একজন রেডিওলজি টেকনেশিয়ান রোগীদের এক্স-রে এবং অন্যান্য ইমেজিং পরীক্ষা সঞ্চালনের জন্য হাসপাতাল ও ল্যাবগুলিতে কাজ করেন।
সাধারণ পদবী: রেডিওলজি টেকনেশিয়ান
বিভাগ: রেডিওলজি
কর্মস্থলঃ বিভিন্ন সরকারী বেসরকারী হাসপাতাল ও ল্যাব।
ক্যারিয়ারের ধরন: ফুল টাইম
লেভেল: এন্ট্রি, মিড
অভিজ্ঞতা:সরকারী বেসরকারী হাসপাতালের ল্যাবে ২-৩ বছর দায়িত্ব পালনের অভিজ্ঞতা।
বেতন সীমা: বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে একজন রেডিওলজি টেকনেশিয়ান এর বেতন ৳১৯০০০-৳২২৫০০ পর্যন্ত হয়।
মূল স্কিলঃ প্রযুক্তিগত সমস্যা সমাধানের জন্য এই জ্ঞানকে নির্দিষ্ট, বাস্তব কৌশল এবং প্রয়োগ করার ক্ষমতা
একজন রেডিওলজি টেকনেশিয়ান কোথায় কাজ করেন?
বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ও ল্যাবে যেমনঃ
• Lab Aid Hospital
• Square Hospital
• বিমান প্রস্তুতকারক কারখানা ইত্যাদি।
একজন রেডিওলজি টেকনেশিয়ান কী ধরনের কাজ করেন?
• রোগীর পরীক্ষার জন্য পরীক্ষা কক্ষ প্রস্তুত করা।
• ইমেজিং পরীক্ষা জন্য রোগীর পজিশন ঠিক করা
• পরীক্ষার সময় রোগীদের নজরদারি
• কম্পিউটারের তথ্য রেকর্ড করা
• চিকিৎসকের কাছে গুরুত্বপূর্ণ তথ্য রিপোর্ট করা
• পরীক্ষার সময় রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা।
• নরম টিস্যু এর ডায়গনস্টিক ছবি তোলা।
• রোগীর শরীরের ক্যান্সার বা অন্যান্য রোগের চিকিৎসার জন্য রেডিয়েশনের নির্ধারিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
• গ্রাফিক্স প্রস্তুতির জন্য কম্পিউটার ব্যবহার করে এবং গাণিতিক গণনা করা
• গবেষণা সম্পর্কিত প্রাসঙ্গিক বিষয়গুলি অনুসন্ধান করা
একজন রেডিওলজি টেকনেশিয়ান এর শিক্ষাগত যোগ্যতা কী?
বাংলাদেশের কোন স্বীকৃত প্যারামেডিকেল প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা পাশ। যেমনঃ
• ইনস্টিটিউট অব মেডিকেল এন্ড প্যারামেডিকেল টেকনোলজী
• ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রোফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট
• আইডিয়াল প্যারামেডিকেল ইত্যাদি।
একজন রেডিওলজি টেকনেশিয়ান এর কী কী দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
• প্রযুক্তিগত সরঞ্জাম চালানো এবং রক্ষণাবেক্ষণ করা
• একই সময়ে বিভিন্ন প্রকল্পে কাজ করার জন্য সময় ব্যবস্থাপনা দক্ষতা
• প্রদর্শনী এবং প্রযুক্তিগত প্রতিবেদন লেখার অভিজ্ঞতা
একজন রেডিওলজি টেকনেশিয়ান এর কাজের ক্ষেত্র ও সুযোগ কেমন?
বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের কারণে বর্তমান বিশ্ব চিকিৎসাবিজ্ঞানে এগিয়ে যাচ্ছে খুব দ্রুত তাই রেডিওলজি টেকনেশিয়ানদের কাজের ক্ষেত্র ও সুযোগও বেরে যাচ্ছে বহুগুণ।
একজন রেডিওলজি টেকনেশিয়ান এর মাসিক আয় কেমন?
বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল ও ল্যাবে একজন রেডিওলজি টেকনেশিয়ান এর বেতন ৳১৯০০০-৳২২৫০০ পর্যন্ত হয়।। তবে কোম্পানির ভিত্তিতে বেতনের স্কেল ভিন্ন হয়।
রেডিওলজি সম্পর্কেজানতে চাই