একজন সয়েল সায়েন্টিস্ট মাটির রসায়ন, জীববিদ্যা এবং পদার্থবিদ্যা সম্পর্কে তথ্য সংগ্রহ এবং সেই তথ্য মূল্যায়ন করেন। এই বিশ্লেষণ থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে তিনি কৃষি উৎপাদন, জীব বৈচিত্র্য, জলবায়ু পরিবর্তন, পরিবেশের গুণগত মান, মানব স্বাস্থ্য, ভূমি প্রতিকার প্রভৃতি বিভিন্ন বিষয়ে জানান এবং প্রভাবিত করেন। এই বিশ্বায়নের যুগে সয়েল সায়েন্স নিয়ে কাজ করে আপনি গবেষণা এবং উন্নয়নের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখতে পারেন।
এক নজরে একজন সয়েল সায়েন্টিস্ট
বিভাগ:সয়েল সায়েন্স/ এনভায়রনমেন্টাল সায়েন্স
প্রতিষ্ঠানের ধরন:সরকারী/ বেসরকারি
ক্যারিয়ারের ধরন:ফুল টাইম
লেভেল:এন্ট্রি, মিড
অভিজ্ঞতা সীমা:কাজের ধরন ও প্রতিষ্ঠান সাপেক্ষে
সম্ভাব্য বয়সসীমা:কাজের ধরন ও প্রতিষ্ঠান সাপেক্ষে
মূল স্কিল:সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রি, ল্যাবরেটরিতে ও মাঠ পর্যায়ে গবেষণা কাজের দক্ষতা
বিশেষ স্কিল:দলে কাজ করার ক্ষমতা, আইটি স্কিল
বিস্তারিত জানুন
– কোন ধরনের শিল্প বা সংস্থায় সয়েল সায়েন্টিস্টরা কাজ করে থাকেন?
– একজন সয়েল সায়েন্টিস্ট কী ধরনের কাজ করেন?
– একজন সয়েল সায়েন্টিস্টের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
– একজন সয়েল সায়েন্টিস্টের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
– কোথায় শিখবেন সয়েল সায়েন্স?
– একজন সয়েল সায়েন্টিস্টের কাজের ক্ষেত্র এবং সুযোগ কেমন?
– একজন সয়েল সায়েন্টিস্টের মাসিক আয় কেমন?
– ক্যারিয়ার কেমন হতে পারে একজন সয়েল সায়েন্টিস্টের?
কোন ধরনের শিল্প বা সংস্থায় সয়েল সায়েন্টিস্টরা কাজ করে থাকেন?
সয়েল সায়েন্টিস্টরা বেসরকারি ও সরকারী খাতের প্রতিষ্ঠানে কাজ করে থাকেন, যেমনঃ
- গবেষণা কেন্দ্র এবং ডেভেলপমেন্ট ফ্যাসিলিটিজ
- এনজিও
- এগ্রো ইন্ডাস্ট্রি
- ল্যান্ড ইউজ এন্ড কন্সট্রাকশন কোম্পানি
- এনভায়রনমেন্টাল কনসালটেন্সি
- প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র (বিভিন্ন প্রকল্প ও সংরক্ষণ কাজে)
- ল্যান্ডস্কেপ ডিজাইন প্রতিষ্ঠান
- এছাড়াও উচ্চশিক্ষা শেষে শিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয় নিয়ে পড়াতে পারেন।
একজন সয়েল সায়েন্টিস্ট কী ধরনের কাজ করেন?
এই পেশায় প্রবেশ করলে আপনার কাজটি ল্যাবরেটরি কাজ এবং ফিল্ড ওয়ার্ক উভয় ধরনের হতে পারে। একজন সয়েল সায়েন্টিস্ট যে ধরনের কাজ করে থাকেন তা নিম্নরূপঃ
- মাটির নমুনা সংগ্রহ করা
- প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ, পর্যবেক্ষণ ও তা রেকর্ড করা
- গবেষণা ফলাফল প্রকাশের জন্য রিপোর্ট লেখা, প্রেজেন্টেশন দেয়া এবং বিভিন্ন সম্মেলনে যোগদান করা
- অন্যান্য ক্ষেত্রের পেশাদারদের সরাসরি বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করা, যেমন পুরাতত্ত্ববিদ, কৃষি পরামর্শদাতা, ফরেনসিক বিজ্ঞানী, হাইড্রোলজিস্ট, পেট্রোলোজিস্ট এবং নির্মাণ প্রকৌশলী ইত্যাদি।
একজন সয়েল সায়েন্টিস্টের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
সয়েল সায়েন্টিস্ট হতে হলে অবশ্যই এই বিষয়ে ন্যূনতম বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকা প্রয়োজন। এছাড়াও বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্র যেমন রসায়ন, পদার্থবিদ্যা, জীববিদ্যা ইত্যাদি সম্পর্কে একজন সয়েল সায়েন্টিস্টের ভালো জ্ঞান থাকতে হবে।
একজন সয়েল সায়েন্টিস্টের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
- বিশ্লেষণাত্মক দক্ষতা
- দলে কাজ করার ক্ষমতা
- আইটি বিষয়ক দক্ষতা
- ভাল শারীরিক ফিটনেস
কোথায় শিখবেন সয়েল সায়েন্স?
বাংলাদেশের তিনটি সরকারী বিশ্ববিদ্যালয়ে এই বিষয়টি নিয়ে পড়ালেখার সুযোগ রয়েছে। এগুলো হলঃ
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- খুলনা বিশ্ববিদ্যালয় এবং
- চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়।
এছাড়া এই বিষয়ে দেশের বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ রয়েছে।
একজন সয়েল সায়েন্টিস্টের কাজের ক্ষেত্র এবং সুযোগ কেমন?
দেশে এই পেশার যেসব কাজের ক্ষেত্র রয়েছে সেগুলো হলঃ
- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE)
- বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট (BARI)
- বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউট(BJRI)
- মৃত্তিকা সম্পদ গবেষণা ইন্সটিটিউট(SRRI)
- তুলা উন্নয়ন বোর্ড (CDP)
- বাংলাদেশ কৃষি গবেশনা কাউন্সিল (BARC)
- বাংলাদেশ কৃষি উন্নয়ন করপরেসন (BADC)
- বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট(BRRI)
- বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা (BINA)
- মৃত্তিকা সম্পদ উন্নয়ন কর্পোরেশন (RDI)
- বাংলাদেশ চা গবেষণা ইন্সিটিউট (BTRI)
- গম গবেষণা কেন্দ্র
- ডাল গবেষণা কেন্দ্র
- আম গবেষণা কেন্দ্র
- বাংলাদেশ ইক্ষু গবেষণা ইন্সিটিউট ইত্যাদি।
একজন সয়েল সায়েন্টিস্টের মাসিক আয় কেমন?
সরকারী প্রতিষ্ঠানে সায়েন্টিফিক অফিসার হিসেবে চাকরি শুরু করলে এই পেশায় মাসে ১১ হাজার থেকে ২০ হাজার টাকা আয় হতে পারে। কাজের ধরন ও প্রতিষ্ঠান অনুযায়ী এই আয় আরও বাড়তে পারে।
ক্যারিয়ার কেমন হতে পারে একজন সয়েল সায়েন্টিস্টের?
এই পেশায় যোগদান করে রয়েছে সরকারী বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ভালো সম্মানীর বিনিময়ে চাকরির সুযোগ। দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে রয়েছে আরও উচ্চ পর্যায়ে যাবার সুযোগ। এ ছাড়াও গবেষণাধর্মী পেশা বলে দেশে বিদেশে বিভিন্ন স্বনামধন্য স্থান থেকে উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ লাভের পথও খোলা রয়েছে। কৃষিপ্রধান বাংলাদেশে এই পেশা হতে পারে ভবিষ্যৎ চাকরি ক্ষেত্র হিসেবে একটি উপযুক্ত নির্বাচন।