চিকিৎসকের সহকারী হিসেবে একজন নার্স রোগীর চিকিৎসা সেবা, স্বাস্থ্য পরীক্ষা ও পরিচর্যার কাজ করে থাকেন। যারা সেবামূলক পেশায় যেতে চান, তাদের জন্য নার্সিং একটি আকর্ষণীয় পেশা হতে পারে। দেশের প্রতিটি সরকারি ও বেসরকারি ক্লিনিকে নার্সদের ব্যাপক চাহিদা রয়েছে। সরকারের সেবা পরিদপ্তর প্রতি বছর প্রচুর নার্স নিয়োগ দিয়ে থাকে। সম্মানের পাশাপাশি এ পেশায় রয়েছে আকর্ষণীয় উপার্জনের সুযোগ।
এক নজরে একজন নার্স
সাধারণ পদবী: নার্সবিভাগ: স্বাস্থ্য ও চিকিৎসা
প্রতিষ্ঠানের ধরন: সরকারি, বেসরকারি, প্রাইভেট ফার্ম
ক্যারিয়ারের ধরন: ফুল-টাইম, পার্ট-টাইম
লেভেল: এন্ট্রি, মিড
এন্ট্রি লেভেলে অভিজ্ঞতা সীমা: ০ – ২ বছর
এন্ট্রি লেভেলে সম্ভাব্য গড় বেতন: ৳৮,০০০ – ৳১৪,০০০
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়স সীমা: ২০ – ২৫ বছর
মূল স্কিল: ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিকভাবে রোগীকে চিকিৎসা সেবা দেয়া, চিকিৎসার জন্য ব্যবহৃত যন্ত্রপাতির প্রাথমিক ব্যবহার জানা
বিশেষ স্কিল: সেবার মানসিকতা থাকা, ধৈর্য, গভীর মনোযোগ, যোগাযোগের দক্ষতা
নার্সের পেশা সম্পর্কিত প্রশ্ন
একজন নার্স কোথায় কাজ করেন?
- সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে
- বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে
- আইনশৃঙ্খলা ও সামরিক বাহিনীর চিকিৎসা বিভাগে
- ব্যক্তিগত ক্লিনিকে
কাজের ক্ষেত্র ও অভিজ্ঞতা অনুযায়ী আপনি অ্যাসিস্ট্যান্ট নার্স, স্টাফ নার্স, ওটি সিস্টার বা নার্সিং সুপারভাইজার হিসেবে কাজ করার সুযোগ পাবেন। পাশাপাশি নার্সিং কলেজে ইন্সট্রাক্টর বা ডেমোনস্ট্রেটর ইনচার্জ হিসেবেও অনেকে নিয়োগ পান। এছাড়া, নার্সিং অধিদপ্তরে প্রজেক্ট অফিসার, সহকারী পরিচালক পদেও কাজ করতে পারেন।
একজন নার্সের কাজ কী?
- ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর স্বাস্থ্য পরীক্ষা (যেমনঃ রক্তচাপ মাপা) করা;
- ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীকে সঠিকভাবে ঔষধ খাওয়ানো;
- রোগীর স্বাস্থ্যের অগ্রগতি বা অবনতি সম্পর্কে ডাক্তারকে নিয়মিত জানানো;
- অপারেশনের আগে প্রয়োজনীয় সরঞ্জামসহ ওটি (Operation Theater) প্রস্তুত করা;
- রোগীকে অপারেশন টেবিলে নিয়ে যাওয়া;
- অপারেশনের সময় চিকিৎসকে সহায়তা করা;
- রোগীর সার্বিক পরিচর্যার দায়িত্ব নেয়া।
একজন নার্সের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
শিক্ষাগত যোগ্যতাঃ বাংলাদেশ নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোন সরকারি বা বেসরকারি নার্সিং কলেজ বা নার্সিং ইন্সটিটিউট থেকে ডিপ্লোমা ইন নার্সিং বা বিএসসি ইন নার্সিং কোর্স সম্পন্ন করে যে কেউ নার্সিং পদের জন্য আবেদন করতে পারেন। প্রতিষ্ঠানভেদে বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে পরে নার্সদের আরো দক্ষ করে তোলা হয়।
একজন নার্সের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
- রোগীর স্বাস্থ্য পরীক্ষার খুঁটিনাটি জানা;
- স্বাস্থ্য পরীক্ষায় ব্যবহৃত সাধারণ যন্ত্রপাতি (যেমনঃ রক্তচাপ মাপার যন্ত্র বা স্ফিগমোম্যানোমিটার) ব্যবহার করতে পারা;
- ডাক্তারের প্রেসক্রিপশন ও পরামর্শ সঠিকভাবে বোঝা ও সে অনুযায়ী রোগীর পরিচর্যা করা;
- রোগীর সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনা ও ডাক্তারকে জানানো;
- রোগীর স্বাস্থ্যের অগ্রগতি ও অবনতি সম্পর্কে নিয়মিত প্রতিবেদন তৈরি করতে পারা;
- অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি সম্পর্কে জ্ঞান রাখা ও প্রয়োজনে ডাক্তারকে সহায়তা করা।
কোথায় পড়বেন নার্সিং?
সেবা পরিদপ্তরের অধীনে নার্সিং কলেজ ও ইনিস্টিটিউটে নার্সিং পড়তে পারেন। সারা দেশের সরকারি ৭টি ও বেসরকারি ২১টি নাসিং কলেজ ও সরকারি ৪৩টি নার্সিং ও বেসরকারি ৭০টি ইনিস্টিটিউটে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং চার বছর মেয়াদী ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং কোর্সে পড়ানো হয়।
কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নার্সিং বিষয়ক ডিপ্লোমা পড়ানো হয়। এছাড়া অর্থোপেডিকস, সাইকিয়াট্রিক, পেডিয়াট্রিক, সিসিইউ, আইসিইউ ও কার্ডিয়াক নার্সিংসহ বিভিন্ন বিষয়ের ওপর এক বছর মেয়াদী কোর্স চালু আছে।
নার্সিংয়ের প্রত্যেক শিক্ষার্থীকে কোর্সের শেষে ছয় মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করার পর বাংলাদেশ নার্সিং কাউন্সিল আয়োজিত পরীক্ষায় অংশ নিতে হয়। এতে উত্তীর্ণ হবার মাধ্যমে নিবন্ধিত হলেই পেশা হিসাবে নার্সিং নিতে পারবেন।
একজন নার্সের মাসিক আয় কেমন?
ক্যারিয়ারের শুরুতে অ্যাসিস্ট্যান্ট নার্স বা ওটি সিস্টার হিসেবে সরকারি হাসপাতালে যোগ দিলে একজন নার্স সরকারি বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৳৮,০০০ – ৳১৬,৫৪০ মাসিক বেতন পেয়ে থাকেন।
বেসরকারি ক্লিনিকে সাধারণত মাসিক ৳১৪,০০০ থেকে বেতন শুরু হয়। তবে প্রতিষ্ঠানভেদে কমবেশি হতে পারে আয়।
একজন নার্সের ক্যারিয়ার কেমন হতে পারে?
আমাদের দেশে প্রয়োজনের তুলনায় নার্সের সংখ্যা এখনো কম। তাই নার্স হিসাবে নিবন্ধন পাবার পর তুলনামূলকভাবে কম সময়ে চাকরি পাওয়া সম্ভব।
বিদেশেও দক্ষ ও অভিজ্ঞ নার্সের চাহিদা প্রতিনিয়ত বেড়েই চলেছে। মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া ও কানাডাতেও বাংলাদেশের নার্সরা কাজ করছেন বেশ সুনামের সাথে। সম্ভাবনাময় এ পেশায় রয়েছে আর্থিক স্বচ্ছলতা ও মর্যাদার জীবন।
নার্স থেকে পদোন্নতি পেয়ে সিনিয়ার স্টাফ নার্স ও সুপারিন্টেনডেন্ট বা নার্সিং ট্রেনিং কলেজের প্রশিক্ষক হওয়ার জন্য প্রয়োজন অভিজ্ঞতা ও বিশেষায়িত কারিগরি দক্ষতা। এছাড়াও সরকারের সেবা পরিদপ্তরের উচ্চ পদে যেতে পারেন নার্সরা। সেবাধর্মী এ পেশায় আপনিও অর্জন করতে পারেন সামাজিক মর্যাদা ও ভালো আয়ের সুযোগ।
Diploma nursing r bsc nursing এ কি এক ই সুযোস সুবিধা???
Bsc 4yr ar Diploma 3yr pore, post basic bsc 2yr kore nite parben bsc korte since er student hote hoy noy to age age bsc korte parben na Diploma pore bsc korte hobe
bsc in nursing কি ssc পাশ করে করা যায়?
না। বিএসসি ইন নার্সিং পড়ার জন্য আপনাকে এইচএসসি পাশ করতে হবে।
vocational teke hsc pass kore ki diploma in nursing porte parbo
Ssc pas kore ki Nursinge vortti hoya jay
না, hsc লাগবে bsc & Diploma পড়ার জন্য
BSC in nursing আর সাধারণ nursing এর মধ্যে পার্থক্য কি?
ক্যারিয়ার কেমন ?
অনেকে নার্সিংয়ে শুধু ডিপ্লোমা করে থাকেন। তবে বিএসসি ডিগ্রি থাকলে ভালো হাসপাতালে চাকরি পাবার সম্ভাবনা বেড়ে যায়।
deploma in nursing science koto year er course?
৩ বছরের কোর্স।
বিবাহিতরা নার্সিং পড়তে পারবেন?
পারবেন।
বিবাহিতরা কি bsc in nursing পড়তে পারবে??
Jekono group thake ki nursing pora jai?
bsc nursing theke sorkari hospital a salary surur dike koto dey
ami 2006 shale s.s.c pass korsi…ami ki ekhn kono nursing course korte parbo?
Bsc in nursing kothy thaka krla valo hoba?
ছেলেরা কি নার্সিং পড়তে পারবে?
Commerce er student ra porte parbe?
বিবাহিত মহিলা কি bsc in nursing পড়তে পারে না
কর্মাসের স্টুডেন্টরা কি নার্সিং পড়তে পারে?
Study korar pasapasi job kora jai ki?
ssc er por ki kono vabe nursing e jog deoyar sujog nei?? hsc er porei porte hobe???
Diploma in midwifery thaka bsc kora jai na?
Diploma in Nursing ar Diploma in midwifery er moddhe salary ar career er man er ki parthokko thake
নার্সিং এ কয়টি বিভাগ আছে?
২৫ বছর বয়সী মেয়ে কি নার্সিং করতে পারবে?
Assalamu alaikum!
Acca ami akjon inter second year er ars er student.
Ami ki nursing niye porte parbo?
Ar ki ki korte hobe nursing niye porte hole?
Koto point lagbe nursing course e?
Koto bochor ai course ta korte Hobe?
Koto tk Khoroch hote pare?
🙏🙏🙏🙏🙏
বয়স ৩২ বছর হলে কেউ কি নার্সি পড়তে পারবে?
Bsc te ki question hard hoy. bsc naki diploma konti te chance pawa jay easily? r bsc and diploma porte pvt college gulate masik koto tk khoroch bohon korte hoy? r post graduate complete korle bsc der moto onnano job ki apply kora jabe?
Ami surgical nursing krte chai kintu ki subject niye porte hobe…..r SSC sesh hole krte parbo?
Ami SSC 2017 e dici. deyar pore computer in diploma engineering 4 bosor er course complete korci 2022 e. ekon ki ami nurcing 3 bosor er course ta korte parbo/BAC in nursing ta korte parbo. amr age 22 bosor running
নার্সিং কি ছেলেরা করতে পারে?
Amr ssc 2013 science theke ami ki nongovt university theke diploma nursing krte parbo?
Kon subjec nite hobe
কমার্স থেকে কি নাসিং এ ডিপ্লোমা করা যাবে