কাস্টমার বা ক্লায়েন্টের কাছে কোন প্যাকেজের ডেলিভারি করা হয় নির্দিষ্ট গুদাম বা ওয়্যারহাউস থেকে। এ ওয়্যারহাউসগুলোতে গুরুত্বপূর্ণ একটি কাজ হলো প্যাকেজিং, যার দায়িত্ব পালন করেন একজন পিকার বা প্যাকার। আপনি পিকার/প্যাকারের চাকরি করতে চাইলে এ লেখা থেকে প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নিন।
লেখাটি পড়ার সুযোগ পাচ্ছেন ‘Kormo’ অ্যাপের সৌজন্যে। উল্লেখ্য যে, অ্যাপটি বর্তমানে ইনঅ্যাক্টিভ।
পিকার/প্যাকারের চাকরিতে আপনাকে কী করতে হবে?
- কাস্টমারের অর্ডার অনুযায়ী ডেলিভারির জন্য ওয়্যারহাউসে প্রোডাক্ট নিয়ে আসা
- ওয়্যারহাউসে থাকা বিভিন্ন প্রোডাক্ট নিয়ম অনুযায়ী গোছানো ও সেগুলোর সঠিক হিসাব রাখা
- প্রোডাক্টে কোন সমস্যা ধরা পড়লে কর্তৃপক্ষকে জানানো
- ওয়্যারহাউসে ব্যবহৃত সামগ্রীর রক্ষণাবেক্ষণ করা
- অর্ডার অনুযায়ী ডেলিভারির জন্য প্রোডাক্ট প্যাক করা
- প্রোডাক্ট ডেলিভারির সময় অনুযায়ী নির্দিষ্ট স্থানে প্যাকেজ জড়ো করা
- প্রয়োজনে ডেলিভারির জন্য ব্যবহৃত গাড়ি বা ট্রাকে প্যাকেজ তুলতে সাহায্য করা
পিকার/প্যাকারের চাকরিতে আপনি বেতন কত পাবেন?
মাসিক ৳৭,০০০ – ৳১০,০০০ বেতন পাবেন আপনি। ফুল-টাইম চাকরিতে আপনাকে ৮ – ১০ ঘণ্টা কাজ করতে হবে।
অর্ডারের পরিমাণ বেড়ে গেলে মাঝে মাঝে নির্দিষ্ট সময়ের বাইরেও কাজ করতে হতে পারে। সেক্ষেত্রে আলাদা পেমেন্ট পাবার ব্যবস্থা থাকে কিছু প্রতিষ্ঠানে।
পিকার/প্যাকারের চাকরি করতে হলে ডিগ্রি আর সার্টিফিকেটের দরকার আছে কি?
এ চাকরি পাবার জন্য সাধারণত এসএসি বা এইচএসসি পাশ হতে হয়।
কীভাবে হবেন পিকার/প্যাকার?
শারীরিক পরিশ্রমের ব্যাপার থাকায় আপনাকে শক্তসমর্থ হতে হবে এ চাকরি করার জন্য। পাশাপাশি ঠিকভাবে প্রোডাক্ট গোছানো ও নির্দিষ্ট সময়ের মধ্যে ডেলিভারি প্যাকেজ প্রস্তুত করার দক্ষতা থাকা জরুরি।
পিকার/প্যাকারের চাকরি কোথায় পাবেন?
সাধারণত ডেলিভারি সার্ভিসের জন্য ব্যবহৃত ওয়্যারহাউসগুলোতে এ চাকরির সুযোগ রয়েছে।
পিকার/প্যাকারের চাকরি কোথায় খুঁজবেন?
চাকরি খোঁজার ওয়েবসাইটগুলোতে এ চাকরির নোটিশ পাবেন।
Ami kajta korbo
ভাই আমি প্যাকারের কাজ করবো