আইন প্রয়োগের জন্য বাংলাদেশ সরকারের অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো পুলিশ প্রশাসন। এ প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের সর্বোচ্চ পদ হলো অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। এ পদমর্যাদার প্রায় দুই-তৃতীয়াংশ নিয়োগ হয় বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে। বিসিএস পরীক্ষার্থীদের প্রায় সবার পছন্দের তালিকায় উপরের দিকে থাকে এ ক্যাডার।
এক নজরে বিসিএস পুলিশ ক্যাডার
এন্ট্রি লেভেলে সাধারণ পদবী: সহকারী পুলিশ সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এএসপি)বিভাগ: পাবলিক সার্ভিস
প্রতিষ্ঠানের ধরন: সরকারি
ক্যারিয়ারের ধরন: ফুল-টাইম
এন্ট্রি লেভেলে সম্ভাব্য অভিজ্ঞতা সীমা: ০ বছর
এন্ট্রি লেভেলে সম্ভাব্য মূল বেতন: ৳২২,০০০ (জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড)
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়স: ২১ – ৩০ বছর
মূল স্কিল: আইন শৃঙ্খলা সম্পর্কিত জ্ঞান, নেতৃত্ব দানের ক্ষমতা
বিশেষ স্কিল: মানসিক চাপ সামলানোর ক্ষমতা, যেকোন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেবার দক্ষতা
বিসিএস পুলিশ ক্যাডারের কাজ সম্পর্কিত প্রশ্ন
- একজন সহকারী পুলিশ সুপার কোথায় কাজ করেন?
- একজন সহকারী পুলিশ সুপার কী ধরনের কাজ করেন?
- বিসিএস পুলিশ ক্যাডারে নিয়োগ পাবার পদ্ধতি কী?
- একজন সহকারী পুলিশ সুপারের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
- একজন সহকারী পুলিশ সুপারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
- একজন সহকারী পুলিশ সুপারের মাসিক আয় কেমন?
- একজন সহকারী পুলিশ সুপারের ক্যারিয়ার কেমন হতে পারে?
একজন সহকারী পুলিশ সুপার কোথায় কাজ করেন?
সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দেশের পুলিশ প্রশাসন বেশ কয়েকটি রেঞ্জে বিভক্ত। প্রতিটি রেঞ্জে রয়েছে কয়েকটি সার্কেল। বিসিএস পুলিশ ক্যাডারের একজন কর্মকর্তা শুরুতে একটি সার্কেলে নিযুক্ত হন। এছাড়া পুলিশের বিভিন্ন সার্ভিসেও কাজ করার সুযোগ রয়েছে। যেমনঃ
- বিভিন্ন রেঞ্জে ভাগ করা সাধারণ পুলিশ বিভাগ
- মেট্রোপলিটন পুলিশ
- ট্রাফিক বিভাগ
- স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন
- র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন
- আর্মড পুলিশ ব্যাটালিয়ন
- স্পেশাল ব্রাঞ্চ (SB)
- ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (CID)
- রেলওয়ে পুলিশ
- হাইওয়ে পুলিশ
- পুলিশ হেডকোয়ার্টার
- পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও কেন্দ্র
- ইন্ডাস্ট্রিয়াল পুলিশ
- পুলিশ ইন্টেলিজেন্স অপারেশন্স (PIO)
- পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (PBI)
- ট্যুরিস্ট পুলিশ
একজন সহকারী পুলিশ সুপার কী ধরনের কাজ করেন?
সহকারী পুলিশ সুপার হিসাবে আপনার কাজ হবে নির্দিষ্ট সার্কেলকেন্দ্রিক। যেমনঃ
- একটি সার্কেলের আইন বাস্তবায়ন, অপরাধ দমন, অপরাধ প্রশমন ও আইনবহির্ভূত কাজ বন্ধ করার ব্যবস্থা নেয়া;
- অধীনস্ত কন্সটেবল, ইন্সপেক্টর ও অন্যান্য কর্মচারীর কাজ তদারকি করা;
- প্রশাসনিক প্রটোকলে নির্ধারিত কাজ করা।
বিসিএস পুলিশ ক্যাডারে নিয়োগ পাবার পদ্ধতি কী?
সহকারী পুলিশ সুপার হবার জন্য আপনাকে –
- বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় (২০০ নম্বরের পরীক্ষা) উত্তীর্ণ হতে হবে;
- বিসিএস লিখিত পরীক্ষার (৯০০ নম্বরের পরীক্ষা) জন্য বসতে হবে;
- সরাসরি মৌখিক পরীক্ষায় (২০০ নম্বরের পরীক্ষা) ভালো ফলাফল করতে হবে।
উল্লেখ্য যে, মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফলাফলে কোন প্রার্থী কোন ক্যাডার পেয়েছেন অথবা নন-ক্যাডার চাকরির জন্য বিবেচ্য হয়েছেন, তার উপরও এ ক্যাডারে নিয়োগ পাওয়া নির্ভর করে।
একজন সহকারী পুলিশ সুপারের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
শিক্ষাগত যোগ্যতাঃ দেশের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি পাশের পর ৪ বছর মেয়াদি শিক্ষা সমাপনী ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে আপনার।
আপনার শিক্ষা জীবনে একাধিক ৩য় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ থাকলে বিসিএস পরীক্ষার জন্য অযোগ্য বিবেচিত হবেন।
শারীরিক যোগ্যতাঃ ছেলেদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। মেয়েদের ক্ষেত্রে এটি ৫ ফুট।
বয়সঃ সাধারণ ও কোটাভুক্ত প্রার্থীদের বেলায় ২১ – ৩০ বছর। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যাদের ক্ষেত্রে ২১ – ৩২ বছর।
একজন সহকারী পুলিশ সুপারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
- আইনশৃঙ্খলা সম্পর্কিত জ্ঞান
- নেতৃত্ব দানের ক্ষমতা
- ধৈর্য
- মানসিক চাপ সামলানোর ক্ষমতা
- যেকোন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেবার দক্ষতা
একজন সহকারী পুলিশ সুপারের মাসিক আয় কেমন?
জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড অনুযায়ী মূল বেতন ৳২২,০০০। পাশাপাশি বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতাও পান। সার্কেলভিত্তিক অর্পিত দায়িত্ব অথবা কাজের উপর নির্ভর করে একজন সহকারী পুলিশ সুপারের কিছু পরিমাণ মাসিক সম্মানি বরাদ্দ থাকতে পারে।
একজন সহকারী পুলিশ সুপারের ক্যারিয়ার কেমন হতে পারে?
পুলিশ প্রশাসনের জন্য সরকার নির্ধারিত পদবিন্যাস রয়েছে। আপনার ক্যারিয়ারের ধাপগুলো হচ্ছেঃ
- সহকারী পুলিশ সুপার (Assistant Superintendent of Police)
- সিনিয়র সহকারী পুলিশ সুপার (Senior Assistant Superintendent of Police)
- অতিরিক্ত পুলিশ সুপার (Additional Superintendent of Police)
- পুলিশ সুপার (Superintendent of Police)
- অতিরিক্ত বিভাগীয় মহাপরিদর্শক (Additional Deputy Inspector General of Police)
- বিভাগীয় মহাপরিদর্শক (Deputy Inspector General of Police)
- অতিরিক্ত মহাপরিদর্শক (Additional Inspector General of Police)
- মহাপরিদর্শক (Inspector General of Police)
উল্লেখ্য যে, পদবিন্যাস ও পদের সংখ্যা অনুযায়ী আপনি বাংলাদেশ পুলিশ সার্ভিসের যেকোন বিভাগে নিযুক্ত হতে পারেন।
তথ্যসূত্র
- বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট
- বিসিএস পরীক্ষা সংক্রান্ত নোটিশ আর্কাইভ, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন
BCS Police ‘ASP’ is my aim. I’m working for this profession.
Hard work yeilds success!
মানবিক বিভাগ থেকে কি পুলিশ সুপার হওয়া যায়?
যায়।
সহকারী পুলিশ সুপার কি বিবাহিতরা হতে পারবেন??
অবশ্যই।
Vai dari niya bcs police cadre howa jai …
আমার উচ্চতা ৪ ফুট ১১। আমি কি এএসপি হতে পারব?
চোখের দৃষ্টিশক্তি কত থাকা লাগবে?
পুলিশ ক্যাডার হতে গেলে দাড়ি কোনো সমস্যা হবে??
My goal is this job 🙂. I want to be an ASP 🙂
ইনশাআল্লাহ আমিও চাই একজন সফল পুলিশ ক্যাডার হতে
চশমা পরলে কি পুলিশ ক্যাডার হওয়া যায়?
চোখের পাওয়ার কম বেশি থাকলে কি বাতিল?
পুলিশ ক্যাডার হওয়ার জন্য কি সাঁতার জানা আবশ্যক?
ami inter 2nd year a pori.. commerce a .to amr BCS exam a kon kon subject niya exam hoba?
ami civil diploma kore chi ami ki bcs eaxm dite parbo, ami police care apply korte parbo ki ar ate kemon baye korte hobe