লাইফগার্ড

একজন লাইফগার্ড হচ্ছেন রক্ষাকর্তা যিনি সাঁতার কাটা, সার্ফার এবং পানিতে খেলায় অংশগ্রহণকারীদের নিরাপত্তা প্রদান করেন।  সুইমিং পুল, ওয়াটার পার্ক ও সমুদ্রসৈকতে মূলত এরা কাজ করে থাকেন। লাইফগার্ডরা বিশেষ ট্রেনিংপ্রাপ্ত এবং পর্যটন এলাকাগুলোতে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেন।

পদবী: লাইফগার্ড

কর্মস্থল: পর্যটন এরিয়া (বীচ, পাহাড়, নদী ইত্যাদি)।

একজন লাইফগার্ড কি কি কাজ করে থাকেন?

১.সমস্যা ও ক্ষতি হ্রাসের জন্যে দর্শনার্থীদেরকে নিয়ম নীতি মানতে বাধ্য করেন।

২.দায়িত্বরত এলাকায় অর্পিত কাজে মনোনিবেশ করা যাতে দর্শনার্থীদের সমস্যা না হয়।

৩.প্রয়োজনানুসারে অন্যান্য জরুরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উদ্ধার কাজ করা।

৪.কোন দুর্ঘটনা ঘটনা ঘটলে তাৎক্ষণিক প্রাথমিক সহায়তা দেয়া।

৫.দর্শনার্থীদের জন্য পুল বা বীচ পরিষ্কার রাখা।

৬.যে কোন পরামর্শ প্রদান করে দর্শনার্থীদেরকে সন্তুষ্ট রাখা।

 

একজন লাইফ গার্ডের কি কি দক্ষতা ও যোগ্যতা থাকে?

  •        ভাল সাঁতার কাটার দক্ষতা।
  •        গাছ ও পাহাড়ে ওঠার সক্ষমতা।
  •        দ্রুত গতিতে কাজ করার ক্ষমতা।
  •        বিস্তারিত জ্ঞান এবং গেস্টের নিরাপত্তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ ও দৃঢ় মনোযোগী।
  •        বন্ধুত্বপূর্ণ যোগাযোগের দক্ষতা।
  •        অতিথিদের উত্তেজনাকর পরিস্থিতে ইতিবাচক মনোভাব রাখা।
  •        চাপ এবং জরুরী পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা।
  •        পরিচালক এবং সুপারভাইজারদের থেকে দিকনির্দেশনা পালন।
  •        এছাড়াও ন্যূনতম শিক্ষা, শারীরিক সুস্থতা ও ১৬ বছরের উপরে বয়স হতে হবে।

একজন লাইফ গার্ডের বেতন কত?

বিভিন্ন উন্নত দেশের মত বাংলাদেশেও বর্তমানে বীচ এরিয়াগুলোতে লাইফগার্ড নিয়োগ দেয়া হয়। তবে অত্যন্ত স্বল্প বেতনে স্থানীয় মানুষদের থেকে এদেরকে নিয়োগ দেয়া হয় যেখানে ৳১০০০০-৳১২০০০হাজার টাকা বেতন দেয়া হয়।

 

Leave a Comment