আপনি যদি সিকিউরিটি গার্ডের চাকরি পেতে চান, তাহলে এ লেখা থেকে প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নিন।
লেখাটি পড়ার সুযোগ পাচ্ছেন ‘Kormo’ অ্যাপের সৌজন্যে। উল্লেখ্য যে, অ্যাপটি বর্তমানে ইনঅ্যাক্টিভ।
সিকিউরিটি গার্ডের চাকরিতে আপনাকে কী করতে হবে?
- বাড়ি, অফিস আর আবাসিক এলাকার মূল গেটে পাহারা দেয়া
- প্রয়োজনে বাড়ি, অফিস আর আবাসিক এলাকায় প্রবেশকারীদের রেজিস্ট্রি রাখা
- প্রয়োজনে বাড়ি, অফিস আর আবাসিক এলাকায় প্রবেশকারীদের কাছে তথ্য চাওয়া
- ক্ষেত্রবিশেষে বাড়ির মালিক, অফিস বা আবাসিক এলাকার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা
- বাড়ি, অফিস আর আবাসিক এলাকায় যেন বিশৃঙ্খল কোন ঘটনা না ঘটে, সে ব্যাপারে নজর রাখা
উল্লেখ্য যে, বিভিন্ন ব্যাংক, এটিএম বুথ ও কারখানাতেও সিকিউরিটি গার্ডের চাকরি রয়েছে। প্রয়োজন অনুযায়ী এগুলোতে নির্দিষ্ট দায়িত্ব থাকে।
সিকিউরিটি গার্ড হিসাবে আপনি বেতন কত পাবেন?
সাধারণত আপনার বেতন হবে মাসে ৳৬,০০০ – ৳১১,০০০।
সিকিউরিটি গার্ডের চাকরির জন্য কী ডিগ্রি থাকা দরকার?
অধিকাংশ ক্ষেত্রে এসএসসি – এইচএসসি পাশ হতে হবে আপনাকে।
কীভাবে হবেন সিকিউরিটি গার্ড?
সিকিউরিটি গার্ড হবার জন্য প্রথম শর্ত হলো, শারীরিকভাবে শক্তসমর্থ হওয়া। এছাড়া, কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকা আবশ্যক। পাশাপাশি সবসময় সজাগ থাকার দক্ষতা আর দায়িত্বশীলতা এ চাকরিতে প্রয়োজনীয়।
সিকিউরিটি গার্ডের চাকরি কোথায় পাবেন?
শহরাঞ্চলে ব্যক্তিগত পর্যায়ে বহু বাড়িতে সিকিউরিটি গার্ডের চাকরি দেয়া হয়। এর বাইরে আপনি কাজের সুযোগ পেতে পারেন অফিস, ব্যাংক, আবাসিক এলাকা ও কারখানাগুলোতে। তবে এগুলোতে সরাসরি নিয়োগের চাইতে সিকিউরিটি কোম্পানির মাধ্যমে নিয়োগ দেয়া হয় বেশি।
জবের জন্য ভাল সাইট