একজন মেশিন অপারেটর কোন ধরনের প্রতিষ্ঠান বা শিল্পে কাজ করেন?
একজন মেশিন অপারেটর বিভিন্ন শিল্পকারখানা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করেন।
একজন মেশিন অপারেটর কী ধরনের কাজ করেন?
- একজন মেশিন অপারেটর লেদ মেশিন, সিএসসি মেশিন, মিলিং মেশিন, গ্রাইন্ডার মেশিন, শেপার মেশিনসহ মেকানিক্যাল ওয়ার্কশপ/ল্যাবের যে কোন ধরনের মেশিন অপারেট ও জব পিস তৈরি করেন।
- ইকুইপমেন্টের প্রি-অপারেশন কার্যক্রমের সম্পাদন করেন।
- মেশিনারি সেটআপ, মেশিনের সেটিং এর অপারেট এবং পর্যবেক্ষণ করেন যেন কাজ চলাকালীন সময়ে কোন গোলযোগ না ঘটে।
- মেশিন সম্পর্কিত ত্রুটি চিহ্নিত করেন এবং মেশিন ব্যবহারের নিরাপত্তাবিধি নিশ্চিত করেন
একজন মেশিন অপারেটরের শিক্ষাগত যোগ্যতা কী?
বড় ধরনের কোন প্রতিষ্ঠানে কাজের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা ডিগ্রি বা যে কোন ধরনের প্রশিক্ষণ থাকতে হবে। বিজ্ঞান বিভাগে এসএসসি/এইচএসসি পাশ এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ থাকলেও কাজের সুযোগ অনেক। ছোটখাটো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ গুলোতে সাধারণত প্রশিক্ষণের চেয়ে অভিজ্ঞতা ও দক্ষতাকে বেশি প্রাধান্য দেওয়া হয়।
একজন মেশিন অপারেটরের কী কী দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
- একজন মেশিন অপারেটরকে অবশ্যই মেশিনের কার্যপ্রণালি সম্পর্কে জানতে হবে
- মেশিনের যে কোন সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে
- মেশিন দ্বারা কাজ সম্পাদনে দক্ষ হতে হবে
কোথায় পড়াশোনা করবেন মেশিন অপারেটর হতে চাইলে?
বাংলাদেশ কারিগরি বোর্ডের অধীনে বিভিন্ন পলিটেকনিক্যাল ইন্সটিটিউট, ভোকেশনাল স্কুলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা ডিগ্রি দেওয়া হয়।
একজন মেশিন অপারেটরের কাজের ক্ষেত্র ও সুযোগ কেমন?
বাংলাদেশে লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রির প্রসারের সাথে সাথে মেকানিক্যাল মেশিন অপারেটরের চাহিদা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ইন্সটিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের(BIDS) লেবার মার্কেট এন্ড স্কিল গ্যাপ রিপোর্ট-২০১৭ অনুসারে আগামি দশ বছরে লাইট স্কিল্ড সিএসসি মেশিন অপারেটরের চাহিদা ২৫ শতাংশ এবং স্কিল্ড সিএনসি অপারেটরের চাহিদা ৫১ শতাংশ বৃদ্ধি পাবে।
আগামি ১০ বছরে বাংলাদেশে মিলিং মেশিন অপারেটরের চাহিদা শতকরা ৮৩ ভাগ বৃদ্ধি পাবে।
একজন মেশিন অপারেটরের মাসিক আয় কেমন?
বিভিন্ন সরকারি গবেষণা প্রতিষ্ঠানে মেশিন অপারেটর/ওয়ার্কশপ এটেন্ডেন্টের বেতন গ্রেড-২০ অনুযায়ী ৯-২২ হাজার টাকা বেতন পান।
বেসরকারি বিভিন্ন কারখানাতে একজন অপারেটর শুরুতে ৮-১৫ হাজার টাকা বেতন পান।
আমি একজন লেদ মিলিং এবং শেপার মেশিন অপারেটর
আমি একজন লেজার মেশিনের অপারেটর (ওয়াশিং)
আমি জ্রাকাড অপেরটর
আমি একজন জাকাড চাইনা অপারেটর
আমি একজন লেদ অপারেটর