান করলে অভিজ্ঞতার ভিত্তিতে লিডার হিসেবে নতুন অপারেটরদের দিকনির্দেশনা দেয়ার কাজ পেতে পারেন।
hello iam rafi…. I am computer oparetor
I want to be a computer operator
আপনি কম্পিউটার অপারেটর হবার জন্য কোন ট্রেনিং নিচ্ছেন কি?
ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করছি
Office application
Diploma Electronics technology ki computer operator hotel pare.
পারে।
এই লেখাটি শেয়ার করার জন্যে ধন্যবাদ।
Good writing.
Your writing is very well organized.
Very instructive.
From here I learned a lot.
Thanks for sharing this post.
আমি কম্পিউটারের data Entry অপারেটর হতে চাই
Good writing