বাংলাদেশে পাইলট হবার ট্রেনিং যেখানে নেবেন

আকর্ষণীয় পেশা হবার কারণে পাইলট হতে চান অনেকে। তবে এর জন্য বিশেষ দক্ষতা অর্জনের দরকার হয়। বাংলাদেশে পাইলট হবার ট্রেনিং নেবার জন্য বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে। এদের সম্পর্কে জেনে নেয়া যাক এবারের লেখায়।

পাইলট হবার ধাপ কী কী?

  • স্বীকৃত কোন অ্যাকাডেমিতে ট্রেনিং নেবার আগে প্রার্থীকে ভর্তি পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয়।
  • কোর্স শেষে সংশ্লিষ্ট অ্যাকাডেমিতে লিখিত পরীক্ষা দিতে হয়।
  • লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সরাসরি বিমান চালনার জন্য সিভিল অ্যাভিয়েশনে স্টুডেন্ট পাইলট লাইসেন্সের জন্য আবেদন করতে হয়।
  • সিভিল অ্যাভিয়েশন অথরিটির পরীক্ষা ও সিএমবীর স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হবার পর স্টুডেন্ট পাইলট লাইসেন্স (SPL) পাওয়া যায়।
  • এসপিএল দিয়ে ৪০-৫০ ঘণ্টা বিমান চালানোর সার্টিফিকেট অর্জন করে প্রাইভেট পাইলট লাইসেন্স (PPL) পাবার জন্য আবেদন করতে হয়। সাথে প্রয়োজন তিন মাসের থিওরি ক্লাস আর এক জেলা থেকে অন্য জেলায় ফ্লাইট চালানোর অভিজ্ঞতা।
  • থিওরি ক্লাস ও আন্তঃজেলা ফ্লাইট চালানোর অভিজ্ঞতা অর্জনের পর লিখিত ও স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করা লাগে। এতে উত্তীর্ণ হলে প্রাইভেট পাইলট লাইসেন্স পাওয়া যায়।

পাইলট হিসাবে চাকরি করতে চাইলে আপনার প্রয়োজন কমার্শিয়াল পাইলট লাইসেন্স (CPL)। এ লাইসেন্স পেতে ১৫০ থেকে ২০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা থাকা জরুরি। এছাড়া উত্তীর্ণ হতে হয় লিখিত ও স্বাস্থ্য পরীক্ষায়। পাশাপাশি দরকার ক্রস কান্ট্রি ফ্লাইট চালানোর অভিজ্ঞতা ও তিন মাসের থিওরি কোর্সের সার্টিফিকেট। পুরো ট্রেনিং শেষ হবার পর একজন পাইলট হিসাবে কাজের সুযোগ পাবেন।

পাইলট হবার ট্রেনিং কোথায় নেবেন?

বাংলাদেশ ফ্লাইং অ্যাকাডেমি (Bangladesh Flying Academy)

১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠান সিভিল অ্যাভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ (CAAB) দ্বারা অনুমোদিত। পাইলট হবার জন্য তারা ৩ বছরের প্রশিক্ষণ দেয়। বছরে দুইবার (জানুয়ারি ও জুলাই বা আগস্টে) ভর্তি নেওয়া হয়।

ফ্লাইংয়ের পাশাপাশি প্রশিক্ষণার্থীর জন্য গ্রাউন্ড বিষয়ক তাত্ত্বিক কোর্সের ব্যবস্থাও করে বাংলাদেশ ফ্লাইং অ্যাকাডেমি। পদার্থবিদ্যা, গণিত ও ইংরেজিসহ ন্যূনতম জিপিএ৩ পেয়ে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে উত্তীর্ণ প্রার্থীরা প্রশিক্ষণের জন্য পরীক্ষায় বসার সুযোগ পেয়ে থাকেন। এছাড়া যারা স্নাতক শ্রেণীতে পড়ছেন, তারাও বৈমানিক প্রশিক্ষণ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন।

– বাংলাদেশ ফ্লাইং অ্যাকাডেমির ওয়েবসাইট
– যোগাযোগের নাম্বার: +৮৮ ০২ ৮৯০১১৯০

আরিরাং ফ্লাইং স্কুল (Arirang Flying School)

সিএএবি দ্বারা অনুমোদিত এ প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়াভিত্তিক শিল্প গ্রুপ ইয়াংওয়ানের একটি অঙ্গপ্রতিষ্ঠান। চট্টগ্রামে অত্যাধুনিক সুযোগ সুবিধাসম্পন্ন একটি প্রশিক্ষণ ক্যাম্প রয়েছে তাদের। এছাড়া ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের সীমানার মধ্যে আছে আরো একটি বিমান প্রশিক্ষণ কেন্দ্র।

আরিরাং ফ্লাইং স্কুলের ডামি ককপিট রেড বার্ড এফএমএক্স ফ্লাইট সিমুলেটর সত্যিকারের বিমান চালনা ও প্রযুক্তিজ্ঞান দিতে পারে প্রশিক্ষণার্থীদের। এখানে ভর্তি হতে হলে ১০০ নম্বরের ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তার পরীক্ষা দিতে হয়। এরপর মৌখিক ও কম্পিউটার দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হলে সুযোগ পাওয়া যাবে এ প্রতিষ্ঠানে পড়ার।

– আরিরাং ফ্লাইং স্কুলের ফেসবুক পেইজ
– যোগাযোগের নাম্বার: +৮৮ ০২ ৮৯০১৮৪৮, +৮৮ ০২ ৮৯০১৮৬৯, +৮৮০১৭১০৮১২৮৭৮

গ্যালাক্সি ফ্লাইং অ্যাকাডেমি (Galaxy Flying Academy)

এ প্রতিষ্ঠানের পাইলট ট্রেনিং কার্যক্রম দুই ভাগে বিভক্ত – একটি হলো গ্রাউন্ড স্কুল, এবং অন্যটি ফ্লাইং। গ্রাউন্ড স্কুলটি ঢাকার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর এবং ফ্লাইং ট্রেনিং স্কুলটি রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে অবস্থিত।

গ্যালাক্সি ফ্লাইং অ্যাকাডেমিতে পাইলট ট্রেনিং নেবার ন্যূনতম বয়স ১৬। বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করে এখানে আবাসিক/অনাবাসিক ব্যবস্থাপনায় ভর্তি হওয়া যায়। তাদের রয়েছে উন্নত মানের বেশ কয়েকটি প্রশিক্ষণ বিমান। এদের মধ্য ‘Cessna-152’ এবং ‘Cessna-172R’ মডেল উল্লেখযোগ্য।

– গ্যালাক্সি ফ্লাইং অ্যাকাডেমির ওয়েবসাইট
– যোগাযোগের নাম্বার: +৮৮০১৯৩৮৮৩৮৮২৮

সিএএবি অনুমোদিত আরো কয়েকটি অ্যাভিয়েশন একাডেমি রয়েছে দেশে। এগুলোর যেকোন একটি থেকে প্রশিক্ষণ নিয়ে হয়ে যেতে পারেন একজন পাইলট।

22 thoughts on “বাংলাদেশে পাইলট হবার ট্রেনিং যেখানে নেবেন”

    • ফ্লাইং অ্যাকাডেমি একেকটিতে একেক রকম। প্রতিটির যোগাযোগের নাম্বার দেওয়া আছে। যোগাযোগ করে দেখতে পারেন। আর এগুলোর যেকোন একটি থেকে প্রশিক্ষণ নিয়ে হয়ে যেতে পারেন একজন পাইলট।

      Reply
    • এ ব্যাপারে ফ্লাইং অ্যাকাডেমিগুলো আপনাকে তথ্য দিতে পারবে।

      Reply
    • প্রতিষ্ঠানভেদে আলাদা হয়। যেমন, বিমান বাহিনীর জিডি পাইলট হবার জন্য মেয়েদের ন্যূনতম উচ্চতা হতে হয় ৫ ফুট ৪ ইঞ্চি।

      Reply
    • এ ব্যাপারে সুনির্দিষ্ট কোন তথ্য আপনাকে দিতে পারছি না আমরা।

      Reply
    • পাইলট হবার জন্য সাধারণত পদার্থবিজ্ঞান আর গণিত বিষয়ে জিপিএ চাওয়া হয়। তবে ভর্তির জন্য ফ্লাইং স্কুলগুলো আপনাকে সুনির্দিষ্ট তথ্য দিতে পারবে।

      Reply
    • ব্যাপারটি সম্পূর্ণরূপে প্রতিষ্ঠানভিত্তিক।

      Reply
  1. কেউ চোখে ঝাপসা দেখে ….. কিন্তু চশমা বা লেন্স ব্যবহার করে সবকিছু দেখতে পাই সেক্ষেত্রে কি পাইলট ট্রেরিং বা পাইলট হওয়া যেতে পারে ????

    “দয়া করে Answer দিলে আমি খুবই উপকৃত হব”……….🤝🤝🤝🤝

    Reply
  2. Science
    SSC -4.29
    HSC-3.85
    এই পয়েন্টে কি পাইলট হওয়া যাবে।

    Reply

Leave a Comment