একজন রেভিনিউ অফিসার সরকারের পক্ষ থেকে ট্যাক্স আদায় করেন এবং রাজস্ব সংক্রান্ত দায়িত্ব পালন করেন। জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে পরীক্ষার মাধ্যমে এ পদে নিয়োগ দেয়া হয়ে থাকে।
সাধারণ পদবী: রেভিনিউ অফিসার(এন বি আর)
বিভাগ: জাতীয় রাজস্ব বোর্ড।
কর্মস্থলঃ বিভিন্ন জেলা, বিভাগ।
ক্যারিয়ারের ধরন: ফুল টাইম
লেভেল: এন্ট্রি
অভিজ্ঞতা: পুর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
বেতন সীমা: জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড অনুযায়ী মূল বেতন ৳১৮০০০-৳২২,৫০০। কর্মস্থল অনুযায়ী বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা মিলিয়ে শুরুতে মাসিক বেতন ৳৩২,০০০-৳৩৭,০০০ ।
বয়স সীমা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে বয়স ২১-৩২ বছরের মধ্যে থাকতে হবে
একজন রেভিনিউ অফিসার(এন বি আর) কি কি ধরনের কাজ করে থাকেন?
- ভাড়া, কাউন্সিল ট্যাক্স এবং ব্যবসা হার গণনা।
- এক্সিকিউটিভ টিম এবং বোর্ড অফ ডিরেক্টরদের সাথে প্রবৃদ্ধির কৌশলগুলি তৈরি করা।
- সেলস অ্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে, অন্যান্য ব্যক্তি ও দলকে গঠনগত প্রশিক্ষণের মাধ্যমে
- .ব্যবস্থাপনা সমস্যা দূর করা।
- বিল এবং অনুস্মারক প্রেরণ।
- জমা এবং পেমেন্ট প্রসেসিং।
- ভাড়া বা কাউন্সিল ট্যাক্স বকেয়া পুনরুদ্ধার।
- ঋণদাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ব্যবস্থা।
- যারা অতিরিক্ত অর্থপ্রাপ্ত হয়েছে সেসব গ্রাহকদের কাছ থেকে অর্থ ফেরত নেয়া।
- বেনিফিটের জন্য মানুষের যোগ্যতা মূল্যায়ন করা।
- চেক ফর্ম এবং মামলা দায়ের।
একজন রেভিনিউ অফিসার(এন বি আর)এর শিক্ষাগত যোগ্যতা কি হবে?
বাংলাদেশের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী যে কেউ জাতীয় রাজস্ব বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই পদে নিয়োগ পেতে পারেন। যেমনঃ
১.ঢাকা বিশ্ববিদ্যালয়।
২.চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
৩.রাজশাহী বিশ্ববিদ্যালয়।
৪.নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ইত্যাদি।
একজন রেভিনিউ অফিসার(এন বি আর)এর কি কি দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
১.চমৎকার যোগাযোগ দক্ষতা।
২.গ্রাহকদের সঙ্গে শান্ত এবং বিনীত থাকা ক্ষমতা।
৩.জটিল নিয়মগুলি বোঝা এবং পরিষ্কারভাবে ব্যাখ্যা করার ক্ষমতা।
৪.চমৎকার গ্রাহক সেবা দক্ষতা।
৫.সঠিকতা এবং বিস্তারিত মনোযোগের দক্ষতা।
৬.রাজস্ব সংক্রান্ত নিয়মাবলি সম্পর্কিত জ্ঞান।
একজন রেভিনিউঅফিসার(এন বি আর)এর মাসিক আয় কেমন?
জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড অনুযায়ী মূল বেতন ৳১৮০০০-৳২২,৫০০। কর্মস্থল অনুযায়ী বাড়ি ভাড়া, ও অন্যান্য ভাতা মিলিয়ে শুরুতে মাসিক বেতন ৳৩২,০০০-৳৩৭,০০০ । পদোন্নতি না হলে এ গ্রেডের সর্বোচ্চ বেতন ৳৫৩০৬০।
একজন রেভিনিউ অফিসার(এন বি আর)এর কাজে ক্ষেত্র ও সুযোগ কেমন?
আজকের গণমাধ্যম এবং প্রযুক্তির নতুন জগতে রাজস্ব কর্মকর্তা অন্যতম ভূমিকা পালন করে। একজন রাজস্ব অফিসার রাজস্বের বিভিন্ন ইউনিটে কাজ করে থাকেন। বাংলাদেশে এনবিআর এ রাজস্ব অফিসারের চাকরি অনেক সুবিধাজনক।
national University theke honours korle apply kora jabena????
আল্লাহ চাইলে করতে পারবেন।