ফ্রিল্যান্সিংয়ের কারণে দক্ষ মানুষদের কাজের সুযোগ এখন আগের চেয়ে বেড়েছে। বর্তমানে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে পছন্দ আর স্বাচ্ছন্দ্য অনুযায়ী কাজ করা সম্ভব। এমন ১০টি ওয়েবসাইট নিয়ে এক নজরে এবার জেনে নিন।
আপওয়ার্ক (Upwork)
আপওয়ার্কের বিশেষত্বঃ
- এন্ট্রি বা এক্সপার্ট – যেকোন লেভেলের যে কেউ কাজ করতে পারেন
- ঘণ্টা কিংবা প্রজেক্ট অনুযায়ী কাজ বাছাইয়ের সুবিধা
- দীর্ঘ মেয়াদে কাজ করতে পারেন আপনার ক্লায়েন্টের সাথে
- ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে আইনি সহায়তা – ১২টি ক্যাটাগরিতে কাজের সুযোগ রয়েছে
গুরু (Guru)
গুরুর বিশেষত্বঃ
- কাজের পূর্ব অভিজ্ঞতা দেখাতে পারবেন
- ৮ ক্যাটাগরিতে কাজের সুযোগ রয়েছে
- নির্দিষ্ট কাজ, ঘণ্টা আর মাইলস্টোনের ভিত্তিতে পেমেন্টের ব্যবস্থা
টপট্যাল (Toptal)
টপট্যালের বিশেষত্বঃ
- বাছাই প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়
- নামকরা সব কোম্পানি আর ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন
উল্লেখ্য যে, এখানে কাজ করতে হলে আপনাকে নিজের কাজে অত্যন্ত দক্ষ হতে হবে।
ফাইভার (Fiverr)
ফাইভারের বিশেষত্বঃ
- সর্বনিম্ন ৫ ডলারের কাজ দিয়ে শুরু করা যায়
- ৮ ক্যাটাগরিতে কাজ করার ব্যবস্থা
ফ্রিল্যান্সার (Freelancer)
ফ্রিল্যান্সারের বিশেষত্বঃ
- অন্য ফ্রিল্যান্সারদের সাথে প্রতিযোগিতায় নামতে হবে
- মাইলস্টোনের ভিত্তিতে পেমেন্ট পাবেন
পিপল পার আওয়ার (PeoplePerHour)
পিপল পার আওয়ারের বিশেষত্বঃ
- ঘণ্টা অনুযায়ী পেমেন্টের ব্যবস্থা
- ১৫টি ক্যাটাগরিতে কাজের সুযোগ রয়েছে
এনভাটো স্টুডিও (Envato Studio)
এনভাটো স্টুডিওর বিশেষত্বঃ
- ১০টি ক্যাটাগরিতে কাজের সুযোগ
- কাজ করতে হলে এনভাটো স্টুডিওর মাধ্যমে নির্বাচিত হতে হবে
নাইন্টি নাইন ডিজাইনস (99designs)
নাইন্টি নাইন ডিজাইনসের বিশেষত্বঃ
- অন্য গ্রাফিক ডিজাইনারদের সাথে প্রতিযোগিতায় নামতে হবে
- প্রতিযোগিতায় বিজয়ী হলে পেমেন্ট পাবেন
ফ্রিল্যান্স রাইটিং জবস (Freelance Writing Jobs)
ফ্রিল্যান্স রাইটিং জবসের বিশেষত্বঃ
- লেখালেখি, এডিটিং আর পাবলিশিংয়ের কাজ পাবেন
- কাজের শেখার জন্য প্রয়োজনীয় বিভিন্ন কন্টেন্ট পাবেন