একজন সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ যেকোন ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করে থাকেন। এ পেশায় থাকলে কোম্পানির পণ্যের বিক্রি বাড়াতে হবে আপনাকে। সাথে পুরানো ও নতুন কাস্টমারদের কাছে সেবা পৌঁছানোর দায়িত্বও থাকবে।
এক নজরে একজন সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ
সাধারণ পদবী: সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভবিভাগ: সেলস, রিটেইল
প্রতিষ্ঠানের ধরন: প্রাইভেট ফার্ম/কোম্পানি
ক্যারিয়ারের ধরন: ফুল-টাইম
এন্ট্রি লেভেলে সম্ভাব্য অভিজ্ঞতা সীমা: ০ – ২ বছর
এন্ট্রি লেভেলে সম্ভাব্য গড় বেতন: ৳২০,০০০ – ৳২৫,০০০ টাকা (সাথে থাকে বিক্রির উপর কমিশন)
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়স: ২৫ – ২৮ বছর
মূল স্কিল: ব্যবসায়িক ধারণা, ব্যবসায়িক সমাধান দিতে পারা, মধ্যস্থতা করার ক্ষমতা, যোগাযোগের দক্ষতা
বিশেষ স্কিল: সহযোগিতার সম্পর্ক তৈরি করতে পারা, সৃজনশীল চিন্তা করার ক্ষমতা
সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভের পেশা সম্পর্কিত প্রশ্ন
- একজন সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ কোথায় কাজ করেন?
- একজন সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ কী ধরনের কাজ করেন?
- একজন সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
- একজন সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
- একজন সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভের মাসিক আয় কেমন?
- একজন সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভের ক্যারিয়ার কেমন হতে পারে?
একজন সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ কোথায় কাজ করেন?
এ পদটি সাধারণত যেকোন ব্যবসা প্রতিষ্ঠানে পাওয়া যায়। বহুজাতিক কোম্পানি থেকে শুরু করে পোলট্রি ফার্মে পর্যন্ত কাজ করার সুযোগ পাবেন আপনি।
একজন সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ কী ধরনের কাজ করেন?
- কোম্পানির পণ্য বা সার্ভিসের অর্ডারের সংখ্যা বাড়ানো;
- পণ্য বা সার্ভিসের প্রচার করা;
- কীভাবে বাজারে কোম্পানির পণ্য বা সার্ভিসের প্রসার ঘটানো যায়, সে ব্যাপারে নতুন ধারণা দেয়া;
- কোম্পানির পণ্য বা সার্ভিসের প্রচারণার জন্য অভিনব ও আকর্ষণীয় উদ্যোগ নেয়া;
- পণ্য বা সার্ভিস বিক্রির রেকর্ড রাখা ও নিয়মিত প্রতিবেদন তৈরি করা;
- প্রতিষ্ঠানের কাস্টমারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা;
- নতুন কাস্টমারদের সাথে ব্যবসায়িক সম্পর্ক তৈরি করা।
একজন সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
প্রতিষ্ঠানের পণ্য বা সার্ভিস ভেদে যোগ্যতার ধরন আলাদা হয়।
শিক্ষাগত যোগ্যতাঃ অধিকাংশ কোম্পানিতে এ পদের জন্য ব্যাচেলর ডিগ্রি চাওয়া হয়। তবে কিছু কোম্পানিতে মাস্টার্স ডিগ্রির প্রয়োজন হতে পারে।
ব্যবসা সংক্রান্ত ডিগ্রির উপর জোর দেয়া হয় এ পেশায়। শিল্পকারখানার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ডিগ্রির প্রয়োজন হতে পারে।
বয়সঃ প্রতিষ্ঠানসাপেক্ষে বয়সের সীমা নির্ধারিত হয়। সাধারণত আপনার বয়স কমপক্ষে ২২ বছর হতে হবে।
অভিজ্ঞতাঃ এ পেশায় অভিজ্ঞদের প্রাধান্য রয়েছে। সাধারণত ১-২ বছরের ব্যবসা সংক্রান্ত অভিজ্ঞতা কাজে আসে।
বিশেষ শর্তঃ বিশেষ কিছু ক্ষেত্রে নারী বা পুরুষ প্রার্থীর কথা উল্লেহ করে দেয়া থাকে।
একজন সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
- ব্যবসায়িক সুযোগ নির্ণয় করার ক্ষমতা;
- খুঁটিনাটি বিষয় বিশ্লেষণ করার দক্ষতা;
- বাংলা ও ইংরেজি – দুই ভাষাতেই ভালো যোগাযোগ করতে পারা;
- কাস্টমারদের সাথে ভালো ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখার ক্ষমতা;
- আলাপ-আলোচনার মাধ্যমে মধ্যস্থতা করার দক্ষতা;
- তথ্য-উপাত্তসহ প্রতিবেদন তৈরি করতে পারা।
এ পেশায় বিভিন্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন জানা দরকারি। যেমন, এমএস অফিস (MS Office)। এছাড়া টেকনিক্যাল প্রতিষ্ঠানের ক্ষেত্রে পণ্য বা সার্ভিসের টেকনিক্যাল দিক সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে আপনাকে।
সেলসের দক্ষতা বাড়ানোর মাধ্যমে চ্যালেঞ্জিং এ পেশায় সাফল্য নিশ্চিত করা সম্ভব।
একজন সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভের মাসিক আয় কেমন?
মাসিক আয় কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ। গড়ে ২০ হাজার টাকা বেতন দিয়ে এন্ট্রি লেভেলের চাকরি শুরু হতে পারে।
একজন সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভের ক্যারিয়ার কেমন হতে পারে?
সাধারণত সেলস বা মার্কেটিং বিভাগের এন্ট্রি লেভেলে আপনার কাজ শুরু হবে। এ ক্ষেত্রে জুনিয়র বা সহকারী এক্সিকিউটিভের দায়িত্ব পেতে পারেন। পরে সিনিয়র পদে উন্নীত হবেন। যেমন, মার্কেটিংয়ে ব্র্যান্ড ম্যানেজার পদ রয়েছে। আবার আপনার কাজে সেলসের প্রাধান্য থাকলে সেলস ম্যানেজার হতে পারেন।
ক্যারিয়ারে সম্ভাব্য সবচেয়ে উঁচু পদে নিযুক্ত হওয়া সম্ভব আপনার বিভাগের পরিচালক হিসাবে।
তথ্যসূত্র
- এনএইচটি গ্রুপ, বিজ্ঞপ্তির তারিখঃ ২০ মার্চ ২০১৮, বিডিজবস ডট কম।
- প্রটেকফায়ার বাংলাদেশ লিমিটেড, বিজ্ঞপ্তির তারিখঃ ২১ মার্চ ২০১৮, বিডিজবস ডট কম।
- অনামিকা অ্যাসোসিয়েটস, বিজ্ঞপ্তির তারিখঃ ২৫ মার্চ ২০১৮, বিডিজবস ডট কম।
- ক্যাপ্টেন আল-হাদীদ স্টিল মিলস লিমিটেড, বিজ্ঞপ্তির তারিখঃ ১ এপ্রিল ২০১৮, বিডিজবস ডট কম।
- মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বিজ্ঞপ্তির তারিখঃ ৮ এপ্রিল ২০১৮, বিডিজবস ডট কম।
- পেন্টাজেমস, বিজ্ঞপ্তির তারিখঃ ৮ এপ্রিল ২০১৮, বিডিজবস ডট কম।
Exam gpa year
SSC- 3.13-2014
HSC-3.33–2016
Study Running Hons3rd year
Sorbopori choukos hote be