বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় সাধারণত ৯ টি বিষয়ের উপর ২০০ নম্বরের পরীক্ষা হয়। এর মধ্যে বাংলা বিষয়টির জন্য ৩৫ নম্বর বরাদ্দ থাকে। এ লেখা থেকে জেনে নিন বাংলা অংশের প্রস্তুতি কীভাবে নিতে পারেন।
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বাংলা অংশকে মূলত দুই ভাগে ভাগ করা যায়:
বাংলা বিষয়ের ভাগ | বরাদ্দকৃত নম্বর |
বাংলা ব্যাকরণ | ১৫ |
বাংলা সাহিত্য | ২০ |
বাংলা সাহিত্যে প্রাচীন ও মধ্যযুগ থেকে সাধারণত ৫ নম্বর ও আধুনিক যুগের উপর ১৫ নম্বরের প্রশ্ন আসে পরীক্ষায়।
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা অংশের জন্য কী পড়তে হবে?
বাংলা ব্যাকরণ অংশে সাধারণত যেসব বিষয় থেকে প্রশ্ন করা হয়, সেগুলো হলো:
- বাংলা ব্যাকরণের ইতিহাস;
- ধ্বনি, বর্ণ, উচ্চারণের স্থান, শব্দ ও বাক্যের প্রকারভেদ, প্রকৃতি-প্রত্যয়;
- সন্ধি, উপসর্গ, সমাস, ণত্ব-বিধান ও ষত্ব-বিধান, সমার্থক ও বিপরীত শব্দ, প্রত্যয় ধ্বনি পরিবর্তন ইত্যাদি;
- ব্যাকরণ শুদ্ধিকরণ। সাধারণত বানান, বাক্যের গঠন, লিঙ্গ, সন্ধি ও সমাসের যথাযথ প্রয়োগের উপর প্রশ্ন করা হয়;
- পরিভাষা;
- ব্যাকরণের নিপাতনে সিদ্ধ নিয়ম। যেমন, নিপাতনে সিদ্ধ সন্ধি ও সমাসের প্রয়োগ;
- যুক্তবর্ণের গঠন;
- বিদেশী শব্দ।
বাংলা সাহিত্য অংশে যেসব বিষয় থেকে সাধারণত প্রশ্ন আসে:
- বাংলা সাহিত্যের ইতিহাস ও বিবর্তন;
- প্রাচীন যুগের ইতিহাসে চর্যাপদ, হরপ্রসাদ শাস্ত্রী, ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সুনীতিকুমার চট্টোপ্যাধ্যায়ের ভূমিকা;
- মধ্যযুগের মঙ্গলকাব্য ও মুসলিম সাহিত্য। সাথে যুগসন্ধিক্ষণ ও ঈশ্বরচন্দ্র গুপ্ত নিয়ে প্রশ্ন আসতে পারে;
- আধুনিক যুগে ফোর্ট উইলিয়াম কলেজ ও উইলিয়াম কেরির ভূমিকা;
- গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যিকদের জন্ম-মৃত্যুর তারিখ, সাল, স্থান, উল্লেখযোগ্য রচনা, ছদ্মনাম/উপাধি, রচনাবলি, পুরষ্কারপ্রাপ্তি, সম্পাদিত পত্র-পত্রিকার নাম ও ধরন, পুরষ্কারপ্রাপ্ত গ্রন্থ ইত্যাদি;
- সাহিত্যিকদের বিখ্যাত উক্তি;
- মুক্তিযুদ্ধের উপর লিখিত গ্রন্থ;
- বাংলা সাহিত্যে যা কিছু প্রথম। যেমন, প্রথম উপন্যাস, প্রথম নাটক ইত্যাদি;
- সাম্প্রতিক পুরষ্কারপ্রাপ্ত কোন বই।
সাধারণত এ বিষয়গুলোর উপর প্রশ্ন বেশি হয়। তবে মাঝে মাঝে এ বিষয়গুলোর বাইরেও প্রশ্ন হতে পারে।
বিসিএস প্রিলিমিনারি বাংলা অংশের জন্য সহায়ক বই
- নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বই;
- হায়াৎ মামুদের লেখা বাংলা ব্যাকরণ বই;
- ড. সৌমিত্র শেখরের ‘বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা’।
উল্লেখ্য যে, এর বাইরে জনপ্রিয় বহু গাইড বই রয়েছে, যেগুলোর সাহায্য নিতে পারেন আপনার প্রস্তুতির জন্য।