একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট যেকোন গবেষণা প্রতিষ্ঠানে গবেষণায় সাহায্য করে থাকেন। এর অংশ হিসেবে তাকে তথ্য উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ, প্রকল্প মনিটরিং-সুপারভিশনসহ বিভিন্ন কাজ করতে হয়। স্বল্প, দীর্ঘ ও স্থায়ী মেয়াদে এ পেশায় কাজ করা যায়।
এক নজরে একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট
বিভাগ:গবেষণা প্রতিষ্ঠান
প্রতিষ্ঠানের ধরন: সরকারি, প্রাইভেট ফার্ম/কোম্পানি, ফ্রিল্যান্সিং, অন্যান্য
ক্যারিয়ারের ধরন:পার্ট-টাইম, ফুল টাইম
লেভেল:এন্ট্রি, মিড
সম্ভাব্য বেতনসীমা:৳.২০,০০০ – কাজ, প্রতিষ্ঠান ও অভিজ্ঞতা সাপেক্ষ
সম্ভাব্য বয়সসীমা:কাজসাপেক্ষ
মূল স্কিল:তথ্য সংগ্রহ, গবেষণা করা ও সায়েন্টিফিক পেপার লেখা
বিশেষ স্কিল:সৃজনশীলতা, বিশ্লেষণী ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা
বিস্তারিত জানুন
– কোন ধরণের শিল্প বা প্রতিষ্ঠানে একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কাজ করেন?
– একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কী ধরনের কাজ করেন?
– একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এর কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
– একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এর কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
– কিভাবে পাবেন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হওয়ার প্রাতিষ্ঠানিক শিক্ষা?
– একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এর কাজের ক্ষেত্র এবং সুযোগ কেমন?
– একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট মাসিক আয় কেমন?
– ক্যারিয়ার কেমন হতে পারে একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট?
কোন ধরণের শিল্প বা প্রতিষ্ঠানে একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কাজ করেন?
- বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যেমনঃUnited Nations Development Program (UNDP),UNICEF Bangladesh Country Office
- বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান যেমনঃ ব্রাক, আশা
- স্বাস্থ্য, পুরাতত্ত্ব, অর্থনীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান যেমনঃ
ü International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh (icddr,b) ,
ü Centre for Climate Change and Environmental Research,
ü South Asian Network on Economic Modeling (SANEM),
ü Centre for Policy Dialogue (CPD)
ü Centre on Integrated Rural Development for Asia and the Pacific(CIRDAP)
ü CARE Bangladesh
একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কী ধরনের কাজ করেন?
- তথ্য উপাত্ত সংগ্রহ ও সংরক্ষন করা
- তথ্যের তুলনামূলক আলোচনাপূর্বক প্রতিবেদন তৈরি করা
- রেফারেন্সের কাজ করা
- প্রামাণিক দলিল সংগ্রহ করা ও যাচাই করা
- সেকেন্ডারি ডাটা সংগ্রহ করা, সংকলন করা এবং ডাটা বিশ্লেষন
- গবেষণা পত্র লেখা
একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এর কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারিরা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন। তবে বিশেষায়িত প্রশিক্ষন বা একাধিক ভাষা, প্রজেক্টের জন্য প্রয়োজনীয় সফটওয়ারের কাজ জানা থাকলে অগ্রাধিকার দেয়া হয়।
একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
- ডাটা কালেকশন মেথড জানা
- ডাটা এনালিসিস
- সাইন্টিফিক রাইটিং
- আইটি সিস্টেম ও স্ট্যান্ডার্ড এপ্লিকেশন জানা
- মাঠ পর্যায়ে কাজ করা
কিভাবে পাবেন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হওয়ার প্রাতিষ্ঠানিক শিক্ষা?
প্রাতিষ্ঠানিকভাবে রিসার্চ শেখার কোনো প্রতিষ্ঠান না থাকলেও কিছু কিছু প্রতিষ্ঠানে অনানুষ্ঠানিকভাবে বা ইন্টার্নশিপের মাধ্যমে শেখা যেতে পারে। নিচে কিছু প্রতিষ্ঠানের তালিকা দেয়া হলোঃ
- Centre for Climate Change and Environmental Research
- South Asian Network on Economic Modeling (SANEM),
- The Bureau of Economic Research (BER)
- বাংলা একাডেমি
একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কাজের ক্ষেত্র এবং সুযোগ কেমন?
- বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যেমনঃUnited Nations Development Program (UNDP),UNICEF Bangladesh Country Office
- বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান যেমনঃ ব্রাক, আশা
- স্বাস্থ্য, পুরাতত্ত্ব, অর্থনীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান যেমনঃ
ü International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh (icddr,b) ,
ü Centre for Climate Change and Environmental Research,
ü South Asian Network on Economic Modeling (SANEM),
ü Centre for Policy Dialogue (CPD)
ü Centre on Integrated Rural Development for Asia and the Pacific(CIRDAP)
ü CARE Bangladesh
একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট মাসিক আয় কেমন?
সাধারনত প্রজেক্ট ও ফান্ডের উপর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এর মাসিক আয় নির্ভর করে। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা ও কারিগরি জ্ঞান থাকলে মাসে ৩০০০০-৪০০০০টাকা পর্যন্ত আয় করা সম্ভব, যা প্রতিষ্ঠান ভেদে কম বেশি হতে পারে।
ক্যারিয়ার কেমন হতে পারে একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ?
রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এর পদ খন্ডকালীন বা অস্থায়ী ভিত্তিতে ক্যারিয়ার হিসেবে বিবেচনা করাই ভালো,কেননা এপদে থেকে অর্জন করা অভিজ্ঞতা কাজে লাগিয়ে মূল ধারার গবেষণা প্রতিষ্ঠানে গবেষক পদের জন্য নিজেকে প্রস্তুত করাই বুদ্ধিমানের কাজ হবে। তাই ফ্রেশ গ্রাজুয়েট হিসেবে ভাল কাজের সুযোগ না পেলে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এর কাজ করে যেমন আয় করা সম্ভব তেমনি এর অভিজ্ঞতাও কাজে লাগে ভবিষ্যতে। কাজ শিখতে ও গবেষণার খুঁটিনাটি জানতে তাই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ক্যারিয়ার হিসেবে আদর্শ।