চিফ মার্কেটিং অফিসার

একজন চিফ মার্কেটিং অফিসার (সিএমও) একটি প্রতিষ্ঠানের বিপণন এবং বিজ্ঞাপন উদ্যোগ পরিকল্পনা, উন্নয়ন নির্বাহের এবং তত্ত্বাবধানের দায়িত্বে থাকেন।সিএমও এর প্রাথমিক দায়িত্ব বাজার গবেষণা, মূল্য গবেষণা, পণ্য বিপণন, বিপণন যোগাযোগ, বিজ্ঞাপন এবং জনসংযোগ ব্যবহার করে, সমগ্র প্রতিষ্ঠানের জন্য সফল বিপণনের মাধ্যমে বিক্রয় বৃদ্ধি করা।

সাধারণ পদবী:চিফ মার্কেটিং অফিসার

বিভাগ:মার্কেটিং

কর্মস্থলঃ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান।

ক্যারিয়ারের ধরন: ফুল টাইম

লেভেল: মধ্যম

অভিজ্ঞতা: বিভিন্ন প্রতিষ্ঠানে বিপণন অথবা বিজ্ঞাপনে ৫-৮ বছরের দায়িত্ব পালনের অভিজ্ঞতা।

বেতন সীমা: বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে একজন সিএমও এর বেতন ৳৮৫০০০-৳৯৮০০০ পর্যন্ত হয়।

বয়স সীমা: সিএমও এর বয়স সাধারণত ৩৫-৪০ এর মধ্যে হয়

একজন সিএমও কী ধরনের সংস্থা বা প্রতিষ্ঠানে কাজ করেন?

বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান। যেমনঃ

  •         আরএফএলকোম্পানি
  •         প্রাণ কোম্পানি
  •         ডিবিএল কোম্পানি
  •         মেঘনা গ্রুপ ইত্যাদি।

একজন সিএমও কী ধরনের কাজ করেন?  

  •         একটি প্রতিষ্ঠানের বিক্রয়বৃদ্ধি, এবং মার্কেটিং কৌশলে সাহায্য করা।
  •         সাংগঠনিক লক্ষ্য অনুযায়ী বিপণন বাজেটের সরাসরি পরিকল্পনা, পরিচালনা ও সমন্বয় করা।
  •         মার্কেটিং টিম তত্ত্বাবধান ও পরিচালনা করা।
  •         বণ্টন, প্রতিযোগিতামূলক বাজারের বিশ্লেষণ বুদ্ধিমত্তা সাথে পণ্যমূল্যায়ন এবং বাজার উন্নয়ন।
  •         সমগ্র বাজার ব্যবস্থাপনা, সিদ্ধান্তসমূহ এবং কোম্পানির দীর্ঘ ও স্বল্প মেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে সিইও কে সহযোগিতা করে থাকেন এবং এসব বিষয়ে রিপোর্ট প্রদান করেন।
  •         প্রধান নির্বাহী কর্মকর্তা এবং পরিচালনা পর্ষদের নির্দেশে ক্রেতাদের জন্য সর্বাধিক মান সম্মত পণ্য তৈরিএবং বিপণনের ব্যবস্থা করা।
  •         স্টাফিং, স্তর, জ্ঞান-দক্ষতা-গুণাবলী (কেএসএ), সফলতা এবং সাংগঠনিক প্রয়োজনীয়তা পূরণের প্রেরণা বজায় রাখা ও নিরীক্ষণ।
  •         নতুন পণ্য উন্নয়ন।

একজন সিএমওর শিক্ষাগত যোগ্যতা কী?  

বাংলাদেশের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রশনে স্নাতকোত্তর ডিগ্রিধারী যে কেউ নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে এই পদে নিয়োগ পেতে পারে। বাংলাদেশের অনেক সরকারী বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি নেয়া যায়। যেমনঃ

  •         ঢাকা বিশ্ববিদ্যালয়।
  •         চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
  •         রাজশাহী বিশ্ববিদ্যালয়।
  •         নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ইত্যাদি।

একজন সিএমওর কী কী দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

  •         চমৎকার বিশ্লেষণাত্মক দক্ষতা
  •         একটি দলের নেতৃত্ব এবং অনুপ্রেরণা প্রদর্শনের ক্ষমতা
  •         অতীত অভিজ্ঞতা থেকে শেখার ক্ষমতা।
  •         মার্কেটিং নীতিমালা, ব্র্যান্ড, পণ্য এবং পরিষেবা পরিচালনার সম্পূর্ণ জ্ঞান।
  •         শক্তিশালী যোগাযোগের দক্ষতা।
  •         ক্রেতা বিক্রেতাদের সাথে সম্পর্ক স্থাপনের দক্ষতা।
  •         বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের দক্ষতা।
  •         ঝুঁকি নেয়ার ইচ্ছা।
  •         মানুষের আচরণ বোঝা ও সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা।
  •         অধীনস্থদের প্রশিক্ষণ দেয়ার যোগ্যতা।
  •         গতানুগতিক চিন্তার বাইরে চিন্তা করার মত বিচক্ষণতা।

 

একজন সিএমও মাসিক আয় কেমন?

বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে একজন সিএমও এর বেতন ৳৮৫০০০-৳৯৮০০০ পর্যন্ত হয়। তবে কোম্পানির ভিত্তিতে বেতনের স্কেল ভিন্ন হয়। এছাড়াও ব্যক্তিগত গাড়িসহ আরো কিছু বিশেষ সুবিধা দেয়া হয়।

ক্যারিয়ার কেমন হতে পারে একজন সিএমওর?

সঠিক ভাবে বাজার বিশ্লেষণ,বিপণন, নীতি নির্ধারণ ও সে অনুযায়ী কর্মপরিকল্পনা তৈরী ও পরিচালনার করে কোম্পানির উন্নয়নের জন্য সিএমও এর চাহিদা দেশ-বিদেশের সব কোম্পানিতেই সর্বোচ্চ। বিভিন্ন ক্রেতা বিক্রেতাদেরসাথে চুক্তি ও ভালো সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে সিএমওর ভূমিকা মূখ্য।

2 thoughts on “চিফ মার্কেটিং অফিসার”

    • আপনি মার্কেটিংয়ের কাজ কীভাবে শিখছেন? আপনার ক্যারিয়ারের জন্য শুভ কামনা থাকলো!

      Reply

Leave a Comment