একজন ফিল্ড ফ্যাসিলিটেটর যে কোন এনজিও এর অংশ হিসেবে মাঠ পর্যায়ে সরাসরি উপস্থিত থেকে কমিউনিটি ও দলীয় পর্যায়ে সমন্বয় সাধন করেন এবং বিভিন্ন গবেষণামূলক তথ্য সংগ্রহ করতে সাহায্য করেন। সাধারণত মাঠ পর্যায়ে এই কাজ করতে হয় বলে এই পেশায় বিভিন্ন এলাকায় গিয়ে কাজের সুযোগ রয়েছে। বাংলাদেশে বিভিন্ন দেশীয়, আন্তর্জাতিক ও বহুজাতিক প্রতিষ্ঠানে এই চ্যালেঞ্জিং পেশায় ক্যারিয়ার গড়ার ভালো সুযোগ রয়েছে ।
এক নজরে একজন ফিল্ড ফ্যাসিলিটেটর
বিভাগ:ফিল্ডওয়ার্ক
প্রতিষ্ঠানের ধরন: এনজিও, দাতব্য প্রতিষ্ঠান
ক্যারিয়ারের ধরন:পার্ট-টাইম, ফুল টাইম
লেভেল:এন্ট্রি, মিড
এন্ট্রি লেভেলে সম্ভাব্য অভিজ্ঞতা সীমা:কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ
সম্ভাব্য বয়সসীমা:কাজসাপেক্ষ, অনুর্ধ্ব ৩৫ বছর
মূল স্কিল:মাঠ পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন, কর্মসূচি বাস্তবায়ন, দলীয় সমন্বয় সাধন
বিশেষ স্কিল:সমস্যা সমাধানের দক্ষতা, যোগাযোগ দক্ষতা
বিস্তারিত জানুন
– কোন ধরণের প্রতিষ্ঠানে একজন ফিল্ড ফ্যাসিলিটেটর কাজ করেন?
– একজন ফিল্ড ফ্যাসিলিটেটর কী ধরনের কাজ করেন?
– একজন ফিল্ড ফ্যাসিলিটেটরের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
– একজন ফিল্ড ফ্যাসিলিটেটরের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
– কোথায় শিখবেন ফিল্ড ফ্যাসিলিটেটরের কাজ?
– একজন ফিল্ড ফ্যাসিলিটেটরের কাজের ক্ষেত্র এবং সুযোগ কেমন?
– একজন ফিল্ড ফ্যাসিলিটেটরের মাসিক আয় কেমন?
– ক্যারিয়ার কেমন হতে পারে একজন ফিল্ড ফ্যাসিলিটেটরের?
কোন ধরণের প্রতিষ্ঠানে একজন ফিল্ড ফ্যাসিলিটেটর কাজ করেন?
- এনজিও;
- দাতব্য প্রতিষ্ঠান;
- আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা;
- ডেভেলপমেন্ট অরগানাইজেশন ইত্যাদি।
একজন ফিল্ড ফ্যাসিলিটেটর কী ধরনের কাজ করেন?
- পরিকল্পনা প্রণয়ন;
- কর্মসূচি বাস্তবায়ন;
- মাঠপর্যায়ে বিভিন্ন দলের মধ্যে যোগাযোগ ও সমন্বয় সাধন;
- স্টেকহোল্ডারদের সাথে যোগাযোগ স্থাপন;
- গবেষণা করা;
- তথ্য সংগ্রহ;
- তথ্যের ডেটাবেজ তৈরি;
- কর্ম পরিকল্পনা তৈরি।
একজন ফিল্ড ফ্যাসিলিটেটরের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
যোগ্যতাঃ কাজের ক্ষেত্র সুবিশাল হলেও ফিল্ড ফ্যাসিলিটেটরের ক্ষেত্রে একটি ন্যূনতম যোগ্যতা নির্দিষ্ট করা আছে। আপনি যদি ফিল্ড ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। সোশাল ওয়ার্ক বা সমাজকর্ম বিষয়ে ব্যাচেলর ডিগ্রি আছে, এমন প্রার্থীরা সব ক্ষেত্রে প্রাধান্য পেয়ে থাকেন। এর কারণ হলো, অধিকার আদায়ে আন্দোলন, ত্রাণ সংগ্রহ ও বিতরণ ও পুনর্বাসন – এ ধরনের কাজে সমাজকর্ম নিয়ে পড়াশোনা করা লোকদের প্রাথমিক ধারণা অন্যদের চেয়ে ভালো থাকা স্বাভাবিক ও প্রত্যাশিত।
কিছু ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিষয়ে ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রি না থাকলে নিয়োগ দেয়া হয় না। যেমন – পরিবেশভিত্তিক কোন সংস্থায় নিয়োগের ক্ষেত্রে পরিবেশবিজ্ঞান বা পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ে ডিগ্রি থাকা জরুরি। আবার ক্ষুদ্রঋণ প্রকল্প কিংবা সুবিধাবঞ্চিত মানুষদের উন্নয়ন ব্যবস্থাপনার জন্য অর্থনীতি বা উন্নয়ন অধ্যয়ন বিষয়ে ডিগ্রি আছে, এমন কাউকে নিয়োগ দেয়া হতে পারে।
অভিজ্ঞতাঃ ফিল্ড ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করতে চাইলে অভিজ্ঞতা বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিছু ক্ষেত্রে অভিজ্ঞতা না থাকলেও আপনাকে নিয়োগ দেওয়া হতে পারে অথবা ১ বছরের অভিজ্ঞতার হিসাবে নিয়োগ দেওয়া হয়। তবে বিষয়টি কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ।
বয়সসীমাঃ এক্ষেত্রে সাধারণত কোন বয়সসীমা উল্লেখ করা থাকে না। স্পর্শকাতর বা কষ্টসাধ্য কাজের ক্ষেত্রে বয়স ২৮ বছরের ঊর্ধ্বে এমন কাউকে নিয়োগ দিতে চায় কিছু প্রতিষ্ঠান।
লিঙ্গঃ বহু ক্ষেত্রে নারী অথবা পুরুষ প্রার্থীর কথা নির্দিষ্টভাবে উল্লেখ করা থাকতে পারে।
একজন ফিল্ড ফ্যাসিলিটেটরের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
- মাঠ পর্যায়ে কাজ করার ক্ষমতা;
- দলগতভাবে কাজ করার ক্ষমতা;
- নেতৃত্বদানের ক্ষমতা;
- গবেষণা দক্ষতা;
- যোগাযোগ দক্ষতা;
- প্রতিবেদন তৈরি এবং তথ্য সংগ্রহের দক্ষতা;
- কম্পিউটার দক্ষতা;
- মোটরসাইকেল চালনার দক্ষতা।
কোথায় শিখবেন ফিল্ড ফ্যাসিলিটেটরের কাজ?
এ পেশায় যুক্ত হবার জন্য যে কোন প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক পাস হওয়া প্রয়োজন। কোন কোন ক্ষেত্রে এই যোগ্যতা আরও শিথিল করা হয়। এ কারণে এই ক্ষেত্রে কোন প্রাতিষ্ঠানিক যোগ্যতা ছাড়াই কাজ করা সম্ভব। অভিজ্ঞতার সাথে সাথে এই পেশায় গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পায়।
একজন ফিল্ড ফ্যাসিলিটেটরের কাজের ক্ষেত্র এবং সুযোগ কেমন?
বিভিন্ন ধরনের দেশীয় ও আন্তর্জাতিক সেবা সংস্থায় মাঠ পর্যায়ে কাজের জন্য এই পেশার ব্যাপক চাহিদা রয়েছে। বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিয়মিত আমাদের দেশে এই খাতে কাজ করা হচ্ছে, যে কারণে এই পেশায় কর্মক্ষেত্র উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। স্নাতক পাশ করে এই চ্যালেঞ্জিং পেশায় যুক্ত হয়ে তাই সহজেই ক্যারিয়ার গড়া সম্ভব।
একজন ফিল্ড ফ্যাসিলিটেটরের মাসিক আয় কেমন?
এই পেশায় স্নাতক পাস করেই একজন কর্মী ১৫ থেকে ২০ হাজার টাকা আয় করতে পারেন। কাজের অভিজ্ঞতা ও দক্ষতা এবং উপযুক্ত প্রশিক্ষণের ভিত্তিতে আরও বেশি আয় করার সুযোগ রয়েছে।
ক্যারিয়ার কেমন হতে পারে একজন ফিল্ড ফ্যাসিলিটেটরের?
ফিল্ড ফ্যাসিলিটেটরের পেশাটি একটি আকর্ষণীয় ও চ্যালেঞ্জিং পেশা। বিভিন্ন জেলা,উপজেলা ও ইউনিয়নে মাঠ পর্যায়ে সরাসরি সমন্বয়কারীর কাজ করার মাধ্যমে এই পেশায় দলগত কাজের দক্ষতা বৃদ্ধি পায়। এছাড়া অভিজ্ঞতার ভিত্তিতে এই কাজে ভালো আয়ের এবং আরও ভালো অবস্থানে যাবার সুযোগ রয়েছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করে অভিজ্ঞতা সমৃদ্ধ করতে পারবেন এই পেশায় থেকে। তাই পেশা হিসেবে ফিল্ড ফ্যাসিলিটেটর অভিজ্ঞতার মাধ্যমে পেশাগত জ্ঞান বৃদ্ধির দিক থেকে একটি ভালো নির্বাচন।
Community facilitator work with