চিফ ব্র্যান্ডিং অফিসার

চিফ ব্র্যান্ডিং অফিসার সাধারণত ব্র্যান্ড কৌশল, যোগাযোগ প্রচারণা এবং নেটওয়ার্ক বিল্ডিং ইত্যাদি পরিচালনা করে থাকেন।

সাধারণ পদবী: চিফ ব্র্যান্ডিং অফিসার(সিবিও)

বিভাগ: ব্র্যান্ডিং

কর্মস্থলঃ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান।

ক্যারিয়ারের ধরন: ফুল টাইম

লেভেল: মধ্যম  

অভিজ্ঞতা: বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে ৫-৮ বছর ব্যবস্থাপনার দায়িত্ব পালনের অভিজ্ঞতা।

বেতন সীমা: বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে একজন সিবিও এর বেতন ৳৫০০০০-৳২০০০০০ পর্যন্ত হয়।

একজন সিবিও কী ধরনের সংস্থা বা প্রতিষ্ঠানে কাজ করেন?

বিভিন্ন ব্যাংক। যেমন:

.গ্রামীন ব্যাংক।

.ব্রাক ব্যাংক।

.সোনালী ব্যাংক।

.ইসলামী ব্যাংক।

এছাড়াও .আরএফএল, প্রাণ, ডিবিএল কোম্পানি ইত্যাদি সিবিও নিয়োগ দিয়ে থাকে।

একজন সিবিও কি ধরনের কাজ করেন?

১.একজন চিফ ব্র্যান্ডিং অফিসারের প্রধান কাজ হলো অধীনস্থ ব্র্যান্ডিং ম্যানেজারদের সঠিক নেতৃত্ব দান করে মার্কেটিং সংক্রান্ত কার্যকলাপ পর্যবেক্ষণ করা।

২.ব্র্যান্ডের ইকুইটি বাড়ানোর জন্য তিনি ব্যবসার ব্র্যান্ড কৌশল এবং সেইসাথে সংশ্লিষ্ট ব্র্যান্ড উপাদানের বিকাশ ও পরিচালনা করেন।

৩.সিবিও বিক্রয় বিভাগের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে।

৪.সিবিও ব্র্যান্ড মার্কেটিং ডিরেক্টরকে মার্কেটিং বিষয়ে সহযোগিতা করে।

৫.ব্র্যান্ড বিপণন প্রধান বাজার বিশ্লেষণের সমাপ্তি নিশ্চিত করে এবং বাজারে প্রতিযোগিতামূলক কার্যকলাপের পাশাপাশি সমস্যা বিশ্লেষণ এবং আর্থিক মডেলিং পরিচালনা করে।

একজন সিবিওর শিক্ষাগত যোগ্যতা কী?

বাংলাদেশশ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস এ্যাডমিনিস্ট্রশন (এমবিএ) এ স্নাতকোত্তর ডিগ্রিধারী যে কেউ নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে এই পদে নিয়োগ পেতে পারে। বাংলাদেশের অনেক সরকারী বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি নেয়া যায়। যেমনঃ

.ঢাকা বিশ্ববিদ্যালয়।

.চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

.রাজশাহী বিশ্ববিদ্যালয়।

.নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ইত্যাদি।

একজন সিবিওর কী কী দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

১.সফটওয়্যার ও অনলাইন কাজের দক্ষতা।

২.শক্তিশালী যোগাযোগ দক্ষতা।

৩.সম্পর্ক স্থাপনের দক্ষতা।

৪.বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের দক্ষতা।

৫.মানুষের আচরণ বুঝা ও সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা।

৬.অধীনস্থদের প্রশিক্ষণ দেয়ার যোগ্যতা।

একজন সিবিওর মাসিক আয় কেমন?

বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে একজন সিবিও এর বেতন ৳৫০০০০-৳২০০০০০ পর্যন্ত হয়। তবে কোম্পানির ভিত্তিতে বেতনের স্কেল ভিন্ন হয়। এছাড়াও কিছু বিশেষ সুবিধা দেয়া হয়।

ক্যারিয়ার কেমন হতে পারে একজন সিবিও এর?

যে কোন প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং এর জন্য সঠিক নীতি নির্ধারণ ও সে অনুযায়ী কর্মপরিকল্পনা তৈরী ও পরিচালনার করে কোম্পানির উন্নয়ন ও জনপ্রিয়তা বাড়ানোর জন্য সিবিও এর চাহিদা দেশ-বিদেশের সব কোম্পানিতেই সর্বোচ্চ। বিভিন্ন দেশের ও কোম্পানির সাথে চুক্তি ও ভালো সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে  সিবিও এর ভূমিকা মূখ্য। এছাড়াও চাকরিস্থলে সিবিও দেশের অন্যান্য পদের চেয়ে অনেক বেশি সুযোগ সুবিধা ভোগ করেন। একটি কোম্পানিকে জনগণের দোরগোড়ায় সঠিকভাবে উপস্থাপনের ক্ষেত্রে একজন সিবিও এর ভূমিকা অত্যন্ত কার্যকরী।

 

Leave a Comment