একজন সিকিউরিটি প্রধান/সিকিউরিটি ইন চার্জ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নিরাপত্তা প্রদান করে থাকেন এবং তার ধীনে কর্মরত ব্যক্তিদের তত্ত্বাবধান ও প্রশিক্ষণ দিয়ে থাকেন।
সাধারণ পদবী: সিকিউরিটি প্রধান/সিকিউরিটি ইন চার্জ
বিভাগ: সিকিউরিটি অপারেশন
কর্মস্থলঃ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান।
ক্যারিয়ারের ধরন: ফুল টাইম
লেভেল: মিড
অভিজ্ঞতা: সেনাবাহিনীতে কর্মরত ছিলেন বা বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে ৫-৮ বছর নিরাপত্তার দায়িত্ব পালনের অভিজ্ঞতা।
বেতন সীমা: বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে একজন সিকিউরিটি প্রধান / সিকিউরিটি ইন চার্জ এর বেতন ৳১৯০০০-৳২২৫০০ পর্যন্ত হয়।
বয়স সীমা: সিকিউরিটি প্রধান/সিকিউরিটি ইন চার্জ এর বয়স সাধারণত ৩০-৫০ এর মধ্যে হয়।
একজন সিকিউরিটি প্রধান / সিকিউরিটি ইন চার্জ কী ধরনের সংস্থা বা প্রতিষ্ঠানে কাজ করশ্তহান
বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক বা ব্যাবসায়িক প্রতিষ্ঠান, কোম্পানি যেমনঃ
- গ্রামীন ব্যাংক।
- ব্র্যাক ব্যাংক।
- সোনালী ব্যাংক।
- আরএফএল, প্রাণ, ডিবিএল কোম্পানি ইত্যাদি।
একজন সিকিউরিটি প্রধান / সিকিউরিটি ইন চার্জ কী ধরনের কাজ করেন?
- প্রতিষ্ঠানের আইনশৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা তত্ত্বাবধান, পরিচালনা এবং নিয়ন্ত্রণ করা
- অধীনস্থদের যথাযথ আদেশ দেয়া
- সমস্যা মোকাবেলা করে এবং সমস্যার সমাধান করার জন্য দলগতভাবে কাজ করা
- সম্পত্তি দেখাশোনা করা
- অধীনস্থ কর্মীদের প্রতিষ্ঠানের কৌশল-মিশন,স্বীকৃতি এবং কোচিং ও সংশোধনমূলক অনুশীলনগুলি বাস্তবায়ন এবং ক্যাসকেডিং করা।
একজন সিকিউরিটি প্রধান / সিকিউরিটি ইন চার্জের শিক্ষাগত যোগ্যতা কী?
বাংলাদেশের কোন স্বীকৃত কলেজ থেকে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ। যেমনঃ
- ঢাকা কলেজ।
- চট্টগ্রাম কলেজ।
- রাজশাহী কলেজ ইত্যাদি।
একজন সিকিউরিটি প্রধান / সিকিউরিটি ইন চার্জের কী কী দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
- অতীত অভিজ্ঞতা থেকে শেখার ক্ষমতা।
- শক্তিশালী যোগাযোগ দক্ষতা।
- সম্পর্ক স্থাপনের দক্ষতা।
- বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের দক্ষতা।
- মানুষের আচরণ বোঝা ও সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা।
- অধীনস্থদের প্রশিক্ষণ দেয়ার যোগ্যতা।
- গতানুগতিক চিন্তার বাইরে চিন্তা করার মত বিচক্ষণতা।
একজন সিকিউরিটি প্রধান / সিকিউরিটি ইন-চার্জের কাজের ক্ষেত্র ও সুযোগ কেমন?
দিন দিন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে যাচ্ছে আর তাদের সম্পদের নিরাপত্তার জন্য সিকিউরিটি প্রধান / সিকিউরিটি ইন চার্জ এর বিকল্প নেই তাই এদের চাহিদা এবং কাজের সুযোগ বেড়েই চলেছে
একজন সিকিউরিটি প্রধান / সিকিউরিটি ইন-চার্জের মাসিক আয় কেমন?
বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে একজন সিকিউরিটি প্রধান / সিকিউরিটি ইন চার্জ এর বেতন ৳১৯০০০-৳২২৫০০ পর্যন্ত হয়।। তবে কোম্পানির ভিত্তিতে বেতনের স্কেল ভিন্ন হয়।
ক্যারিয়ার কেমন হতে পারে একজন সিকিউরিটি প্রধান / সিকিউরিটি ইন চার্জের?
প্রতিষ্ঠানের আইনশৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা তত্ত্বাবধান, পরিচালনা এবং নিয়ন্ত্রণ করার জন্য একজন সিকিউরিটি প্রধান/সিকিউরিটি ইন চার্জ এর চাহিদা দেশ-বিদেশের সব কোম্পানিতেই আছে।
md shajan ali. village. kawar gola.post. adampur.policestotion.kamolgonj.distik.molovi bazar. bangladesh army