একজন টিকেট ম্যানেজার বিভিন্ন পরিবহনের (বাস, ট্রেন, লঞ্চ, বিমান) যাত্রীদের টিকেট বুকিংয়ের ব্যাপারে সহায়তা করেন।
এক নজরে একজন টিকেট ম্যানেজার
সাধারণ পদবী: টিকেট ম্যানেজার, বুকিং ম্যানেজারবিভাগ: হসপিটালিটি, ইভেন্ট ম্যানেজমেন্ট ও ট্যুরিজম
প্রতিষ্ঠানের ধরন: সরকারি, প্রাইভেট ফার্ম/কোম্পানি
ক্যারিয়ারের ধরন: ফুল-টাইম
লেভেল: প্রযোজ্য নয়
সম্ভাব্য অভিজ্ঞতা সীমা: প্রযোজ্য নয়
সম্ভাব্য আয়: ৳১০,০০০ – ৳১৫,০০০
সম্ভাব্য বয়স সীমা: ১৮ – ৩০ বছর
মূল স্কিল: ডাটা এন্ট্রিতে দক্ষতা
বিশেষ স্কিল: যোগাযোগের দক্ষতা
টিকেট ম্যানেজারের পেশা সম্পর্কিত প্রশ্ন
একজন টিকেট ম্যানেজার কোথায় কাজ করেন?
- বাস টিকেট কাউন্টার
- ট্রেন টিকেট কাউন্টার
- লঞ্চ টিকেট কাউন্টার
- বিমান টিকেট কাউন্টার
- ট্রাভেল এজেন্সি
একজন টিকেট ম্যানেজারের কাজ কী?
- ভ্রমণ সম্পর্কিত তথ্য জেনে টিকেট আছে কিনা তা নিশ্চিত করা;
- দিন ও সময় জেনে টিকেট বুকিংয়ের ব্যবস্থা করা;
- টিকেট ও ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য যাত্রীকে জানানো;
- কোন কারণে ভ্রমণ বাতিল হয়ে গেলে যাত্রীকে জানানো ও প্রয়োজনে রিফান্ডের ব্যবস্থা করা;
- কোন যাত্রী টিকেট বাতিল করতে চাইলে সে ব্যাপারে সহায়তা করা।
একজন টিকেট ম্যানেজারের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
শিক্ষাগত যোগ্যতা: বাস, ট্রেন বা লঞ্চের টিকেট কাউন্টারে কাজ করার জন্য সাধারণত ন্যুনতম এসএসসি/এইচএসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয়।
বিমান আর ট্রাভেল এজেন্সির টিকেট/বুকিং ম্যানেজার হিসাবে কাজ করতে হলে প্রায় সময় ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হওয়া দরকার।
অভিজ্ঞতা: এ পেশায় আসার জন্য অভিজ্ঞতা থাকা আবশ্যক নয়।
একজন টিকেট ম্যানেজারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
- কম্পিউটারে ডাটা এন্ট্রিতে দক্ষতা;
- যোগাযোগের দক্ষতা;
- ধৈর্য।
একজন টিকেট ম্যানেজারের আয় কেমন?
এ পেশায় গড়ে ৳১৫,০০০ – ৳২০,০০০ আয় করতে পারবেন। আন্তর্জাতিক এয়ারলাইনসের টিকেট কাউন্টারে কাজ করলে গড়ে ৳৩০,০০০ পর্যন্ত আয় করা সম্ভব।
i am interest if your job
আমি কাজ করতে চাই