দক্ষ ও যোগ্য কর্মী নিয়োগ দেয়া যেকোন প্রতিষ্ঠানের জন্য চ্যালেঞ্জিং একটি কাজ। কর্মী বাছাইয়ের এ প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার দায়িত্ব পালন করেন একজন হিউম্যান রিসোর্স অফিসার বা এইচআর অফিসার।
এক নজরে একজন হিউম্যান রিসোর্স অফিসার
সাধারণ পদবী: হিউম্যান রিসোর্স অফিসার, হিউম্যান রিসোর্সেস অফিসারবিভাগ: মানবসম্পদ
প্রতিষ্ঠানের ধরন: বেসরকারি, প্রাইভেট ফার্ম/কোম্পানি
ক্যারিয়ারের ধরন: ফুল টাইম
লেভেল: এন্ট্রি, মিড
এন্ট্রি লেভেলে অভিজ্ঞতা সীমা: ০ – ২ বছর
এন্ট্রি লেভেলে সম্ভাব্য গড় বেতন: ৳২০,০০০ – ৳৩০,০০০
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়স সীমা: ২৫ – ৩০ বছর
মূল স্কিল: গবেষণার দক্ষতা, সীমিত সময়ের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, যোগাযোগের দক্ষতা
বিশেষ স্কিল: সমস্যা সমাধানের দক্ষতা, সহযোগিতার সম্পর্ক তৈরি করতে পারা
হিউম্যান রিসোর্স অফিসারের পেশা সম্পর্কিত প্রশ্ন
- একজন হিউম্যান রিসোর্স অফিসার কোথায় কাজ করেন?
- একজন হিউম্যান রিসোর্স অফিসারের কাজ কী?
- একজন হিউম্যান রিসোর্স অফিসারের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
- একজন হিউম্যান রিসোর্স অফিসারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
- কোথায় পড়বেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা মানবসম্পদ ব্যবস্থাপনা?
- একজন হিউম্যান রিসোর্স অফিসারের মাসিক আয় কেমন?
- একজন হিউম্যান রিসোর্স অফিসারের ক্যারিয়ার কেমন হতে পারে?
একজন হিউম্যান রিসোর্স অফিসার কোথায় কাজ করেন?
মোটামুটি সব ধরনের প্রতিষ্ঠানেই কর্মী নিয়োগের জন্য একজন হিউম্যান রিসোর্স অফিসার নিয়োজিত থাকেন। এ পদটি ছাড়া কোন একটি প্রতিষ্ঠানের দূরদর্শীভাবে চলা মুশকিল।
সরকারি প্রতিষ্ঠানগুলোর পরিচালনা নীতি জটিল ও বহুমুখী হবার কারণে সরাসরিভাবে হিউম্যান রিসোর্স অফিসারের পদ থাকে না।
একজন হিউম্যান রিসোর্স অফিসারের কাজ কী?
- নতুন কর্মকর্তা বা কর্মী নিয়োগের পরিকল্পনা করা
- নিয়োগপ্রার্থীদের তথ্য যাচাই-বাছাই করা
- প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা
- অফিসের কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা
- অফিসের কর্মীদের কোন সমস্যা হলে তার সমাধানের জন্য উদ্যোগ নেয়া
- কোন অফিস কর্মীকে কোন পদে দিলে ভালো হবে, সে ব্যাপারে ভালো ধারণা রাখা
- অফিসের কর্মীদের ছুটি সংক্রান্ত বিষয় ব্যবস্থাপনা করা
- অফিসের সকল বিভাগের সাথে যোগাযোগ রক্ষা করা ও নিয়মকানুন সম্পর্কে জানানো
- অফিসের কর্মীদের পারফরম্যান্স মূল্যায়ন করার ব্যাপারে হিউম্যান রিসোর্স ম্যানেজার বা বিভাগীয় প্রধানকে সাহায্য করা
- অফিস কর্মীদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধার খেয়াল রাখা
- অফিস কর্মীদের অভিযোগ গ্রহণ করা ও সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া
একজন হিউম্যান রিসোর্স অফিসারের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
শিক্ষাগত যোগ্যতাঃ সাধারণত হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা মানবসম্পদ ব্যবস্থাপনার উপরে এমবিএ ডিগ্রি থাকা বাধ্যতামূলক। তবে নিয়োগের পদ অনুসারে তা পরিবর্তিত হতে পারে।
বয়সঃ প্রতিষ্ঠানসাপেক্ষে বয়সের সীমা নির্ধারিত হয়। সাধারণত আপনার বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।
অভিজ্ঞতাঃ এ পেশায় অভিজ্ঞদের প্রাধান্য রয়েছে। সাধারণত ১-২ বছরের অভিজ্ঞতা কাজে আসে।
বিশেষ শর্তঃ নিয়োগের ক্ষেত্রে কিছু সময় নারী অথবা পুরুষের কথা স্পষ্টভাবে উল্লেখ করা থাকে।
একজন হিউম্যান রিসোর্স অফিসারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
- নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত জ্ঞান
- নিয়োগপ্রার্থীদের তথ্য সঠিকভাবে যাচাই-বাছাই করতে পারা
- ব্যক্তিগত পছন্দ-অপছন্দ সরিয়ে রেখে প্রতিষ্ঠানের লাভ ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগপ্রার্থীদের মূল্যায়ন করার দক্ষতা
- সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা
- সমস্যা সমাধানের দক্ষতা
- যোগাযোগের দক্ষতা
- সময় ব্যবস্থাপনা
- ইতিবাচক মনোভাব
কোথায় পড়বেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা মানবসম্পদ ব্যবস্থাপনা?
বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা মানবসম্পদ ব্যবস্থাপনা উপর বিবিএ ও এমবিএ ডিগ্রি নিতে পারেন। আবার বহু শিক্ষা প্রতিষ্ঠানে ডিপ্লোমা ও শর্ট কোর্স করার সুবিধাও রয়েছে। প্রতিষ্ঠানভেদে ডিগ্রির মেয়াদ ও ধরন আলাদায় হয়।
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়
- ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- খুলনা বিশ্ববিদ্যালয়
- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়
- আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ
- ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি
- বাংলাদেশ ইনস্টিটিউট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট
একজন হিউম্যান রিসোর্স অফিসারের মাসিক আয় কেমন?
মাসিক আয় কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ। সাধারণত হিউম্যান রিসোর্স অফিসারের মাসিক বেতন ৳৩০,০০০ – ৳৩৫,০০০ হয়।
একজন হিউম্যান রিসোর্স অফিসারের ক্যারিয়ার কেমন হতে পারে?
সাধারণত হিউম্যান রিসোর্স অফিসার হিসাবে এন্ট্রি লেভেলে চাকরি হয়। এর ঠিক পরের পদটির নাম হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ। ধীরে ধীরে সিনিয়র এক্সিকিউটিভ হয়ে সর্বোচ্চ পদোন্নতি পাওয়া যায় হিউম্যান রিসোর্স ম্যানেজার পর্যন্ত।
বিশেষ কৃতজ্ঞতা
কাজী সামিউল হক, এইচআর অপারেশনস এক্সিকিউটিভ, সিনজেনটা বাংলাদেশ লিমিটেড
I want to learned.
আপনি কী শিখতে চান?
Yeah
I want learn.
yes i want learn
ha ami kajta sikte chai
Assalamualikum! ami ekti private company te Asst.Officer Coordination post e 2 years jabot kaj kore ashchi. ullekkho j amake receiption er kaj guloi muloto dekhte hoy. ami BBA HR er upor korechi Stamford University theke 2013 shale. ami HR Kaj korte chai. But amar HR er upor kono kajer dokkhota o oviggota nei. ami ki upay amar track change kore HR Job pete pari.please amake ektu janaben.
আপনি বিভিন্ন কোম্পানির এইচআর পদে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন।
আমি হিউম্যান রিসোর্স সম্পর্কে কিছু জানতে চাই
আপনি হিউম্যান রিসোর্স অফিসারের কাজ সম্পর্কে জেনে নিতে পারেন।
Ami HRM pora ta jante chai. Shikhte chai.
Tourism and hospitality management porar por ki HR job korte parbo??
Oikhane HR and Account related course korano hoy.
Science background থেকে কী HRM এ Graduation complete kora jai??