একজন ডেলিভারি ম্যান মূলত কোন প্রোডাক্ট বা সার্ভিস কাস্টমারের কাছে সরাসরি পৌঁছে দেবার দায়িত্বে থাকেন। বর্তমানে ইন্টারনেটভিত্তিক বেচাকেনা আর হোম ডেলিভারি সার্ভিসের প্রসারের কারণে দেশের শহরাঞ্চলগুলোতে এ পেশার বড় চাহিদা তৈরি হয়েছে।
এক নজরে একজন ডেলিভারি ম্যান
সাধারণ পদবী: ডেলিভারি ম্যান, ডেলিভারি এজেন্টবিভাগ: লজিস্টিকস
প্রতিষ্ঠানের ধরন: কোম্পানি
ক্যারিয়ারের ধরন: ফুল-টাইম, পার্ট-টাইম
এন্ট্রি লেভেলে সম্ভাব্য অভিজ্ঞতা সীমা: প্রযোজ্য নয়
এন্ট্রি লেভেলে সম্ভাব্য গড় আয়: ৳১০,০০০ – ৳১৫,০০০
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়স সীমা: ১৮ – ৩০ বছর
মূল স্কিল: সাইকেল/মোটরসাইকেল/গাড়ি চালানোর দক্ষতা, স্মার্টফোনের ম্যাপ ব্যবহারের সাধারণ দক্ষতা
বিশেষ স্কিল: যোগাযোগের দক্ষতা, মানসিক চাপ সামলানোর ক্ষমতা
ডেলিভারি ম্যানের পেশা সম্পর্কিত প্রশ্ন
একজন ডেলিভারি ম্যান কোথায় কাজ করেন?
- কুরিয়ার সার্ভিস কোম্পানি (যেমন: eCourier)
- ই-কমার্স কোম্পানি (যেমন: Daraz)
- ফুড ডেলিভারি সার্ভিস (যেমন: Foodpanda)
একজন ডেলিভারি ম্যান কী ধরনের কাজ করেন?
- প্রতিষ্ঠান থেকে পার্সেল বা প্যাকেজ সংগ্রহ করা;
- কাস্টমারের ঠিকানা খুঁজে বের করে পার্সেল বা প্যাকেজ পৌঁছে দেয়া;
- প্রয়োজনে ডেলিভারির আগে কাস্টমারের সাথে যোগাযোগ করা;
- প্রোডাক্ট বা সার্ভিসের মূল্য আগে থেকে পরিশোধ না করা থাকলে কাস্টমারের কাছ থেকে পেমেন্ট নেয়া;
- প্রোডাক্ট বা সার্ভিস ডেলিভারির পর প্রয়োজনীয় ডকুমেন্টে কাস্টমারের স্বাক্ষর নেয়া;
- প্রোডাক্ট বা সার্ভিস ডেলিভারির ব্যাপারে কোম্পানির কাছে রিপোর্ট করা।
একজন ডেলিভারি ম্যানের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
শিক্ষাগত যোগ্যতা: সাধারণত ৮ম শ্রেণি – এইচএসসি পাশ। আবার পার্ট-টাইম চাকরির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা সুযোগ পেতে পারেন। তবে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানগুলোতে স্নাতক পাশ চাওয়া হতে পারে।
বয়স: ন্যূনতম ১৮ বছর বয়স।
বিশেষ শর্ত: সাধারণত ডেলিভারি ম্যানের নিয়োগ বিজ্ঞপ্তিতে পুরুষ প্রার্থীদের কথা উল্লেখ করা থাকে।
মোটরসাইকেল/গাড়ি চালিয়ে ডেলিভারি দেবার ক্ষেত্রে ব্যক্তিগত ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক।
একজন ডেলিভারি ম্যানের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
- সাইকেল/মোটরসাইকেল/গাড়ি চালানোর দক্ষতা;
- পরিশ্রম করার মানসিকতা;
- কাস্টমারের সাথে ভদ্র ও নম্রভাবে কথা বলতে পারা;
- সময়জ্ঞান;
- স্মার্টফোনের ম্যাপ ব্যবহারের দক্ষতা।
একজন ডেলিভারি ম্যানের মাসিক আয় কেমন?
সাধারণত মাসে ৳১০,০০০ – ৳১৫,০০০ উপার্জনের সুযোগ রয়েছে এ পেশায়। কিছু কিছু প্রতিষ্ঠানে ওভারটাইমের জন্য আলাদাভাবে পেমেন্ট দেয়া হয়।
আমার একটা চাকরি চাই
আমি চাকরি করতে চাই।
এর চাকরি করেছি।
আমি ডেলিভারি ম্যানের কাজটা করতে চাই।
আমি বর্তমানে যে কম্পানিতে করছি বেতনে পোষায় না তাই
আমি ফুড পান্ডায় চাকরি করতে চাই
আমি চাকরিটি করতে চাই
আমি ইংরেজি ভাষা শিখাতে
জানি
আমার এই চাকরী টা দরকার
আমি আগ্রহ এট সাথে চাকরিটি করতে ইচ্ছুক
Ami korte chai chakrita
আমি চাকরিটা করতে চাই।
আমার একটা চাকরি দরকার
ভালো।👍 লাগলো অনেক ভালো পোস্ট।