হেয়ার স্টাইলিস্ট

পার্লার প্রতিষ্ঠানগুলো গত কয়েক বছরে বাংলাদেশে বেশ জনপ্রিয়তা পেয়েছে। হেয়ারকাট এবং হেয়ারস্টাইল নেওয়ার জন্য পুরুষ ও নারী উভয়কেই পার্লারগুলোতে ভিড় করতে দেখা যায় সময়ে সময়ে। হেয়ারস্টাইলের কদর বেড়েছে বিশেষ করে কোন নির্দিষ্ট অনুষ্ঠানকে কেন্দ্র করে মানুষজনের বিভিন্ন ধরনের হেয়ারস্টাইল অবলম্বন করার ইচ্ছার কারণে।  

একজন হেয়ারস্টাইলিস্ট কোথায় কাজ করেন?

হেয়ারড্রেসার, হেয়ারস্টাইলিস্ট, মেকআপ আর্টিস্ট – এই পদগুলো বাংলাদেশে সাধারণত পার্লারগুলোতেই দেখা যায়। এক্ষেত্রে ছেলে এবং মেয়েদের আলাদা পার্লার থাকায় আপনি কোন ধরনের হেয়ারস্টাইলিস্ট তার উপর নির্ভর করে আপনার কর্মক্ষেত্র নির্ধারিত হবে। হেয়ারস্টাইলিস্ট হিসেবে আপনার কাজ হেয়ারড্রেসার-এর মত বছরব্যাপী নিয়মিত এবং বেশ সংখ্যাবহুল না হলেও বিয়ের অনুষ্ঠান কিংবা অন্যান্য অনুষ্ঠানও সাধারণত বছরব্যাপী অনুষ্ঠিত হওয়ায় আপনিও নিয়মিত কাজ করার সুযোগ পাবেন। তবে এক্ষেত্রে কাজের সংখ্যা সাধারণত হেয়ারড্রেসার-এর চেয়ে কম হয়। আবার অনুষ্ঠান কিংবা বিয়ের অনুষ্ঠানের মৌসুমের ক্ষেত্রে হেয়ারস্টাইলিস্টদের চাহিদা বেশ বেড়ে যায়।

একজন হেয়ারস্টাইলিস্ট কী ধরনের কাজ করেন?

আপনি হেয়ারস্টাইলিস্ট হলে চুলের ধরনের উপর নির্ভর করে আপনাকে মানুষের চুলের স্টাইল ঠিক করে দিতে হবে। এক্ষেত্রে আপনাকে বেশ কিছু কাজ করা লাগতে পারে স্টাইল ফুটিয়ে তোলার জন্য যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে –

১। চুল ব্লো-ড্রাই করা।

২। কেরাটিন স্মুথিং-এর মাধ্যমে চুল সোজা করা।

৩। ব্রেইড বা বিনুনি করা।

৪। চুল রঙ করা এবং ব্লিচিং করা।

৫। নির্দিষ্ট অনুষ্ঠানের জন্য চুলের স্টাইল বা সজ্জা কেমন হবে তা নির্ধারণ করা।

৬। নির্ধারিত সজ্জা অনুযায়ী চুলের স্টাইল ঠিক করে দেওয়া।

এর পাশাপাশি কিছু ক্ষেত্রে আপনাকে চুলের যত্ন নেওয়ার জন্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়ের দায়িত্ব পালন করতে হতে পারে। যেহেতু পার্লার সার্ভিসভিত্তিক প্রতিষ্ঠান তাই ক্রেতাদের সাথে যোগাযোগ সমন্বয় ও ব্যবস্থাপনার দায়িত্বও আপনাকে পালন করতে হতে পারে।

একজন হেয়ারস্টাইলিস্টের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

বিউটি কনসালট্যান্ট বা মেকআপ আর্টিস্ট নিয়োগের ক্ষেত্রে ধরাবাধা কোন শিক্ষাগত যোগ্যতা সাধারণত লাগে না। এক্ষেত্রে বিষয়টি কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ।

বেশিরভাগ ক্ষেত্রে যে কোন প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা ও লেভেল এবং উচ্চমাধ্যমিক বা এ লেভেল পাস করেছেন এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়পার্লারের ধরনের উপর নির্ভর করে হেয়ারস্টাইলিস্ট হিসেবে নারী ও পুরুষ উভয়দের নিয়োগ দেওয়া হয়। কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রয়োজনীয় অভিজ্ঞতা কমপক্ষে ১ বছর বলা হয়ে থাকে। আবার কিছু ক্ষেত্রে ২ থেকে ৪ বছরের অভিজ্ঞতা নিয়োগের ক্ষেত্রে বাধ্যতামূলক থাকে। সাধারণত ২-৫ বছরের পূর্ব অভিজ্ঞতা আছে ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়। অনেক ক্ষেত্রে কোনরকম অভিজ্ঞতা ছাড়াই প্রতিষ্ঠান থেকে ১০-১৫ দিনের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আপনাকে নিয়োগ দেওয়া হতে পারে হেয়ারস্টাইলিস্ট হিসেবে।

নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট কোন বয়সসীমা দেওয়া না থাকলেও কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে কমপক্ষে ২৫ বছর বয়সের কথা উল্লেখ থাকতে পারে। বাংলাদেশে এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এখন পর্যন্ত হেয়ারস্টাইল বিষয়ে পড়াশোনা করা বাধ্যতামূলক নয় কারণ এমন শিক্ষাগত যোগ্যতা বা ডিগ্রি আছে মানুষের সংখ্যা দেশে খুব বেশি নয়। অভিজ্ঞতা তাই নিয়োগ পাওয়ার ক্ষেত্রে আপনার জন্য দক্ষতার পরিমাপের একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করবে।  

একজন হেয়ারস্টাইলিস্টের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

১। হেয়ারস্টাইলের যে বিভিন্ন ধরন আছে সেগুলো সম্পর্কে সম্যক ধারণা রাখা।

২। কোন ধরনের অনুষ্ঠানে কোন ব্যক্তিকে কী ধরনের হেয়ারস্টাইলে মানাবে সে ব্যাপারে সম্যক জ্ঞান রাখা ও নিয়মিত তথ্য আহরণ করা।

৩। হেয়ার কসমেটিকস যে পণ্যগুলো রয়েছে সেগুলো সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে।

৪। কার চুলে কেমন ধরনের পণ্য ব্যবহার করা যাবে এবং কোন পণ্য বা কৌশল চুলের জন্য ক্ষতিকর হতে পারে সে ব্যাপারে যথেষ্ট ধারণা থাকতে হবে।

৫। ইতিবাচক মানসিকতার হতে হবে।

ক্রেতার সাথে ভালো যোগাযোগ ক্ষমতা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা হবে আপনার জন্য কারণ আপনার সাফল্য ও ক্রেতাকে খুশি করতে পারার ক্ষেত্রে চাবিকাঠি হিসেবে কাজ করবে আপনি ক্রেতার চাহিদা ও ইচ্ছা অনুযায়ী চুলের স্টাইল তৈরি করতে পারছেন কিনা।

একজন হেয়ারস্টাইলিস্টের মাসিক আয় কেমন?

এক্ষেত্রে মাসিক সম্মানীর বিষয়টি কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ। [তথ্য পাওয়া যায়নি]

একজন হেয়ারস্টাইলিস্টের ক্যারিয়ার কেমন হতে পারে?

কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ হলেও সাধারণত একমুখী হওয়ার কারণে হেয়ারস্টাইলিস্ট পদে ক্যারিয়ার উন্নয়নের তেমন একটা সুযোগ নেই। বেশ ভালো পরিমাণের অভিজ্ঞতা সঞ্চয় করা সম্ভব হলে অনেকেই নিজ উদ্যোগে একটি পার্লার দিয়ে দিতে পারেন।

কোথায় শিখবেন হেয়ারস্টাইলিং?

বর্তমানে বাংলাদেশে পারসোনা ইন্সটিটিউট অব বিউটি অ্যান্ড লাইফস্টাইলে হেয়ারস্টাইলিং-এর উপর ৫ টি ক্লাসভিত্তিক কোর্স করানো হয় ১১০০০ টাকা কোর্স ফি’র বিনিময়ে যার মাধ্যমে আপনি হেয়ারস্টাইলের কাজ শিখতে পারেন।

 

 

Leave a Comment