পছন্দের ইন্ডাস্ট্রিতে চাকরি খোঁজা সময়সাপেক্ষ ব্যাপার। ইন্টারনেটের কল্যাণে এ কাজ অনেকটা সহজ হয়ে এসেছে। বহু প্রতিষ্ঠান এখন অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে। তাই একজন প্রার্থী কম সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। আমাদের দেশের এমন কিছু চাকরি খোঁজার ওয়েবসাইট নিয়ে সংক্ষেপে জেনে নিন আজ।
বিডিজবস ডট কম (bdjobs.com)
বিশেষত্ব
- দেশের সবচেয়ে বড় ও পরিচিত চাকরি পোর্টাল
- ৫০+ ক্যাটাগরির উপর চাকরি খোঁজার ব্যবস্থা
- বিশেষ স্কিলের চাকরি খোঁজার সুবিধা
- জায়গার ভিত্তিতে চাকরির খোঁজ
- সরকারি চাকরির জন্য আলাদা বিভাগ
- নিজের সুবিধামতো প্রোফাইল তৈরি করে চাকরি খোঁজার ব্যবস্থা
- প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুবিধা
- সার্টিফিকেট কোর্স করার ব্যবস্থা
- নিজের যোগ্যতা যাচাই করার ব্যবস্থা
প্রথম আলোর চাকরি সেকশন
বিশেষত্ব
দৈনিক প্রথম আলোর চাকরি সেকশনে নিয়মিত বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি ও ক্যারিয়ার পরামর্শ পাবেন।
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ওয়েবসাইট (bpsc.gov.bd)
বিশেষত্ব
- বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সরাসরি জানার ব্যবস্থা
- সরকারি চাকরিতে আবেদনের জন্য অনলাইন রেজিস্ট্রেশন:
- বিসিএস পরীক্ষা
- নন-ক্যাডার পরীক্ষা
- বিভাগীয় পরীক্ষা
- সিনিয়র স্কেল পরীক্ষা
বোনাসঃ লিংকডইন (LinkedIn)
লিংকডইন আমাদের দেশের কোন সার্ভিস নয়। তবে পেশাজীবীদের এ সোশ্যাল মিডিয়াতেও চাকরি খোঁজার ব্যবস্থা রয়েছে।
বিশেষত্ব
- নিজের ইন্ডাস্ট্রির মানুষের সাথে পরিচিত হবার সুবিধা
- স্বয়ংক্রিয়ভাবে চাকরিদাতাদের কাছে ব্যক্তিগত প্রোফাইল পৌঁছে দেবার ব্যবস্থা
- দেশ-বিদেশের চাকরির খবর পাওয়া
- নিজের ইন্ডাস্ট্রি সম্পর্কে আপডেট পাওয়া
সাধারণত বড় প্রতিষ্ঠানগুলো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। তাদের লক্ষ্য থাকে সবচেয়ে দক্ষ কর্মী পাওয়া। তাই আপনার চাকরি পাবার সম্ভাবনা বাড়াতে লিংকডইন প্রোফাইল সাজিয়ে নিন।
চাকরি খোঁজার ওয়েবসাইট ব্যবহার করবেন যেভাবে
- আপনার পছন্দের ইন্ডাস্ট্রি তাদের লিস্টিংয়ে আছে কি না, তা দেখে নিন।
- সরাসরি চাকরির পদবী সার্চ করে কোন ফলাফল না পেলে ইন্ডাস্ট্রি অনুযায়ী লিস্টিং দেখুন।
- পছন্দের চাকরির দায়িত্ব ও যোগ্যতাগুলো সম্পর্কে ভালোমতো পড়ুন।
- নিয়োগ বিজ্ঞপ্তিতে দেয়া শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা আপনার না থাকলে কীভাবে তা অর্জন করা যায়, সে ব্যাপারে পরিকল্পনা নিন।
- নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা দায়িত্ব ও যোগ্যতা অনুযায়ী আপনার সিভি বা কভার লেটার বানিয়ে ফেলুন।
- অধিকাংশ চাকরি খোঁজার ওয়েবসাইট চাকরিপ্রার্থীদের জন্য প্রোফাইল ও সিভি বানানোর টেমপ্লেট দিয়ে থাকে। সেগুলো সব ইন্ডাস্ট্রির জন্য মানানসই নাও হতে পারে। এক্ষেত্রে আলাদা ডকুমেন্টে নিজের সিভি বানিয়ে নিন।
আমি জেকোনো চাকরি করতে চাই
আমি যে কোনো জব করতে চাই