সহকারী পরিচালক বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হলো বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগের দায়িত্বে নিয়োজিত থাকা সবচেয়ে কনিষ্ঠ কর্মকর্তার পদ। এটি বাংলাদেশ সিভিল সার্ভিসের (BCS) গ্রেড-৯ পদের সমতুল্য হিসেবে বিবেচিত হয়।
এক নজরে বাংলাদেশ ব্যাংকের একজন সহকারী পরিচালক
সাধারণ পদবী: সহকারী পরিচালক, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরবিভাগ: অ্যাকাউন্টেন্সি, ফিন্যান্স ও ব্যাংকিং, পাবলিক সার্ভিস
প্রতিষ্ঠানের ধরন: সরকারি
ক্যারিয়ারের ধরন: ফুল-টাইম
এন্ট্রি লেভেলে সম্ভাব্য অভিজ্ঞতা সীমা: ০ বছর
এন্ট্রি লেভেলে সম্ভাব্য মূল বেতন: ৳২২,০০০ (জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড) + অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়স: সর্বোচ্চ ৩০ বছর (মুক্তিযোদ্ধা সনদধারী ব্যক্তিদের সন্তান ও প্রতিবন্ধীদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর)
মূল স্কিল: ব্যাংকিং সংক্রান্ত জ্ঞান, ব্যাংকিং আইন ও নীতিমালা সম্পর্কে ধারণা, সংশ্লিষ্ট বিভাগীয় জ্ঞান ও কাজের দক্ষতা
বিশেষ স্কিল: হিসাব-নিকাশের দক্ষতা, অর্থনৈতিক পরিকল্পনা করার জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা, মানসিক চাপ সামলানোর ক্ষমতা
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদ সম্পর্কিত প্রশ্ন
- বাংলাদেশ ব্যাংকের একজন সহকারী পরিচালক কোথায় কাজ করেন?
- বাংলাদেশ ব্যাংকের একজন সহকারী পরিচালক কী ধরনের কাজ করেন?
- বাংলাদেশ ব্যাংকের একজন সহকারী পরিচালকের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
- বাংলাদেশ ব্যাংকের একজন সহকারী পরিচালকের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
- বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে কীভাবে নিয়োগ দেয়া হয়?
- বাংলাদেশ ব্যাংকের একজন সহকারী পরিচালকের মাসিক আয় কেমন?
- বাংলাদেশ ব্যাংকের একজন সহকারী পরিচালকের ক্যারিয়ার কেমন হতে পারে?
বাংলাদেশ ব্যাংকের একজন সহকারী পরিচালক কোথায় কাজ করেন?
বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় ও এর ৯ টি শাখায় কাজ করেন এ কর্মকর্তা।
বাংলাদেশ ব্যাংকের একজন সহকারী পরিচালক কী ধরনের কাজ করেন?
বাংলাদেশ ব্যাংকে ৫২ টির বেশি শাখা আছে। শাখার ভিত্তিতে একজন সহকারী পরিচালকের কাজ নির্ধারিত হয়। তবে অন্যান্য বেসরকারি ব্যাংকের তুলনায় কাজের চাপ তুলনামূলক কম।
কিছু বিশেষ শাখা (যেমন, প্রকৌশল, লাইব্রেরি, পরিসংখ্যান, গবেষণা) ও অন্যান্য পেশাগত শাখা ব্যতীত সকল শাখাতেই সহকারী পরিচালক (জেনারেল) কাজ করেন।
শাখাভেদে একজন সহকারী পরিচালককে অর্থনৈতিক সমীক্ষা, অর্থনৈতিক পরিকল্পনা, নীতি প্রণয়ন, বিভিন্ন নথিপত্র নিরীক্ষাসহ বিভিন্ন ধরনের কাজ করতে হয়।
বাংলাদেশ ব্যাংকের একজন সহকারী পরিচালকের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোন বিষয়ে স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি এবং এসএসসি ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম দুইটি প্রথম বিভাগ থাকতে হবে। কোন অবস্থাতেই তৃতীয় বিভাগে উত্তীর্ণরা এ পদের জন্য আবেদন করতে পারবে না।
পেশাগত সহকারী পরিচালকদের (যেমন, প্রকৌশল, গবেষণা, মেডিকেল, পরিসংখ্যান) সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা সনদধারী ব্যক্তিদের সন্তান ও প্রতিবন্ধীদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর।
বাংলাদেশ ব্যাংকের একজন সহকারী পরিচালকের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
- দেশের ব্যাংকিং খাত সম্পর্কিত ধারণা
- ব্যাংকে কাজের নিয়ম-কানুন সম্পর্কিত জ্ঞান
- ব্যাংক প্রশাসন সম্পর্কিত জ্ঞান
- হিসাব-নিকাশে দক্ষতা
- বিশ্লেষণী দক্ষতা
- নথিপত্র সঠিকভাবে মূল্যায়নের দক্ষতা
- অর্থনৈতিক পরিকল্পনায় দক্ষতা
- যোগাযোগের দক্ষতা
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে কীভাবে নিয়োগ দেয়া হয়?
এ পদের জন্য সর্বশেষ বিজ্ঞপ্তিতে এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষার কথা উল্লেখ করা হয়েছিলো।
পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান আর কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি থেকে প্রশ্ন করা হয় সাধারণত।
উল্লেখ্য যে, বর্তমানে এ পদে আবেদনের প্রক্রিয়া বাংলাদেশ ব্যাংকের ইরিক্রুটমেন্ট ওয়েবসাইটের মাধ্যমে হয়ে থাকে।
বাংলাদেশ ব্যাংকের একজন সহকারী পরিচালকের মাসিক আয় কেমন?
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী মূল বেতন ৳২২,০০০। কাজে যোগদানের সময় ইনক্রিমেন্ট এবং অন্যান্য ভাতা সহ বেতন ৳৩৫,০০০ – ৳৩৭,০০০ হয়ে থাকে। এ গ্রেডে সর্বোচ্চ বেতন মাসিক ৳৫৩,০০০।
বাংলাদেশ ব্যাংকের একজন সহকারী পরিচালকের ক্যারিয়ার কেমন হতে পারে?
সহকারী পরিচালক হিসেবে কাজে যোগদানের পর ব্যাংকিং ডিপ্লোমা শেষ হলেই সাধারণত আড়াই থেকে চার বছরের মধ্যে ডেপুটি ডিরেক্টর হিসেবে পদোন্নতি হয়। এর উপরের পদগুলো যথাক্রমে জয়েন্ট ডিরেক্টর, ডেপুটি জেনারেল ডিরেক্টর, জেনারেল ম্যানেজার, এক্সিকিউটিভ ডিরেক্টর, ডেপুটি গভর্নর এবং একদম শীর্ষে গভর্নর।
বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পদে নিয়োগ পেতে ব্যাংকিং ও অর্থনীতিতে গভীর জ্ঞানের পাশাপাশি ব্যাংকিং নীতিমালা ও আইনে সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ হতে হবে।
i have need practical informatio, so that i want to talk professionals person
আমি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে চাই
সাধারণত কতদিন পর পর এডি (জেনারেল) পরীক্ষা হয়?