বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ইংরেজি বিষয়টির জন্য ৩৫ নম্বর বরাদ্দ থাকে। একটু কৌশলে প্রস্তুতি নিলে এ অংশে আপনি ভালো নম্বর নিশ্চিত করতে পারবেন। এ লেখা থেকে জেনে নিন ইংরেজি অংশের প্রস্তুতি কীভাবে নিতে পারেন।
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ইংরেজি অংশকে মূলত দুই ভাগে ভাগ করা যায়:
ইংরেজি বিষয়ের ভাগ | বরাদ্দকৃত নম্বর |
ইংরেজি গ্রামার | ২০ |
ইংরেজি সাহিত্য | ১৫ |
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ইংরেজি অংশের জন্য কী পড়তে হবে?
ইংরেজি গ্রামারের জন্য যেসব বিষয় পড়তে হবে, সেগুলো হলো:
- ইংরেজি ভোকাবুলারি থেকে প্রশ্ন আসে। সাথে ইংরেজি শব্দের Synonyms, Antonyms, Spelling, Prefixes, Suffixes সম্পর্কিত প্রশ্ন আসতে পারে;
- Parts of Speech থেকে Noun, Pronoun, Adjective, Verb, Adverb, Preposition – এ বিষয়গুলোর উপর বেশি গুরুত্ব দিন;
- Noun Clause, Adverbial Clause, Adjective Clause থেকে সাধারণত প্রশ্ন আসে;
- Idioms and Phrases;
- Correction and Transformation – এ দুইটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু প্রিলিমিনারি নয়, বরং লিখিত পরীক্ষার জন্যও। Tense, Subject Verb Agreement, Sentence Correction, Narration, Right Forms of Verbs, Voice ইত্যাদি অংশ থেকে প্রশ্ন করা হয়ে থাকে;
- Gender ও Number – এ অংশ থেকে ব্যতিক্রমী নিয়মের উপরে সাধারণত প্রশ্ন আসে;
- ইংরেজি গ্রামারের বিভিন্ন বিষয়ের ব্যতিক্রমী নিয়মগুলোর উপর নজর রাখা উচিত।
ইংরেজি সাহিত্যের জন্য যেসব বিষয় পড়তে হবে:
- বাংলাদেশে পরিচিত ইংরেজি সাহিত্যিকদের সম্পর্কে প্রশ্ন আসে। তাঁদের বিখ্যাত উক্তি, আলোচিত সাহিত্যকর্ম,জীবনী, উপাধি ইত্যাদি;
- ইংরেজি সাহিত্যের বিকাশকে কয়েকটি যুগে ভাগ করা হয়েছে। যেমন, রেনেসাঁ পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড ইত্যাদি। এসব যুগের সাহিত্যকর্মের ধরন ও আলোচিত লেখক নিয়ে প্রশ্ন আসে;
- সাহিত্যের নানা পুরস্কারপ্রাপ্ত লেখক ও তাঁদের বই। যেমন, নোবেল সাহিত্য পুরস্কার কিংবা বুকার পুরস্কার ইত্যাদি;
- বিভিন্ন দেশের জাতীয় কবি/লেখক;
- ইংরেজি সাহিত্যের মহাকাব্য, শোককাব্য ইত্যদি;
- সাহিত্য সংক্রান্ত বিশেষ কিছু শব্দ বা টার্ম নিয়ে জানতে হবে। যেমন, Metaphor, Allegory ইত্যাদি।