২০০২ সালে রীড হফম্যানসহ আরো কয়েকজন মিলে নিয়ে আসেন নতুন এক সামাজিক মাধ্যম। মূলত পেশাজীবীদের মধ্যে যোগাযোগ করিয়ে দেবার কথা মাথায় রেখে ওয়েবসাইটটি চালু করেন তাঁরা। ২০০৩ সালে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। কয়েক বছরের মধ্যে পেশাজীবী ও নিয়োগদাতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এ সার্ভিস। বলা হচ্ছে বিশ্বের অন্যতম সবচেয়ে বড় সামাজিক মাধ্যম লিংকডইনের কথা।
আজকের ইনফোগ্রাফিকে সংক্ষেপে জেনে নিন লিংকডইন কী ও এর মাধ্যমে কেমন সার্ভিস নিয়ে আপনি উপকৃত হতে পারেন।
- ছবিটি সরাসরি ডাউনলোড করুন নিচ থেকে।
- মোবাইল ডিভাইস থেকে ছবিতে দেয়া তথ্যগুলো পড়তে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে এখানে যান।
লিংকডইন কী ও কেন: ইনফোগ্রাফিক
– পেশাজীবী ও ব্যবসায়ী সম্প্রদায়ের সামাজিক যোগাযোগের একটি জনপ্রিয় ওয়েবসাইট লিংকডইন
– আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ২০০৩ সালে
– ব্যবহারকারীঃ ৫৪৬ মিলিয়ন
– মাইক্রোসফটের অংশ হয়ে যায় ২০১৬ সালে
– ২০০+ দেশ ও অঞ্চলে ছড়িয়ে আছে ব্যবহারকারীরা
কেন ব্যবহার করবেন লিংকডইন?
পেশাজীবী
– নিজের জন্য প্রফেশনাল প্রোফাইল তৈরি করতে পারবেন
– সহকর্মী ও অন্য পেশাজীবীদের সাথে যুক্ত হতে পারবেন
– কাজের বিষয় নিয়ে অন্যদের সাথে আলোচনার সুযোগ পাবেন
– পছন্দের প্রতিষ্ঠানগুলো সম্পর্কে জানতে পারবেন
– নতুন চাকরি খুঁজতে পারবেন খুব সহজে
– ব্যবস্থাপনা, মার্কেটিং, গ্রাফিক ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্টসহ বিভিন্ন প্রয়োজনীয় বিষয় নিয়ে শিখতে পারবেন*
ব্যবসায়ী ও চাকরিদাতা
– প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা আছে, এমন নতুন ও আগ্রহী কর্মীদের খুঁজে নিতে পারেন
– চাকরিপ্রার্থীদের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন
– নিজের ব্যবসা বা প্রতিষ্ঠানের জন্য প্রোফাইল তৈরি করতে পারবেন
– নিজের ব্যবসা বা প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং করার ভালো সুযোগ পাবেন
– নিজের ব্যবসা বা প্রতিষ্ঠানের কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারবেন*
– নিজের ব্যবসা বা পণ্যের বিপণন ও বিজ্ঞাপন চালাতে পারবেন*
* চিহ্নিত সুবিধাগুলো পেতে লিংকডইনের প্রিমিয়াম বা ব্যবসায়িক সার্ভিস চালু করতে হতে পারে
তথ্যসূত্রঃ লিংকডইন
লিংকডইন কী ও কেন: ইনফোগ্রাফিক ডাউনলোড
লিংকডইন কী ও কেন: ক্যারিয়ার ইনফোগ্রাফিকআমরা চেষ্টা করেছি ইনফোগ্রাফিকের তথ্যে কোন ভুল না রাখতে। এরপরও কোন ভুল ধরা পড়লে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো। চাইলে ফেসবুকেও মেসেজ দিতে পারেন।
ডাউনলোডের জন্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা একই ধরনের আরো কন্টেন্ট প্রকাশ করবো।