মোবাইল ফোনের বিভিন্ন সমস্যার সমাধানের কাজ একজন মোবাইল ফোন সার্ভিসিং টেকনিশিয়ান করে থাকেন। বর্তমানে এ পেশার যথেষ্ট চাহিদা রয়েছে।
এক নজরে একজন মোবাইল ফোন সার্ভিসিং টেকনিশিয়ান
বিভাগ: টেকনিক্যালপ্রতিষ্ঠানের ধরন: প্রাইভেট ফার্ম/কোম্পানি, উদ্যোগ
ক্যারিয়ারের ধরন: ফুল-টাইম, পার্ট-টাইম
লেভেল: প্রযোজ্য নয়
সম্ভাব্য অভিজ্ঞতা সীমা: ০ – ২ বছর
সম্ভাব্য গড় আয়: ৳১৫,০০০ – ৳২০,০০০
সম্ভাব্য বয়স সীমা: ১৮ – ৩০ বছর
মূল স্কিল: মোবাইল ডিভাইস সম্পর্কিত জ্ঞান
বিশেষ স্কিল: সমস্যা সমাধানের দক্ষতা, গভীর মনোযোগ, ধৈর্য
মোবাইল ফোন সার্ভিসিং টেকনিশিয়ানের পেশা সম্পর্কিত প্রশ্ন
- একজন মোবাইল ফোন সার্ভিসিং টেকনিশিয়ান কোথায় কাজ করেন?
- একজন মোবাইল ফোন সার্ভিসিং টেকনিশিয়ান কী ধরনের কাজ করেন?
- একজন মোবাইল ফোন সার্ভিসিং টেকনিশিয়ানের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
- একজন মোবাইল ফোন সার্ভিসিং টেকনিশিয়ানের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
- মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ কোথায় শেখা যায়?
- একজন মোবাইল ফোন সার্ভিসিং টেকনিশিয়ানের মাসিক আয় কেমন?
একজন মোবাইল ফোন সার্ভিসিং টেকনিশিয়ান কোথায় কাজ করেন?
- মোবাইল ফোন বিক্রয়কারী প্রতিষ্ঠান
- মোবাইল ফোন মেরামতের দোকান
একজন মোবাইল ফোন সার্ভিসিং টেকনিশিয়ান কী ধরনের কাজ করেন?
- মোবাইল ফোনের সমস্যা নির্ণয় ও মেরামত করা;
- প্রয়োজনে ফোনের ত্রুটিযুক্ত যন্ত্রাংশ ফেলে দিয়ে নতুন যন্ত্রাংশ লাগানো;
- ফোনের যত্ন কীভাবে নিতে হবে, সে ব্যাপারে কাস্টমারকে দরকারি পরামর্শ দেয়া।
একজন মোবাইল ফোন সার্ভিসিং টেকনিশিয়ানের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
শিক্ষাগত যোগ্যতা: সাধারণত নির্দিষ্ট পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা চাওয়া না হলেও মোবাইল সার্ভিসিংয়ের উপর প্রশিক্ষণ থাকা জরুরি।
অভিজ্ঞতা: ভালো জায়গায় কাজ পেতে ২ – ৩ বছরের অভিজ্ঞতা লাগতে পারে।
একজন মোবাইল ফোন সার্ভিসিং টেকনিশিয়ানের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
- মোবাইল ফোনের যন্ত্রাংশ ও সফটওয়্যার সম্পর্কিত জ্ঞান;
- মোবাইল ফোনের যন্ত্রাংশ পরীক্ষা করার দক্ষতা;
- মোবাইল ফোনের যন্ত্রাংশ সঠিকভাবে আলাদা করা ও জোড়া লাগানোর দক্ষতা;
- মোবাইল ফোনের সম্ভাব্য সব সমস্যা সম্পর্কে ধারণা;
- মোবাইল ফোনের সম্ভাব্য সব সমস্যার সমাধান করার দক্ষতা।
মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ কোথায় শেখা যায়?
অধিকাংশ সময় মোবাইল ফোন বিক্রয় ও মেরামতের দোকানে সার্ভিসিংয়ের কাজ শেখেন এ পেশাজীবীরা। তবে বর্তমানে বেশ কিছু প্রতিষ্ঠান এ বিষয়ের উপর প্রশিক্ষণ দিয়ে থাকে। যেমন, যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে মোবাইল ফোন সার্ভিসিং অ্যান্ড রিপেয়ারিং নিয়ে ১ মাসব্যাপী কোর্স চালু রয়েছে।
একজন মোবাইল ফোন সার্ভিসিং টেকনিশিয়ানের মাসিক আয় কেমন?
এ পেশায় গড়ে ৳১৫,০০০ – ৳২০,০০০ আয় করতে পারবেন প্রতি মাসে। তবে অভিজ্ঞতা না থাকলে শুরুর দিকে আয় এর চেয়ে কম হবে।
ami mobile phone servicing er cours koresi,ekon akta job dorkar. please akta jober bebosta kora jabe?
ভাই আমি বাড়িতে কাজ করতে চাই তা না হলে পারবো না
Ami proffessonal mobile tecnatian.
Mobiler kajer upor amar four year er experience ache.Mobile hardware,software abong computer hardware software er kajer oviggota ache .
Ami jahangirhossain. 3 bosor mobile sarcing kori, hardwer & softwer er kaj kori,o kaj jani amar jonno kono job ki babostha kora jabe?