একজন ওয়েডিং ফটোগ্রাফার বিয়ের আগে,বিয়ে চলাকালীন এবং বিয়ের পরে দম্পতিদের রুচি এবং পছন্দ অনুযায়ী ছবি তুলে থাকেন।এছাড়াও ছবিগুলোকে এডিটিং করে দম্পতির মনের মত ফটোগ্রাফ তৈরি করাই ওয়েডিং ফটোগ্রাফারের কাজ।
সাধারণ পদবী: ওয়েডিং ফটোগ্রাফার
বিভাগ: ফটোগ্রাফি
প্রতিষ্ঠানের ধরন: ওয়েডিং ফটোগ্রাফি কোম্পানী
ক্যারিয়ারের ধরন: ফুল টাইম,পার্ট টাইম
লেভেল: মিড, টপ
অভিজ্ঞতা সীমা: কাজের ধরন ও প্রতিষ্ঠান সাপেক্ষে
সম্ভাব্য বেতন সীমা: ৳১৮,০০০-৳২০,০০০ কাজের ধরন ও প্রতিষ্ঠান সাপেক্ষে
সম্ভাব্য বয়স সীমা: কাজের ধরন ও প্রতিষ্ঠান সাপেক্ষে
মূল স্কিল : ফটোগ্রাফি
বিশেষ স্কিল: ফটোএডিটিং,কম্পোজিং
একজন ওয়েডিং ফটোগ্রাফার কী ধরনের কাজ করে থাকেন?
- ক্লায়েন্টদের সাথে দেখা করা
- দম্পতীদের পছন্দ ও রুচি অনুযায়ী ছবি তোলা
- ফটো এডিটিং
- ফটো এলবাম তৈরি করা ইত্যাদি
কী ধরনের যোগ্যতা থাকতে হয় একজন ওয়েডিং ফটোগ্রাফারের?
একজন ওয়েডিং ফটোগ্রাফার বিভিন্ন শিক্ষাগত পটভূমি থেকে আসে আবার অনেকে বিভিন্ন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কেউ কেউ সাধারন ডিপ্লোমাধারী অথবা ফটোগ্রাফি, শিল্প, অথবা একটি সম্পর্কিত ক্ষেত্রের একটি ডিগ্রী প্রাপ্ত।এডিটিং,পজিশনিং এবং সম্পাদনার মতো বিষয়গুলিতে দক্ষতা, মার্কেটিং এবং ব্যবসা সম্পর্কে জ্ঞান, ওয়েডিং ফটোগ্রাফি কোম্পানীর সাথে পরিচিতি থাকা একজন ওয়েডিং ফটোগ্রাফারের গ্রহণযোগ্যতা বাড়ায়।
কী ধরনের জ্ঞান ও দক্ষতা থাকতে হয় একজন ওয়েডিং ফটোগ্রাফারের?
- ফটোগ্রাফিক দক্ষতা
- ফটো এডিটিং
- ফটো পজিশনিং
- মার্কেটিং ও ব্যবসায় বিষয়ে দক্ষ
কোথায় শিখবেন ওয়েডিং ফটোগ্রাফারের কাজ?
বাংলাদেশের সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে “টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি” বা “গ্রাফিক্স ডিজাইন” বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করে এই পেশায় আসতে পারেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলঃ
- University of Dhaka
- University of Chittagong
- University of Rajshahi
- Shanto Mariam University of Creative Technology etc
একজন ওয়েডিং ফটোগ্রাফারের মাসিক আয় কেমন?
একজন ওয়েডিং ফটোগ্রাফারের বেতন শুরুতে ৳১৫,০০০-৳২০,০০০ হয়ে থাকে। অভিজ্ঞতা এবং দক্ষতাকে কাজে লাগিয়ে লক্ষাধিক টাকা আয় করা যেতে পারে।
একজন ওয়েডিং ফটোগ্রাফারের কাজের ক্ষেত্র ও সুযোগ কেমন?
আধুনিক ফ্যাশনের এই যুগে ওয়েডিং ফটোগ্রাফি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। সৃজনশীলতা, ফটোগ্রাফি দক্ষতা,বিভিন্ন ফটোগ্রাফিক শৈলী জ্ঞান, সফটওয়্যার দক্ষতা সম্পাদনা, ভাল যোগাযোগ দক্ষতা, এবং ব্যবসায় দক্ষ ফটোগ্রাফারদের ক্যারিয়ার বেশ সম্ভাবনাময়।কাজের ক্ষেত্রে রয়েছে ব্যক্তিগতস্বাধীনতা।তাই এ পেশায় ক্যারিয়ার এখন খুবই সম্ভাবনাময়।