আপনি কি পদার্থবিজ্ঞানে পড়াশোনা করছেন? কিংবা পদার্থবিজ্ঞানে পড়তে চান? হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে: “কী হবে এ বিষয়ে পড়ে?” অবশ্যই প্রশ্নটির সবচেয়ে সাদামাটা উত্তর হচ্ছে “পদার্থবিজ্ঞানে ক্যারিয়ার মানেই পদার্থবিজ্ঞানী হওয়া।” কিন্তু বিজ্ঞানী হবার প্রতি সবার আগ্রহ থাকে না। ভালো খবর হলো, পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে বিজ্ঞানী হওয়া ছাড়াও অন্য আরো ক্যারিয়ার নির্বাচন করা সম্ভব। সে সম্ভাবনাগুলো নিয়ে জানুন এবারের লেখায়।
ফিজিক্সে পড়লে কোন ধরনের দক্ষতা গড়া যায়?
এ বিষয়ের শিক্ষার্থীরা বেশ কিছু ক্ষেত্রে এগিয়ে থাকে। যেমন:
- যৌক্তিক চিন্তা করার ক্ষমতা
- গাণিতিক দক্ষতা
- গবেষণার দক্ষতা
- বিশ্লেষণী ক্ষমতা
- পর্যবেক্ষণ ক্ষমতা
- সমস্যা সমাধানের দক্ষতা
এ দক্ষতাগুলোকে কাজে লাগাতে পারলে ফিজিক্সে পড়ে ভালো ক্যারিয়ার নিশ্চিত করা সম্ভব।
ফিজিক্সে পড়ে কোন কোন খাতে কাজ করা যায়?
গবেষণা সংস্থা থেকে শুরু করে মাইনিং ইন্ডাস্ট্রি – বিভিন্ন খাত থেকে ক্যারিয়ার বেছে নিতে পারেন আপনি। যেমন:
- কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং
- ইনফরমেশন টেকনোলজি
- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
- টেলিকমিউনিকেশনস
- ডাটা সায়েন্স
- ম্যানুফ্যাকচারিং
- এনভায়রনমেন্টাল সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং
- আবহাওয়াবিদ্যা বা মেটিওরোলজি
- এনার্জি ও পাওয়ার ইন্ডাস্ট্রি
উল্লেখ্য যে, সাধারণত আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে ফিজিক্সে পড়াশোনা করার পর আপনাকে উচ্চতর ডিগ্রি নিতে হবে এসব খাতে স্পেশালাইজেশনের জন্য। দেশের বাইরে পড়তে গেলে ডিগ্রি অর্জনের পর ন্যানোটেকনোলজি কিংবা অ্যাস্ট্রোনমির মতো খাতেও কাজ করা সম্ভব।
কিছু খাতে আমাদের দেশে ফিজিক্সের শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গড়ার সুযোগ সীমিত। যেমন: মেডিক্যাল প্রযুক্তি।
ফিজিক্সে পড়ে যে শুধু বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক ক্যারিয়ারে যাওয়া যায়, তা কিন্তু নয়। গাণিতিক দক্ষতার কারণে অ্যাকাউন্টিংয়ের মতো ব্যবসায়িক খাতের কাজও পেতে পারেন আপনি।
ফিজিক্সে পড়ে ভালো ক্যারিয়ার গড়ার জন্য করণীয় কী?
- কোন খাতে আপনি ক্যারিয়ার গড়তে চান, তা আগে ঠিক করে নিন।
- পছন্দের খাতে বাংলাদেশে কাজের সুযোগ আদৌ আছে কি না, সে ব্যাপারে অনুসন্ধান করুন।
- পছন্দের খাতে কাজ করার জন্য কোন বিষয়ে পোস্টগ্র্যাজুয়েশন করতে হবে ও সে বিষয়ে পোস্টগ্র্যাজুয়েশন দেশে করা যাবে কি না, সে সম্পর্কে জানুন।
- পোস্টগ্র্যাজুয়েশনের জন্য বিদেশে যেতে হলে সম্ভাব্য দেশ ও বিশ্ববিদ্যালয় নিয়ে ঘাঁটাঘাঁটি করুন।
- পোস্টগ্র্যাজুয়েশন করার ইচ্ছা না থাকলে আপনার স্নাতক ডিগ্রি নিয়ে দেশী-বিদেশী প্রতিষ্ঠানে কোন কোন পদে চাকরির আবেদন করতে পারবেন, সে ব্যাপারে আগে থেকে খোঁজ নিন।
- ডাটা নিয়ে নিয়মিত কাজ করুন। আপনি যে ইন্ডাস্ট্রিতেই যান না কেন, ডাটা বিশ্লেষণের দক্ষতা চাওয়া হবে আপনার কাছ থেকে।
ফিজিক্সে পড়াশোনা করলেই যে আপনাকে বিজ্ঞানী হতে হবে, এমন কোন কথা নেই। আবার ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা করাও বাঞ্ছনীয় নয়। সময় নিয়ে পরিকল্পনা আর প্রস্তুতি থাকলে আপনি এ বিষয়ে পড়ে ভালো ক্যারিয়ার নিশ্চিত করতে পারবেন।