সাধারণত কসমেটিকস সামগ্রী ব্যবহারের মাধ্যমে হাতের নখ সুন্দর করার শিল্পকে ম্যানিকিউর (Manicure) বলা হয়। এ কাজটি একজন ম্যানিকিউরিস্ট করে থাকেন।
এক নজরে একজন ম্যানিকিউরিস্ট
সাধারণ পদবী: ম্যানিকিউরিস্টবিভাগ: স্পেশাল সার্ভিস ক্যারিয়ার
প্রতিষ্ঠানের ধরন: প্রাইভেট ফার্ম/কোম্পানি
ক্যারিয়ারের ধরন: পার্ট-টাইম, ফুল-টাইম
লেভেল: প্রযোজ্য নয়
এন্ট্রি লেভেলে অভিজ্ঞতা সীমা: ০ – ২ বছর
এন্ট্রি লেভেলে সম্ভাব্য গড় বেতন: ৳১০,০০০ – ৳২০,০০০
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়স সীমা: ১৮ – ৩৫ বছর
মূল স্কিল: নখের যত্ন সম্পর্কিত জ্ঞান, রূপচর্চায় আগ্রহ, কসমেটিকস সামগ্রী ব্যবহারে দক্ষতা
বিশেষ স্কিল: ধৈর্য, যোগাযোগের দক্ষতা
ম্যানিকিউরিস্টের পেশা সম্পর্কিত প্রশ্ন
একজন ম্যানিকিউরিস্ট কোথায় কাজ করেন?
- বিউটি পার্লার
- মেকআপ স্টুডিও
- নেইল স্টুডিও
- কসমেটিকস সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠান
একজন ম্যানিকিউরিস্টের কাজ কী?
- নখ পরিষ্কার করা
- নখ ছোট করা
- নখ পালিশ করা
- নখে বিভিন্ন ধরনের ছবি বা প্রতীক আঁকা
- নখের নিচের ত্বকে সমস্যা থাকলে তা ঠিক করা
- প্যারাফিন মোমের মাধ্যমে নখের যত্ন নেয়া
- ময়েশ্চারাইজার ব্যবহারের মাধ্যমে নখের নিচের ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনা
- নকল নখ লাগানোর ব্যবস্থা করা
একজন ম্যানিকিউরিস্টের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
শিক্ষাগত যোগ্যতাঃ সাধারণত ধরাবাঁধা কোন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। প্রতিষ্ঠানসাপেক্ষে আলাদা হয়। সর্বোচ্চ উচ্চমাধ্যমিক পাশ চাওয়া হতে পারে।
অভিজ্ঞতাঃ ছোট বিউটি পার্লারগুলোতে সাধারণত অভিজ্ঞতা ছাড়া কাজ পাওয়া সম্ভব। তবে বড় পার্লারে কাজ করার জন্য ১ – ২ বছরের অভিজ্ঞতা দরকার হয়।
বিশেষ শর্তঃ অধিকাংশ প্রতিষ্ঠানে সাধারণত নারীদের নিয়োগ দেয়া হয়।
বয়সের সীমাঃ ১৮ – ৩৫ বছর।
একজন ম্যানিকিউরিস্টের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
- নখের যত্ন সম্পর্কিত ধারণা
- রূপচর্চায় আগ্রহ
- কসমেটিকস সামগ্রী সম্পর্কিত জ্ঞান ও ব্যবহারে দক্ষতা
- নখের উপর নকশা করার দক্ষতা
- ধৈর্য
ম্যানিকিউরিস্টের কাজ শিখবেন কোথায়?
বাংলাদেশে এ ব্যাপারে কোন প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা না থাকলেও কিছু বিউটি পার্লার ও লাউঞ্জ ম্যানিকিউর বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। সাধারণত প্রশিক্ষণে ভালো করলে সরাসরি কাজ পাবার সম্ভাবনাও থাকে।
আপনি ম্যানিকিউরের উপর পারসোনা ইন্সটিটিউট অফ বিউটি অ্যান্ড লাইফস্টাইলের কোর্স করতে পারবেন।
একজন ম্যানিকিউরিস্টের মাসিক আয় কেমন?
ম্যানিকিউরিস্টের কাজ নির্দিষ্ট ও তুলনামূলকভাবে কম হওয়ায় এ পদের জন্য মাসিক সম্মানীর পরিমাণ সাধারণত কম হয়। বিষয়টি কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ হলেও আপনি সাধারণত মাসে ৳১৫,০০০ – ৳২০,০০০ উপার্জন করতে পারবেন। কিছু প্রতিষ্ঠানে কাজের ভিত্তিতে বোনাস পাবার ব্যবস্থাও রয়েছে।
একজন ম্যানিকিউরিস্টের ক্যারিয়ার কেমন হতে পারে?
একমুখী ও সুনির্দিষ্ট কাজ হবার কারণে এ পেশায় সাধারণত পদোন্নতির মতো কোন বিষয় নেই। তবে রূপচর্চার উপর প্রশিক্ষণ নিয়ে পুরোপুরি বিউটিশিয়ান হিসাবে ক্যারিয়ার গড়তে পারেন। কয়েক বছরের অভিজ্ঞতা অর্জনের উপর অনেকে বিউটি পার্লারের নিজস্ব ব্যবসা শুরু করেন।