বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি মিলিয়ে সবচেয়ে বেশি নম্বর বরাদ্দ থাকে – ৫০। অর্থাৎ এ অংশে ভালো করতে পারলে প্রিলিতে টিকে যাবার সম্ভাবনা বেড়ে যাবে।
সাধারণ জ্ঞান বিষয়ের ভাগ | বরাদ্দকৃত নম্বর |
বাংলাদেশ বিষয়াবলি | ৩০ |
আন্তর্জাতিক বিষয়াবলি | ২০ |
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলি অংশের জন্য কী পড়তে হবে?
বাংলাদেশ বিষয়াবলির জন্য যেসব অংশে গুরুত্ব দিতে হবে, সেগুলো হলো:
- ব্রিটিশ শাসনামলের নানা বিদ্রোহ ও গুরুত্বপূর্ণ ঘটনা। যেমন, সিপাহী বিদ্রোহ, পলাশীর যুদ্ধ, চিরস্থায়ী বন্দোবস্ত ইত্যাদি;
- ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও ঐতিহাসিক ঘটনা। যেমন, বঙ্গভঙ্গ, লাহোর প্রস্তাব, জিন্নাহর ১৪ দফা, ভারত স্বাধীনতা আইন ইত্যাদি;
- ১৯৪৭ থেকে ১৯৭২ পর্যন্ত সময়ের ইতিহাস। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে সর্বাধিক গুরুত্ব দিয়ে পড়তে হবে;
- বাংলাদেশের মানচিত্র, বিশেষ করে বিভিন্ন বিভাগ/জেলার অবস্থান ও উল্লেখযোগ্য ইতিহাস;
- জাতীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠা ও ইতিহাস এবং বর্তমান প্রধানদের নাম;
- বাংলাদেশের সংবিধান;
- বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা;
- নানা সূচকে বাংলাদেশের অবস্থান;
- সমসাময়িক বাংলাদেশের বিভিন্ন ঘটনা।
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আন্তর্জাতিক বিষয়াবলি অংশের জন্য কী পড়তে হবে?
আন্তর্জাতিক বিষয়াবলির জন্য যেসব অংশে গুরুত্ব দিতে হবে, সেগুলো হলো:
- আন্তর্জাতিক যুদ্ধগুলোর ইতিহাস। যেমন, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, স্নায়ুযুদ্ধ, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ইত্যাদি;
- জাতিসংঘ ও এর অঙ্গসংস্থানগুলোর উত্থান, দায়িত্ব, বর্তমান প্রধান ইত্যাদি;
- আন্তর্জাতিক রাজনৈতিক ঘটনাবলি;
- বিভিন্ন দেশের ভৌগোলিক অবস্থান, দ্বীপ, যুদ্ধ, মুদ্রা, রাজধানী, কোন সংগঠনের সদস্য ইত্যাদি;
- আন্তর্জাতিক সংস্থা বা প্রতিষ্ঠানের বর্তমান প্রধানগণের নাম ও সেগুলোর সর্বশেষ সম্মেলন;
- সাম্প্রতিক বিষয় ও বর্তমান সময়ের আলোচিত খবর।
বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি অংশের জন্য সহায়ক বই
- নবম-দশম শ্রেণির ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’ ও ‘পৌরনীতি ও নাগরিকতা’ বই;
- ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ – আবুল মনসর আহমদ;
- ‘বিশ্ব রাজনীতির ১০০ বছর’ – শামসুর রেহমান;
- সাম্প্রতিক বিষয়ের জন্য ‘কারেন্ট ওয়ার্ল্ড’।
উল্লেখ্য যে, এর বাইরে জনপ্রিয় বহু গাইড বই রয়েছে, যেগুলোর সাহায্য নিতে পারেন আপনার প্রস্তুতির জন্য।