ব্যবসার বিভিন্ন দিক নিয়ে পড়াশোনা করার আগ্রহ থাকে অনেকের। কাজের পরিধি ও ক্ষেত্র অনুযায়ী পাঠ্যক্রমও আলাদা হয়। ব্যবসায় প্রশাসনের বিষয় নিয়ে থাকছে এবারের ইনফোগ্রাফিক।
- ছবিটি সরাসরি ডাউনলোড করুন নিচ থেকে।
- মোবাইল ডিভাইস থেকে ছবিতে দেয়া তথ্যগুলো পড়তে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে এখানে যান।
ব্যবসায় প্রশাসনের যত বিষয়: ইনফোগ্রাফিক
ফাইন্যান্স
কাজের পরিধিঃ
– বিনিয়োগ, প্রবৃদ্ধি ও অন্যান্য অর্থায়ন বিষয়ক তথ্য বিশ্লেষণ
– প্রতিষ্ঠানের অর্থায়ন বিষয়ক নীতি নীর্ধারণে সহায়তা
কাজের ক্ষেত্রঃ
– ব্যাংক, বীমা ও লিজিং-সহ অর্থলগ্নি প্রতিষ্ঠানসমূহ
– বেসরকারি ও বহুজাতিক সংস্থাসমূহ
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস
কাজের পরিধিঃ
– প্রতিষ্ঠানের অর্থ সম্বন্ধীয় হিসাব সংরক্ষণ
– প্রতিষ্ঠানের লাভ-ক্ষতি ও দায়-দেনা সংক্রান্ত হিসাব-নিকাশ
কাজের ক্ষেত্রঃ
– সকল প্রকার ব্যবসায়িক প্রতিষ্ঠান
– সরকারি-বেসরকারি ব্যাংক-বীমা প্রতিষ্ঠান
– অডিট ও অ্যাকাউন্টিং ফার্ম
মার্কেটিং
কাজের পরিধিঃ
– প্রতিষ্ঠানের পণ্য ও সেবার প্রচারণা
– ক্রেতা-বিক্রেতাদের সাথে সম্পর্ক রক্ষা
কাজের ক্ষেত্রঃ
– পণ্য উৎপাদক ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান
– বিজ্ঞাপন ও বিপণন সংস্থাসমূহ
– ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান
ম্যানেজমেন্ট
কাজের পরিধিঃ
প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজের পরিকল্পনা, নিয়ন্ত্রণ ও সার্বিক ব্যবস্থাপনা
কাজের ক্ষেত্রঃ
– সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান
– কনসাল্ট্যান্সি ফার্ম
হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট
কাজের পরিধিঃ
– প্রতিষ্ঠানের মানবসম্পদ উন্নয়ন
– দক্ষ কর্মী নির্বাচন, ব্যবস্থাপনা ও মূল্যায়ন
কাজের ক্ষেত্রঃ
– সকল প্রকার লাভজনক ও অলাভজনক প্রতিষ্ঠান
– জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা
ইন্টারন্যাশনাল বিজনেস
কাজের পরিধিঃ
– বৈশ্বিক বাজার সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ
– বিশ্ব পরিস্থিতি বিশ্লেষণপূর্বক প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা প্রণয়ন
কাজের ক্ষেত্রঃ
– বহুজাতিক প্রতিষ্ঠান
– ব্যাংক-বীমা ও অর্থলগ্নি প্রতিষ্ঠান
ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট
কাজের পরিধিঃ
– পর্যটন শিল্পের প্রচার ও প্রসার
– পর্যটকদের জন্য মানসম্মত সেবা নিশ্চিতকরণ
কাজের ক্ষেত্রঃ
– দেশী-বিদেশী হোটেল ও রেস্তোরাঁ
– সরকারি-বেসরকারি বিমান পরিবহন সংস্থা
ব্যবসায় প্রশাসনের বিষয়: ইনফোগ্রাফিক ডাউনলোড
ব্যবসায় প্রশাসনের যত বিষয়: ক্যারিয়ার ইনফোগ্রাফিকআমরা চেষ্টা করেছি ইনফোগ্রাফিকের তথ্যে কোন ভুল না রাখতে। এরপরও কোন ভুল ধরা পড়লে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো। চাইলে ফেসবুকেও মেসেজ দিতে পারেন।
ডাউনলোডের জন্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা একই ধরনের আরো কন্টেন্ট প্রকাশ করবো।