বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা অংশের জন্য বরাদ্দ থাকে ৩০ নম্বর। এ অংশে মুখস্তবিদ্যা কোন কাজে আসে না; বরং কাজে আসে কৌশল ও চর্চা।
গাণিতিক যুক্তি অংশে বরাদ্দ থাকে ১৫ নম্বর।
অংশ | নম্বর |
পাটিগণিত | ০৩ |
বীজগণিত | ০৬ |
জ্যামিতি | ০৩ |
পরিসংখ্যান ও অন্য্যান্য | ০৩ |
মানসিক দক্ষতা অংশে বরাদ্দ থাকে ১৫ নম্বর।
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার গাণিতিক যুক্তি অংশের জন্য কী পড়তে হবে?
গাণিতিক যুক্তির জন্য যেসব বিষয় জানতে হবে, সেগুলো হলো:
- পাটিগণিত থেকে বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সমানুপাত, লাভ ও ক্ষতি ইত্যাদি;
- বীজগণিত থেকে বীজগাণিতিক সূত্রাবলি, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহসমীকরণ ইত্যদি;
- জ্যামিতি থেকে রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজসংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্তসংক্রান্ত উপপাদ্য, পরিমিতি-সরলক্ষেত্র ও ঘনবস্তু ইত্যাদি;
- সূচক ও লগারিদম, সমান্তর ও গুণোত্তর অনুক্রম ও ধারা ইত্যাদি।
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মানসিক দক্ষতা অংশের জন্য কী পড়তে হবে?
- বানান ও ভাষা নিয়ে প্রশ্ন আসে। এক্ষেত্রে বাংলা ও ইংরেজি ব্যাকরণ সম্পর্কে জানা থাকতে হবে;
- ভাষাগত যৌক্তিক বিচার ও সমস্যা সমাধান;
- যান্ত্রিক দক্ষতা;
- স্থানাঙ্ক সম্পর্ক;
- সংখ্যাগত ক্ষমতা।
মনে রাখা জরুরি যে, বিসিএস পরীক্ষায় ক্যালকুলেটর নেয়া যায় না। তাই ক্যালকুলেশনগুলো বারবার চর্চা করে নিজের গাণিতিক দক্ষতা বাড়িয়ে নিন।
বিসিএস প্রিলিমিনারি গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা অংশের জন্য সহায়ক রিসোর্স
- গণিতের জন্য ৮ম, ও ৯ম-১০ম শ্রেণির সাধারণ গণিত বই।
- মানসিক দক্ষতার জন্য আইকিউর (IQ) উপর বানানো নানা ধরনের টেস্ট আছে। সেগুলো নিয়মিত চর্চা করতে পারেন।