মেকআপ আর্টিস্ট (শোবিজ)

একজন মেকআপ আর্টিস্ট শিল্পের দক্ষতা এবং মেকআপ ব্যবহার করে মডেলের সৌন্দর্যকে আরো আকর্ষনীয় করে তোলেন। তাদের কাজ  সাধারণত একজন ফটোগ্রাফার বা ফ্যাশন ডিজাইনার তত্ত্বাবধান করে থাকেন। চলচ্চিত্র, থিয়েটার, টেলিভিশন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে মেকআপ শিল্পীদের বিশেষ ভূমিকা রয়েছে

সাধারণ পদবী: মেকআপ আর্টিস্ট

বিভাগ:মেকআপ শিল্প

প্রতিষ্ঠানের ধরন: টেলিভিশন, বেতার, বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্র, ব্যক্তিগত পার্লার

ক্যারিয়ারের ধরন: পার্ট-টাইম, ফুলটাইম

লেভেল: এন্ট্রি, মিড

অভিজ্ঞতা সীমা: কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ

সম্ভাব্য বেতনসীমা: ৳২২,০০০ – কাজ, প্রতিষ্ঠান ও অভিজ্ঞতাসাপেক্ষ

সম্ভাব্য বয়সসীমা: কাজসাপেক্ষ

মূল স্কিল: মেকআপ ব্যবহার করে মডেলের সৌন্দর্য্য এবং শারীরিক বৈশিষ্ট্যগুলি ফুটিয়ে তোলা

বিশেষ স্কিল: দর্শকের চাহিদা অনুযায়ী মেকআপে পরিবর্তন আনার সক্ষমতা, ফ্যাশন ডিজাইন,ফটোগ্রাফি ইত্যাদি

একজন মেকআপ আর্টিস্ট  কোথায় কাজ করেন?

  •         টেলিভিশন, বেতার, নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে
  •         ইউটিউব/ফেসবুক ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম
  •         মঞ্চনাটক/পথ নাটক

একজন মেকআপ আর্টিস্ট  কী ধরনের কাজ করেন?

  •         একজন মেকআপ আর্টিস্টের মূল দায়িত্ব মেকআপ ব্যবহার করে মডেলের সৌন্দর্য এবং শারীরিক বৈশিষ্ট্যগুলি উন্নত করা
  •         মেকআপ অপসারন এবং মেকআপের জন্য মডেলের স্কিন প্রস্তুত।
  •         বিভিন্ন মেকআপ পণ্য প্রয়োগ
  •         স্ক্রিপ্টের চরিত্র অনুযায়ী মডেলকে প্রস্তুত করা

একজন মেকআপ আর্টিস্টের কী ধরনের জ্ঞান ও দক্ষতা থাকা দরকার?

  •         শৈল্পিক দক্ষতা
  •         উন্নত রুচিশীলতা
  •         মেকআপ ব্যবহারে দক্ষতা
  •         ফ্যাশন ডিজাইনিং
  •         চরিত্র বাছাই ও যাচাই করার দক্ষতা।

একজন মেকআপ আর্টিস্টের কাজের ক্ষেত্র ও সুযোগ কেমন?

বর্তমানে দেশে ও দেশের বাইরে বিভিন্ন ফিল্ম ইন্ড্রাস্ট্রি, মিডিয়া এবং পার্লারে মেকআপ আর্টিস্টের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছেএসব জায়গায় ফুল টাইম কাজের পাশাপাশি রয়েছে পার্ট টাইম কাজের সুযোগ। কাজেই মেকআপ আর্টিস্ট হিসেবে কাজের সুযোগ ও ক্ষেত্র দিন দিন বাড়ছে।

একজন মেকআপ আর্টিস্টের শিক্ষাগত যোগ্যতা কী?

একজন মেকআপ আর্টিস্ট যেকোনো নাটকদল/গোষ্ঠীতে যোগ দিয়ে মেকআপ বিষয়ক দক্ষতা রপ্ত করতে পারেন। এছাড়াও চাইলে তিনি বাংলাদেশ সরকার কতৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকেকসমেটোলজি”  “ফিল্ম এন্ড মিডিয়া” বাফ্যাশন ডিজাইনিং বিভাগে অনার্স, স্বল্প মেয়াদি কোর্স করে এপেশায় আসা যায়এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলঃ

  •         Jatiya Kabi Kazi Nazrul Islam University
  •         University of Dhaka
  •         University of Chittagong
  •         Rajshahi University

এছাড়াও বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে এ পেশায় আসার সুযগ রয়েছে

কোথায় শিখবেন?

  •         জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে “কসমেটোলজি” তে পড়াশুনা করে
  •         বিভিন্ন মঞ্চ নাটকের দল যেমনঃ লোকনাট্য দল, আরন্যক,  থিয়েটার আর্ট ইউনিট
  •         বাংলাদেশ সরকার কতৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকেকসমেটোলজি”
  •         বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্বল্প মেয়াদি কোর্স করে

একজন মেকআপ আর্টিস্টের মাসিক আয় কত?

বাংলাদেশের সরকারি টেলিভিশন, বেতার অনুষ্ঠানের মেকআপ আর্টিস্টের নবম গ্রেডের স্কেল অনুযায়ী ৳১৮০০০-৳২২৫০০ বেতন দিয়ে শুরু করেন। বেসরকারি ক্ষেত্রে একজন মেকআপ আর্টিস্টের বেতন ভিন্ন ভিন্ন হয় জনপ্রিয়তা এবং কাজের ধরণ অনুযায়ী এটি সাধারণত ৳৪০,০০০-৳৫০,০০০ থেকে শুরু করে লক্ষাধিকও হতে পারে।

ক্যারিয়ার কেমন হতে পারে একজন মেকআপ আর্টিস্টের?

ক্যারিয়ারের শুরুতে একজন মেকআপ আর্টিস্টের কাজ দর্শকপ্রিয়তা পেতে অধিকাংশ ক্ষেত্রেই অনেক বেগ পেতে হয়। তবে সততার সাথে কাজ করলে,পেশাদারিত্ব এবং দক্ষতার সাথে ভাল ও সময়োপযোগী কাজ এবং আধুনিকতার সাথে তাল মিলিয়ে প্রয়োজন অনুযায়ী কাজের ভিন্নতা এনে কয়েক বছরের মধ্যেই ভালো আয় ও সুনাম অর্জনের সুযোগ রয়েছে।বর্তমানে দেশে বিদেশেএকজন মেকআপ আর্টিস্টের চাহিদা অনেক বেশি এবং এটি বর্ধমান। কাজের অভিজ্ঞতা থাকলে দক্ষতা আর যোগ্যতা বলে দেশে ও দেশের বাইরে ফিল্ম ইন্ড্রাস্ট্রি এবং পার্লার মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করে লক্ষাধিক টাকা আয় করা যায়।

 

Leave a Comment