আর্মি অফিসার

বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করলে প্রথম যে পদবী আপনি পাবেন, তা হলো লেফটেন্যান্ট। তবে কমিশন পাবার ব্যাপারটি অত্যন্ত কঠিন। একজন আর্মি অফিসার হবার জন্য ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ডের (ISSB) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (BMA) প্রায় ৩ বছর ট্রেনিং গ্রহণের পর কমিশন লাভের মাধ্যমে আপনার পক্ষে সম্মানজনক লেফটেন্যান্ট র‍্যাঙ্ক অর্জন করা সম্ভব।

এক নজরে একজন আর্মি অফিসার

প্রথম র‍্যাঙ্ক: লেফটেন্যান্ট
বিভাগ: সামরিক
প্রতিষ্ঠানের ধরন: সরকারি
ক্যারিয়ারের ধরন: ফুল-টাইম
এন্ট্রি লেভেলে সম্ভাব্য অভিজ্ঞতা সীমা: প্রযোজ্য নয়
এন্ট্রি লেভেলে সম্ভাব্য গড় বেতন: ৳২৩,৫০০ (৮ম পে স্কেল অনুযায়ী)
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়স: ১৭ – ২৩ বছর
মূল স্কিল: শৃঙ্খলা, কঠোর পরিশ্রম করার সামর্থ্য
বিশেষ স্কিল: নেতৃত্বদানের দক্ষতা, সমস্যা সমাধানের দক্ষতা

একজন আর্মি অফিসার কোথায় কাজ করেন?

বাংলাদেশ সেনাবাহিনীতে।

একজন আর্মি অফিসারের কাজ কী?

একজন লেফটেন্যান্টের কাজ বিএমএতে থাকাকালীন পাওয়া শিক্ষা ও তার কোরের উপরে নির্ভর করে। যেমন –

  • আর্টিলারি
  • ইনফ্যান্ট্রি
  • আরমার্ড (ট্যাঙ্ক)
  • অর্ডন্যান্স (সমরাস্ত্র)
  • সিগন্যালস
  • শিক্ষা
  • ইঞ্জিনিয়ারিং
  • ইএমই (Electrical and Mechanical Engineers – EME)
  • এএসসি (Army Services Corps – ASC)
  • এএমসি (Army Medical Corps – AMC) ও অন্যান্য

একজন আর্মি অফিসারের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

অফিসার হবার জন্য বাংলাদেশ সেনাবাহিনী নির্ধারিত যোগ্যতা হলো:

প্রথম শর্তঃ প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশি ও অবিবাহিত হতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এইচএসসি পাশ হতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের যে কোন একটিতে ন্যূনতম জিপিএ ৪.৫ এবং আরেকটিতে জিপিএ ৫ পাওয়া লাগবে।

উল্লেখ্য যে, ২০২০ সালের ৮৫তম লং কোর্সের নিয়োগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আবেদন করার সুযোগ থাকছে না।

ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করে থাকলে ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ন্যূনতম ‘এ’ গ্রেড এবং ৩টিতে ন্যূনতম ‘বি’ গ্রেড পাওয়া আবশ্যক। এ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ২টিতেই ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে।

বয়সঃ বিএমএ লং কোর্সের জন্য ০১ জানুয়ারি ২০২১ তারিখে ১৭ – ২১ বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ – ২৩ বছর।

উচ্চতাঃ ছেলেদের জন্য ন্যূনতম উচ্চতা ১.৬৩ মিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি। মেয়েদের জন্য উচ্চতা ১.৫৭ মিটার বা ৫ ফুট ২ ইঞ্চি।

ওজনঃ ছেলেদের ক্ষেত্রে ৫৪ কেজি বা ১২০ পাউন্ড। মেয়েদের ক্ষেত্রে এটি ৪৭ কেজি বা ১০৪ পাউন্ড।

বুকঃ ছেলেদের বুক স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে তা ২৮ ইঞ্চি ও প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি।

একজন আর্মি অফিসারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

  • উপস্থিত বুদ্ধি
  • আত্মবিশ্বাস
  • ইংরেজিতে দক্ষতা
  • নেতৃত্বগুণ

উল্লেখ্য যে, সেনাবাহিনীতে শারীরিক দক্ষতা, সুস্থতা ও সামর্থ্য বেশ গুরুত্বপূর্ণ। আপনার শারীরিক সামর্থ্য ভালো না হলে প্রশিক্ষণের সময় টিকে থাকা কঠিন হয়ে যাবে।

একজন আর্মি অফিসার হবার ধাপ কী কী?

  • প্রিলিমিনারী লিখিত পরীক্ষা
  • লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ১৫-২০ মিনিটের একটি ছোট মৌখিক পরীক্ষা
  • মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে আইএসএসবির (ISSB) চূড়ান্ত পরীক্ষা
  • আইএসএসবির (ISSB) চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হলে চট্টগ্রামের ভাটিয়ারীতে প্রায় ৩ বছরের প্রশিক্ষণ

কষ্টসাধ্য ও দুঃসহ প্রশিক্ষণ সফলভাবে শেষ করতে পারলে ৩ বছরের মাথায় আপনি কমিশনপ্রাপ্ত হয়ে একজন লেফটেন্যান্ট হবার গৌরব অর্জন করতে পারবেন।

একজন আর্মি অফিসারের মাসিক আয় কেমন?

৮ম পে স্কেল অনুসারে একজন লেফটেন্যান্টের মূল বেতন ৳২৩,৫০০। তবে এর মধ্যে থেকেই আপনার আর্মি মেসে থাকার খরচ চালাতে হয়। শুধু মূল বেতন ছাড়াও একজন লেফটেন্যান্ট কাজ ও পোস্টিং সাপেক্ষে ভাতা পেয়ে থাকেন।

একজন আর্মি অফিসারের ক্যারিয়ার কেমন হতে পারে?

লেফটেন্যান্ট থেকে পরবর্তী পদবী ক্যাপ্টেন হবার জন্য ৩টি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এক্ষেত্রে সময় লাগে প্রায় দুই থেকে আড়াই বছরের মতো। ক্যাপ্টেন থেকে মেজর পদে উন্নীত হতে সময় লাগে প্রায় ৩ বছরের মতো। এরপরের পদোন্নতিগুলোর নির্দিষ্ট কোন সময়কাল নেই। সেগুলো যোগ্যতা ও অবস্থাসাপেক্ষ হয়। পদগুলো হলো –

  • লেফটেন্যান্ট কর্নেল
  • কর্নেল
  • ব্রিগেডিয়ার জেনারেল
  • মেজর জেনারেল
  • লেফটেন্যান্ট জেনারেল
  • জেনারেল
  • ফিল্ড মার্শাল

উল্লেখ্য যে, ফিল্ড মার্শাল যেকোন সেনাবাহিনীর সর্বোচ্চ পদ হলেও আমাদের দেশে এখন পর্যন্ত এ পদে কেউ নিয়োগ পাননি।

85 thoughts on “আর্মি অফিসার”

  1. সেনাবাহিনীর অফিসারদের বাড়ি,গাড়ি কখন দেওয়া হয়

    Reply
    • সেনাবাহিনীতে পদোন্নতি আপনার পারফরম্যান্স আর নেতৃত্বগুণসহ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। এ ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলা সম্ভব নয়।

      Reply
    • এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষার যেকোন একটিতে কমপক্ষে জিপিএ ৫ ও অন্যটিতে জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে আপনাকে।

      Reply
    • সেনাবাহিনীতে রেগুলার কমিশনপ্রাপ্ত অফিসার হিসাবে নিয়োগের ক্ষেত্রে লেফটেন্যান্ট পদ রয়েছে। শর্ট সার্ভিস কমিশনের (যেমন, মেডিকেল কোর) ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া আলাদা হয়।

      Reply
  2. বতমান ছেলেদের নূনতম কত উচ্চতা এবং যোগ্যতা কেমন ?

    Reply
    • ন্যূনতম উচ্চতা ১.৬৩ মিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি। যোগ্যতার ব্যাপারে বিস্তারিত তথ্য কন্টেন্টে দেয়া আছে।

      Reply
    • লং কোর্সের ক্ষেত্রে আবেদন করার সময় সাঁতার জানা আবশ্যক নয়। তবে প্রশিক্ষণের প্রয়োজনে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমিতে যোগ দেবার আগে সাঁতার শেখা দরকার।

      Reply
        • সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী আর্মি অফিসার হবার জন্য আপনার আবেদন করার সুযোগ নেই।

          Reply
    • আপনার বার্থ স্পট মিলিটারি সার্ভিস দেবার ক্ষেত্রে সমস্যা তৈরি না করলে মেডিকেল টেস্টে বাদ পড়ার কথা নয়। তবে এ ব্যাপারে নির্বাচন বোর্ডের নিয়ম ও সিদ্ধান্ত চূড়ান্ত।

      Reply
  3. SSC পাশ হলে কি army তে join করা যায়?
    আরেকটি প্রশ্ন?
    হাত কাঁপা রোগ থাকলে কি army তে join করতে কোনো সমস্যা হবে?

    Reply
    • শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কন্টেন্টে তথ্য দেয়া আছে।

      হাত কাঁপা রোগের ক্ষেত্রে নির্বাচন বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

      Reply
    • লং কোর্সের ক্ষেত্রে আবেদন করার সময় সাঁতার জানা আবশ্যক নয়। তবে প্রশিক্ষণের জন্য নির্বাচিত হলে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমিতে যোগ দেবার আগে সাঁতার শিখে নেয়া জরুরি।

      Reply
    • সেনাবাহিনীতে সাধারণ নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট কোন বিভাগকে প্রাধান্য দেয়া হয় না। যোগ্যতা ও দক্ষতাই মূল ব্যাপার।

      Reply
    • আপনার টিউমারের ব্যাপারে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে এটি সমস্যা তৈরি করবে কি না, সে ব্যাপারে নির্দিষ্ট কোন উত্তর আমরা দিতে পারছি না।

      Reply
  4. বাংলাদেশ মিলিটারি একাডেমিতে কিভাবে ভতি হবো

    Reply
    • নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমিতে ভর্তি হবার কোন সুযোগ নেই।

      Reply
    • According to the qualifications listed in the latest circular, you cannot apply to be an army officer.

      Reply
  5. I want to be a good army. Because i love my country. For my country i will give any thing. I love my country. I want to join army. I dono’t want to sturdy. I hate this,so how can i go army.

    Reply
    • আর্মি অফিসার হলে যে আর পড়াশোনা করতে হয় না, তা কিন্তু নয়। বরং অফিসারদের নিয়মিত বিভিন্ন প্রশিক্ষণ ও পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় নিজেদের দক্ষতা আর যোগ্যতা ঠিক রাখার জন্য। এছাড়া, অফিসার হতে হলে একটি ন্যূনতম জিপিএ দরকার। এর জন্য আপনাকে ক্লাসের সেরা ছাত্র হবার প্রয়োজন নেই। কিন্তু শারীরিক আর মানসিক প্রস্তুতির পাশাপাশি পড়াশোনাও ঠিকভাবে করতে হবে।

      Reply
  6. আমি Army এর Education Core (MBA Accounting) এর under এ apply করতে চাই।
    ১ম প্রশ্ন: আমি যদি Army তে selected হই তাহলে আমাকে কি ARMY এর Accounting Sector এর কাজ দিবে অথবা সেনাবাহিনীর শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে অথবা অন্য Responsibility?
    প্রশ্ন ২: যদি সেনাবাহিনী র Finance/ Accounting Sector এ চাকুরী হয় তাদের Posting কি ঢাকায় অথবা Army HQ তে হয়?

    Reply
  7. আমার ssc তে 4.44 এবং HSC তে 5.00 আমি কি এপ্লাই করতে পারবো

    Reply
  8. my height is 6ft 1 inch.accroding to my height please tell me the maximum weight.i use eye glasses.is there any problem for me?if i join my legs, knees also touch each other. is that also a problem?

    Reply
  9. আমি কি সৈনিক থেকে অফিসার পদে আবেদন করতে পারবো,,,,,,আমার SSC তে GPA–5.00
    HSC উন্মুত্ত তে Golden A+

    Reply
  10. উন্মুত্ত এর certificateদিয়ে কি আমি অফিসার পদে আবেদন করতে পারবো,,,??SSC Genarel…5.00
    Hsc উন্মুত্ত Golden A+

    Reply
  11. #Query..
    What are the eye requirements for the post o JCO?
    Does BD Army allow candidates with glasses?
    If yes, then what are the conditions ?
    #Thanks.💛

    Reply
  12. Assalamualikum💙
    2015 JSC (Golden A+)
    2018 SSC (A+)
    2021 Hsc (Somourno prepared chilam exam er jnno kintu Bcz of corona situation Auto pass And Both result niye A+ ei hoy..
    Amar dream chilo marine engineer but Allah Rohmote ekhon desher jnno ekjon proud Solider hote cai…
    So what should i do..?
    Apnader Puro list ti ami valo vabe porechi and note o kore niyeci…
    Si Army officer hote hole atfirst ki korte hobe…??
    Plz guide me careeeki💙
    Thank You💙

    Reply
  13. amr bam choke onek beshi power er chosma bt dan choke power nai amr ssc hsc result mtmti valo ami ki navy te primary medical a select hote pari?

    Reply
  14. চোখে সমস্যা থাকলে কি আর্মি অফিসার হওয়া যাবে?

    Reply
  15. বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির মেয়াদ কত বছর?

    Reply

Leave a Comment