পুরকৌশল বা সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে সৃষ্ট পরিবেশ প্রকৌশল বর্তমানে অনেক চাহিদাসম্পন্ন একটি পেশা। বিভিন্ন অবকাঠামো নির্মানের পরিবেশগত ঝুঁকি বা দুর্যোগকালীন সময়ে করনীয় কী কিংবা তেল/গ্যাস ক্ষেত্রে উত্তোলনকালীন আপদ ব্যবস্থাপনা প্রভৃতি একজন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারের কাজ।
এক নজরে একজন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার
বিভাগ: ইঞ্জিনিয়ারিং
প্রতিষ্ঠানের ধরন:সরকারি, প্রাইভেট ফার্ম/কোম্পানি, ফ্রিল্যান্সিং, অন্যান্য
ক্যারিয়ারের ধরন:পার্ট-টাইম, ফুল টাইম
লেভেল:এন্ট্রি, মিড
সম্ভাব্য বেতনসীমা:৳২০,০০০ – কাজ, প্রতিষ্ঠান ও অভিজ্ঞতাসাপেক্ষ
সম্ভাব্য বয়সসীমা:কাজসাপেক্ষ
মূল স্কিল:পরিবেশগত ঝুঁকি ও স্বাস্থ্য ঝুঁকি পর্যালোচনা ও পরিবেশবান্ধব নকশা তৈরি
বিশেষ স্কিল:সৃজনশীলতা, বিশ্লেষণী ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা
বিস্তারিত জানুন
– কোন ধরণের প্রতিষ্ঠানে একজন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার কাজ করেন?
– একজন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার কী ধরনের কাজ করেন?
– একজন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
– একজন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
– কোথায় পড়বেন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং?
– একজন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারের মাসিক আয় কেমন?
– ক্যারিয়ার কেমন হতে পারে একজন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারের?
কোন ধরণের প্রতিষ্ঠানে একজন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার কাজ করেন?
- নদী গবেষনাকেন্দ্র;
- দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ;
- সড়ক ও সেতু বিভাগ;
- পারমাণবিক, কয়লা বা তাপ বিদ্যুৎ কেন্দ্রে;
- সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে;
- ট্যানারি, রঙ, টেক্সটাইল, সিমেণ্ট কারখানায়;
- পানি, তেল ও গ্যাস শোধনাগারে।
একজন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার কী ধরনের কাজ করেন?
- এনভায়রমেন্টাল প্রতিবেদন তৈরি, হালনাগাদ করা;
- পরিবেশদূষন রোধে প্রযুক্তির নকশা করা ও প্রনোয়ন করা;
- স্টাডার্ড প্ল্যান, পার্মিট সংগ্রহ করা;
- জাতীয় নীতিমালা অনুসারে রাসায়নিক ব্যবহারের মাত্রা নির্ধারন করা;
- তথ্য নির্ভর গবেষনা করে কোয়ালিটি কন্ট্রোলে অংশ নেয়া;
- এনভায়রনমেন্টারল রেগুলেশন মানা হচ্ছে কিনা তা বিভিন্ন কারখানা পরিদর্শন করে যাচাই করা;
- দূষিত নগর বা অঞ্চলকে পরিষ্কার করতে সরকার বা বিভিন্ন সংস্থাকে পরমর্শ দেয়া;
- সেতু বা বাঁধ নির্মানে নদী শাসনে কী করণীয় তার পরমর্শ দেয়া;
- দুর্যোগ বা আপদকালীন সময় কী করনীয় তা জানানো;
- তেল বা গ্যাস ক্ষেত্রের পরিবেশগত ঝুঁকি পর্যালোচনা করা;
- বনায়ন কর্মসূচী পরিচালনা করা।
একজন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
- চার বছর মেয়াদী এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি এবং এক বছর মেয়াদী মাস্টার্স;
- প্রতিষ্ঠানভেদে পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া হয়;
একজন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
- The Construction Management and Quality Control;
- Earthquake Engineering;
- Flood Control Engineering;
- Wind Engineering;
- Advanced Numerical Modeling;
- Advanced Mechanics;
- Challenges in Disaster and Environmental Engineering;
- Waste Reduction & Control;
- Human Water Resources and Natural Preservation;
- Human Nature Interaction।
কোথায় পড়বেন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং?
বাংলাদেশের প্রায় সব স্বীকৃত প্রকৌশল বিশ্ববিদ্যালয়েই সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধিভুক্ত অনুষদে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। তবে দু’একটি বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ন ভিন্ন অনুষদে ডিজাস্টার ম্যানেজমেন্ট ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়।
- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়;
- চট্রগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়;
- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।
একজন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারের মাসিক আয় কেমন?
প্রতিষ্ঠানভেদে এ পেশার আয় কম বেশি হতে পারে। তবে শুরু ২০,০০০টাকা থেকে শুরু করে ২৫,০০০ টাকা বেতনে কাজ শুরু করার সু্যোগ আছে যা অভিজ্ঞতা বৃদ্ধির সাথে বেড়ে লক্ষাধিকও হতে পারে।
ক্যারিয়ার কেমন হতে পারে একজন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারের?
একজন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার বর্তমান সময়ে খুবই চাহিদাসম্পন্ন একটি পেশা। সেতু বিভাগের নদীশাসন থেকে শুরু করে আবাসিক অবকাঠামো নির্মান প্রতিষ্ঠানে এ পেশার লোক কাজ করে যাচ্ছেন। কাজের অভিজ্ঞতা ও কারিগরী বিশেষায়িত প্রশিক্ষন থাকলে এ পেশায় পদোন্নতি পাওয়া সম্ভব সেই সাথে রয়েছে ভাল আয়ের সুযোগ। এছাড়াও অনেকেই নিজেদের ঠিকাদারি প্রতিষ্ঠান বা বিশেষজ্ঞের কাজ করেও নিজেদের ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করছেন তাই এপেশার সম্ভাবনা খুবই ভাল।
I need a job in Dhaka/CTG
আপনি এর মধ্যে কোথাও অ্যাপ্লাই করেছেন কি?
Environmental Technology I need a job in CTG or Dhaka
I really love this website for your to-the-point yet informative articles. Keep up this great work!