একজন পাবলিশিং এডিটর লেখা মনোনয়ন থেকে শুরু করে লেখার প্রয়োজনীয় সম্পাদনা, প্রকাশক ও লেখকের মাঝে সমন্বয় সাধন, বইয়ের প্রচারণা, বিজ্ঞাপন ও প্রকাশনা উৎসব আয়োজনসহ বিভিন্ন কাজ করে থাকেন।
এক নজরে একজন পাবলিশিং এডিটর
সাধারণ পদবী: পাবলিশিং এডিটরবিভাগ: ক্রিয়েটিভ ক্যারিয়ার
প্রতিষ্ঠানের ধরন: সরকারি, বেসরকারি প্রাইভেট ফার্ম/কোম্পানি
ক্যারিয়ারের ধরন: ফুল-টাইম, পার্ট-টাইম
লেভেল: এন্ট্রি, মিড
এন্ট্রি লেভেলে সম্ভাব্য অভিজ্ঞতা সীমা: ০ – ২ বছর
এন্ট্রি লেভেলে সম্ভাব্য গড় বেতন: ৳২০,০০০ – কাজ, অভিজ্ঞতা ও প্রতিষ্ঠানসাপেক্ষ
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়স: ২২-৩০ বছর
মূল স্কিল: ভাষা ও ব্যাকরণের উপর দক্ষতা, প্রকাশনা শিল্প সম্পর্কিত জ্ঞান
বিশেষ স্কিল: অনুবাদের দক্ষতা, যোগাযোগের দক্ষতা
পাবলিশিং এডিটরের পেশা সম্পর্কিত প্রশ্ন
একজন পাবলিশিং এডিটর কোথায় কাজ করেন?
- সরকারি প্রকাশনা সংস্থা
- বেসরকারি প্রকাশনা সংস্থা
- প্রাইভেট প্রকাশনা ফার্ম বা কোম্পানি
- তথ্য ও গবেষণা প্রতিষ্ঠান
বর্তমানে প্রায় এক হাজারের বেশি বই ও ম্যাগাজিন প্রকাশনা সংস্থা রয়েছে। এসব প্রতিষ্ঠান ছাড়াও বাংলা একাডেমি, শিশু একাডেমি আর শিল্পকলা একাডেমির প্রকাশনা বিভাগে কাজ করা সম্ভব।
এ পেশায় কাজের জন্য যোগ্যতার পাশাপাশি সংশ্লিষ্ট মহলে পরিচিতি অনেক গুরুত্বপূর্ণ। প্রকাশনা সংস্থাগুলো সাধারণত বড় প্রকাশনার ক্ষেত্রে চেনাজানা যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে।
একজন পাবলিশিং এডিটরের কাজ কী?
- বই/আর্টিকেল পড়ে ছাপাবার জন্য মনোনীত করা
- লেখার বানান ও ব্যাকরণের ভুল সংশোধন করা
- ভাষার প্রয়োগ ও অন্যান্য ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তন/পরিমার্জন করা
- প্রকাশক ও লেখকের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা
- প্রকাশকের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা
- প্রয়োজনীয় বিজ্ঞাপন, প্রচারণা, প্রকাশনা উৎসব ও রিভিউ আয়োজনের ব্যবস্থা নেয়া
- ছাপার নেগেটিভ/ব্লুপ্রিন্ট রেডি করা ও ফর্মা বা অন্যান্য হিসাবসহ একটি সাধারণ হিসাব দেয়া
- বই ডিস্ট্রিবিউশন চ্যানেলের সাথে প্রয়োজনীয় যোগাযোগ রক্ষা
একজন পাবলিশিং এডিটরের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
এ পেশায় হাতেকলমে ও নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কাজ শেখার সুযোগ প্রচুর। যে কোন বিষয়ে স্নাতক পাশ করলেই এ পেশায় আসা সম্ভব। এজন্য লেখালেখিতে অভিজ্ঞ হলে আর ব্যাকরণ ও সাহিত্য নিয়ে গভীর জ্ঞান থাকা জরুরি। তবে বাংলা বা ইংরেজি সাহিত্য অথবা সাংবাদিকতায় স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাওয়া যায়।
একজন পাবলিশিং এডিটরের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
- ব্যাকরণ, সাহিত্য আর ভাষাশৈলীর উপর গভীর জ্ঞান
- ভালো যোগাযোগের দক্ষতা
- দেশী-বিদেশী সাহিত্য নিয়ে ধারণা
- পাঠকদের চাহিদা বোঝার ক্ষমতা
- সময়মতো কাজ শেষ করার দক্ষতা
কোথায় পড়াশোনা করবেন পাবলিশিং এডিটর হতে চাইলে?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগে এ পেশা সংশ্লিষ্ট প্রাতিষ্ঠানিক শিক্ষা পাওয়া সম্ভব। এছাড়া বাংলাদেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় ও কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা, বাংলা ও ইংরেজি সাহিত্যে পড়তে পারেন।
একজন পাবলিশিং এডিটরের মাসিক আয় কেমন?
শুরুতে মাসিক উপার্জন ১৫ থেকে ১৮ হাজার টাকার মতো হয়। তবে নিজের দক্ষতা প্রমাণ করতে পারলে বেতন ৳২৫,০০০ – ৳৩০,০০০ পর্যন্ত হতে পারে।
সিনিয়র ও অভিজ্ঞ হয়ে হবার পর প্রজেক্টভেদে লাভের অংশীদার হওয়া সম্ভব।
ক্যারিয়ার কেমন হতে পারে একজন পাবলিশিং এডিটরের?
শুরুতে ছোট কোন প্রকাশনাতে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে কাজ পেতে পারেন। নিজেকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে পারলে বড় প্রকাশনাতে কাজের সুযোগ পাওয়া যায়। প্রকাশনা ছাড়াও পরবর্তীতে প্রিন্ট মিডিয়াতে কাজ করা সম্ভব।