ময়নাতদন্ত বা অটোপসির কাজের জন্য ফরেনসিক বিশেষজ্ঞ প্রয়োজন হয়। আপনি যদি মেডিকেলের শিক্ষার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ফরেনসিক মেডিসিন বিষয়ে কাজ করতে পারেন। বাংলাদেশের প্রতিটি সরকারি মেডিক্যাল কলেজে ফরেনসিক মেডিসিন বিভাগ আছে যেখানে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এ বিষয়ে শিক্ষা দেওয়া হয় এবং পরবর্তীতে তারা চাইলে ফরেনসিক মেডিসিন বিষয়ে সেখানে কাজও করতে পারেন।
এক নজরে একজন ফরেনসিক বিশেষজ্ঞ
বিভাগ: স্বাস্থ্য ও চিকিৎসা
প্রতিষ্ঠানের ধরন: সরকারি
ক্যারিয়ারের ধরন: ফুল টাইম
লেভেল: এন্ট্রি, মিড
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বেতনসীমা: ৳২০,০০০ – ৳২২,০০০
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়সসীমা: ২৫ – ২৮ বছর
মূল স্কিল: ফরেনসিক মেডিসিন সংক্রান্ত জ্ঞান, সঠিকভাবে ময়নাতদন্ত করতে পারা
বিশেষ স্কিল: ধৈর্য, মানসিক চাপ সামলানোর ক্ষমতা
বিস্তারিত জানুন
– একজন ফরেনসিক বিশেষজ্ঞ কোথায় কাজ করেন?
– একজন ফরেনসিক বিশেষজ্ঞ কী ধরনের কাজ করেন?
– একজন ফরেনসিক বিশেষজ্ঞের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
– একজন ফরেনসিক বিশেষজ্ঞের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
– একজন ফরেনসিক বিশেষজ্ঞের মাসিক আয় কেমন?
– একজন ফরেনসিক বিশেষজ্ঞের ক্যারিয়ার কেমন হতে পারে?
একজন ফরেনসিক বিশেষজ্ঞ কোথায় কাজ করেন?
- বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতাল ছাড়া কোথাও ফরেনসিক সংক্রান্ত কাজ করা যায় না। পুলিশ কেস হওয়ার কারণে সরকারি ব্যবস্থাপনার বাইরে তাই অটোপসি বা ময়নাতদন্ত এবং ফরেনসিক মেডিসিনের কোন কাজ করা যায় না। এক্ষেত্রে আপনি ফরেনসিক বিশেষজ্ঞ হিসেবে শুধুমাত্র সরকারি হাসপাতাল গুলোতেই কাজ করতে পারবেন। সরকারি হাসপাতাল বলতে প্রধানত সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালগুলোকেই বুঝানো হয়।
তবে ময়নাতদন্ত সাধারণত অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকেরাই করে থাকেন সরকারি মেডিকেল কলেজের ক্ষেত্রে। জেলা পর্যায়ে সদর হাসপাতাল ব্যতীত আর কোথাও সাধারণত ময়নাতদন্ত করা হয় না। সেক্ষেত্রে সিভিল সার্জন ছাড়া অন্য কেউ ময়নাতদন্ত সম্পাদন করতে পারেন না। এক্ষেত্রে আবাসিক মেডিকেল অফিসার শুধুমাত্র মেডিকো-লিগ্যাল বা চিকিৎসা ও আইনসংক্রান্ত বিষয়গুলো দেখতে পারে। সিভিল সার্জন এবং একাডেমিক স্টাফ (প্রভাষক থেকে শুরু করে অধ্যাপক পর্যন্ত) ব্যতীত অন্য কারো এখতিয়ার নেই ময়নাতদন্ত সম্পাদনের।
একজন ফরেনসিক বিশেষজ্ঞ কী ধরনের কাজ করেন?
- ময়নাতদন্ত বা অটোপসি সম্পাদন করা;
- পরীক্ষার মাধ্যমে সমস্যা শনাক্ত করা;
- কী কারণে মৃত্যু হয়েছে তা শনাক্ত করা এবং এর চিকিৎসা ও আইন সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরা;
- কোন ধরনের আঘাতের দাগ বা আলামত আছে কিনা তা বের করা;
- সাধারণত হত্যা মামলার ক্ষেত্রে দেহে কোন ধরনের আলামত আছে কিনা তা খুঁজে বের করতে হয় একজন ফরেনসিক বিশেষজ্ঞের;
- যেহেতু টক্সিকোলজি এবং চিকিৎসাশাস্ত্রে আইনের প্রয়োগ নিয়ে পড়াশোনা করতে হয় তাই একজন ফরেনসিক বিশেষজ্ঞকে কিছু কিছু ক্ষেত্রে ক্রাইম সিনে আলামত অনুসন্ধানেও অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হতে পারে।
একজন ফরেনসিক বিশেষজ্ঞ কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
শিক্ষাগত যোগ্যতাঃ ফরেনসিক বিশেষজ্ঞ হিসেবে কাজ করতে চাইলে আপনাকে অবশ্যই ফরেনসিক মেডিসিনে কোন বিশেষ ডিগ্রিপ্রাপ্ত হতে হবে। এক্ষেত্রে এমবিবিএস পাস করার পরে আপনাকে ফরেনসিক মেডিসিন বিষয়ে এফসিপিএস, ডিপ্লোমা (DFM – Diploma in Forensic Medicine) অথবা এমডি ডিগ্রিপ্রাপ্ত হতে হবে। ফরেনসিক মেডিসিন বিষয়ের উপর এই ডিগ্রিগুলো না থাকলে ফরেনসিক বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পাওয়া যায় না।
একজন ফরেনসিক বিশেষজ্ঞের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
ফরেনসিক বিশেষজ্ঞ হিসেবে কাজ করতে চাইলে আপনাকে ফরেনসিক মেডিসিন বিষয়ে বিশেষ জ্ঞান রাখতে হবে। তবে মেডিকেল বা চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন ডিগ্রির যে পরীক্ষাগুলো হয় তা বেশ কঠিন এবং সংগতিপূর্ণ হয়। সেক্ষেত্রে ডিগ্রি পরীক্ষাতেই আপনার দক্ষতা ও জ্ঞানের প্রমাণ দিতে হয়। যদি আপনি ডিএফএম বা ডিপ্লোমা ইন ফরেনসিক মেডিসিন, এফসিপিএস কিংবা এমডি ইন ফরেনসিক মেডিসিন ডিগ্রিগুলোর ফাইনাল পরীক্ষায় পাস করে ডিগ্রিপ্রাপ্ত হতে পারেন সেক্ষেত্রে আপনি ফরেনসিক বিশেষজ্ঞ হিসেবে কাজ করতে যোগ্য বলে বিবেচ্য হবেন এবং একইসাথে আপনার দক্ষতা ও জ্ঞানও এর মাধ্যমে নিশ্চিত করা হয়।
একজন ফরেনসিক বিশেষজ্ঞের মাসিক আয় কেমন?
ফরেনসিক বিশেষজ্ঞ হিসেবে কাজ করার ক্ষেত্র বাংলাদেশে সরকারি ব্যবস্থাপনার মধ্যেই সীমাবদ্ধ। তাই একজন ফরেনসিক বিশেষজ্ঞের মাসিক আয় বাংলাদেশ সরকারের বেতন স্কেলে নির্ধারণ করে দেওয়া আছে। সাধারণত ফরেনসিক বিশেষজ্ঞ হিসেবে কাজ শুরুর করার প্রথম পদ হয় সরকারি মেডিকেল কলেজের প্রভাষক। সদর হাসপাতালের মেডিকেল অফিসার ফরেনসিক বিশেষজ্ঞ নন। তাই এক্ষেত্রে তিনি ফরেনসিক বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত থাকেন না। ফরেনসিক মেডিসিন বিষয়ের প্রভাষকের মাসিক বেতন সরকার নির্ধারিত ৯ম স্কেল অনুযায়ী ২২০০০ টাকা।
একজন ফরেনসিক বিশেষজ্ঞের ক্যারিয়ার কেমন হতে পারে?
অন্যান্য সকল বিভাগের পদবিন্যাসের মত ফরেনসিক মেডিসিন বিভাগের পদবিন্যাসও একইরকম। বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজ সবগুলোতেই সাধারণত চাকরি শুরু হয় প্রভাষক পদ থেকে। এরপরে পদোন্নতির মাধ্যমে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং সর্বোচ্চ অধ্যাপক পর্যন্ত পদোন্নতি হতে পারে। ফরেনসিক মেডিসিনের ক্ষেত্রেও বিষয়টি হুবুহু এক এবং এক্ষেত্রে সর্বপ্রথম পদ প্রভাষক ও সর্বশেষ পদ অধ্যাপক।